ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট ডিকসন বলেছেন, যুক্তরাজ্যের অক্সফোর্ডের করোনাভাইরাসের ভ্যাকসিনে অগ্রাধিকার পাধবে বাংলাদেশ। চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন লন্ডন যেতে চাইলে তাকে ভিসা দিতে আপত্তি নেই বলেও জানিয়েছেন তিনি। গতকাল বুধবার ডিপ্লোমেটিক করেসপনডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ডিকাব) আয়োজিত এক ওয়েবিনারে তিনি এসব কথা জানান। রবার্ট ডিকসন বলেন, ‘ভ্যাকসিন ট্রায়ালে না থাকলেও অক্সফোর্ডের করোনা ভ্যাকসিন পেতে অগ্রাধিকার পাবে বাংলাদেশ। করোনার ভ্যাকসিন উৎপাদিত হলে তা যেন সবাই পায় সে বিষয়টিতে যুক্তরাজ্য গুরুত্ব দিচ্ছে। জাতিসংঘের ৭৫তম সাধারণ অধিবেশনের বক্তৃতা দেওয়ার সময় যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, অক্সফোর্ডের ভ্যাকসিন এখন ক্লিনিক্যাল ট্রায়ালের তৃতীয় পর্যায়ে রয়েছে। দ্রুত বিতরণের জন্য অ্যাস্ট্রাজেনেকা এরই মধ্যে এ ভ্যাকসিনের লাখ লাখ ডোজ তৈরির কাজ শুরু করেছে।
ডিকসন বলেন, রোহিঙ্গা সংকট সমাধানে যুক্তরাষ্ট্রসহ একই মনোভাবসম্পন্ন দেশগুলোর সঙ্গে যুক্তরাজ্য কাজ করবে। মিয়ানমার সরকার ও রোহিঙ্গা সমস্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের ওপর চাপ অব্যাহত থাকবে।’
এক প্রশ্নের জবাবে রবার্ট ডিকসন বলেন, চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ভিসা দিতে ব্রিটেনের কোনো আপত্তি নেই। এ সময় রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন ইস্যুতে যুক্তরাজ্যের অবস্থান ব্যাখ্যা করে বলেন, মিয়ানমার সেনাবাহিনীর সদস্যদের গণহত্যার স্বীকারোক্তি বিচারে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে। রবার্ট ডিকসন রোহিঙ্গাদের ফেরাতে তাদের নাগরিকত্ব পাওয়ার ওপর জোর দেওয়ার তাগিদ দেন।
ডিকসন বলেন, রোহিঙ্গা সংকট সমাধানে যুক্তরাষ্ট্রসহ একই মনোভাবসম্পন্ন দেশগুলোর সঙ্গে যুক্তরাজ্য কাজ করবে। মিয়ানমার সরকার ও রোহিঙ্গা সমস্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের ওপর চাপ অব্যাহত থাকবে।’ নভেম্বরে মিয়ানমারের নির্বাচনের পরে নতুন সম্ভাবনা তৈরি হবে আশা করে রাষ্ট্রদূত বলেন, ‘আমরা রোহিঙ্গা সমস্যার সমাধানের জন্য তাদের ওপর মিয়ানমারের নৃশংসতার দায়বদ্ধতা নিশ্চিতের বিষয়ে অঙ্গীকারবদ্ধ। তাই আমরা আন্তর্জাতিক অপরাধ আদালত এবং আন্তর্জাতিক বিচারিক আদালতে চলমান প্রক্রিয়াকে সমর্থন করি।’
জলবায়ু পরিবর্তন এবং করোনা পরিস্থিতি সামাল দিতে বাংলাদেশের সঙ্গে একযোগে কাজ করার আগ্রহের কথাও জানান ব্রিটিশ হাই কমিশনার। ওয়েবিনার সঞ্চালনা করেন ডিকাব সভাপতি আঙ্গুর নাহার।
দেশ রুপান্তর,পৃষ্ঠা ১, কলাম ৫
১ অক্টোবর, ২০২০,বৃহস্পতিবার, ১৬ আশ্বিন ১৪২৭
আপনার মতামত জানানঃ