তালিবান খুব দ্রুত দখল করে ফেলছে বিশেষ এলাকাগুলো। গত শুক্রবার ও গতকাল শনিবার এই দুদিনে দুটি প্রাদেশিক রাজধানী দখল করে নেবার পরদিনই, অর্থাৎ আজ রবিবার (৮ আগস্ট) তৃতীয় প্রাদেশিক রাজধানী দখল করে নিলো তালিবান।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, আজ রবিবার কুন্দুজ প্রদেশের রাজধানী কুন্দুজের নিয়ন্ত্রণ নেয় দলটি। এ নিয়ে গত তিন দিনে গুরুত্বপূর্ণ তিনটি প্রাদেশিক রাজধানীর নিয়ন্ত্রণ নিতে সমর্থ হয়েছে দলটি। তালিবানের এক বিবৃতিতে শহরটি দখলের কথা নিশ্চিত করা হয়েছে। কাবুল প্রশাসন অবশ্য দলটির এমন দাবি প্রত্যাখ্যান করেছে। তবে স্থানীয় বাসিন্দা ও সাংবাদিকরা তালিবানের হাতে শহরটির পতন হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।
স্থানীয় সূত্রের বরাত দিয়ে আল জাজিরার প্রতিনিধি শার্লট বেলিস জানান, ‘তালিবান শহরের পুলিশ প্রধানের দপ্তর এবং নির্বাচন কমিশন দপ্তরের নিয়ন্ত্রণ নিয়েছে। শহরের প্রধান চত্ত্বরে তালিবানের পতাকা টাঙ্গানো হয়েছে। আফগান সরকার তাদের নিয়ন্ত্রণ হারানোর বিষয়টি অস্বীকার করলেও সামগ্রিক বিবেচনায় সেখানে তাদের পতন ঘটেছে।’
গতকাল শনিবার দিনের মাঝামাঝি সময়ে তালিবানের হাতে জাওযজান প্রদেশের রাজধানী শেবারগানের পতন হয়ে শহরটি আফগান বাহিনীর হাতছাড়া হওয়ার পর, রাতেই সেখানে তালিবান অবস্থানগুলোতে বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র।
আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গতকাল শনিবার রাতে বি-৫২ বোমারু বিমান দিয়ে এসব হামলা চালায় মার্কিন বাহিনী। তালেবানের অগ্রযাত্রা ঠেকাতে খোদ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দেশটির বিমান বাহিনীকে এই হামলা চালানোর নির্দেশ দিয়েছেন বলে জানা গেছে।
গত দুই দিনে তালিবানের হাতে পতন হওয়া বাকি দুই প্রাদেশিক রাজধানী হচ্ছে নিমরোজ প্রদেশের যারানজ এবং জাওযজান প্রদেশের রাজধানী শেবারগান। আজ সহ তিন দিনে তালিবানের হাতে যে তিনটি প্রাদেশিক রাজধানীর পতন হয়েছে, তার মধ্যে কুন্দুজকে সবচেয়ে তাৎপর্যপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়।
যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স জানিয়েছে, তালিবান যোদ্ধারা আফগানিস্তানের গ্রামীণ এলাকার বদলে এখন প্রাদেশিক শহরগুলোতে হামলা জোরদার করেছে। সশস্ত্র সংগঠনটির তিন কমান্ডার বিষয়টি নিশ্চিত করেছেন। তারা জানিয়েছেন, সম্প্রতি তালিবানের বিরুদ্ধে মার্কিন বিমান হামলার পর তাদের কৌশলে এই পরিবর্তন আনা হয়েছে।
গতকাল মার্কিন বাহিনীর বিমান হামলা সত্ত্বেও আফগানিস্তানে নিজেদের অগ্রযাত্রা অবিশ্বাস্যভাবে অব্যাহত রেখে আজ রবিবার কুন্দুজ প্রদেশের রাজধানী কুন্দুজের নিয়ন্ত্রণ নেয়া দলটিকে প্রতিহত করা কঠিন হয়ে দাঁড়াচ্ছে।
হিংসার এই বাড়বাড়ন্তে আফগান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে রাষ্ট্রপুঞ্জ নিরাপত্তা পরিষদ। পরিষদের বৈঠকে সদস্যরাষ্ট্রগুলি জানিয়ে দিয়েছে, অস্ত্রের জোরে ক্ষমতা দখলকারী কোনও গোষ্ঠীকে স্বীকৃতি দেওয়া হবে না। নিরাপত্তা পরিষদের ওই বৈঠকে আফগান সরকারের প্রতিনিধি গুলাম ইশাকজাই অভিযোগ করেন, তালিবান বাহিনীকে অস্ত্র এবং রসদ দিয়ে সাহায্য করছে পাকিস্তান।
এসডব্লিউ/এমএন/ডব্লিউজেএ/২০৫৫
আপনার মতামত জানানঃ