স্টেটওয়াচ রিসার্চ নেটওয়ার্ক কাজ করছে বাংলাদেশে আইনপ্রয়োগের সার্বিক চিত্র তুলে ধরার পাশাপাশি মতপ্রকাশের স্বাধীনতা সংক্রান্ত বাস্তবতা নিয়ে। এর অংশ হিসেবে স্টেটওয়াচ নিউজে আমরা প্রতিদিনকার আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা ও গণমাধ্যম সংক্রান্ত খবরাখবরগুলো সংক্ষেপে তুলে ধরার উদ্যোগ নিয়েছি। প্রতিদিন নিম্নোক্ত মাধ্যমসমূহ থেকে সংবাদগুলো সংগ্রহ ও তা নথিবদ্ধ করছে আমাদের কর্মীরা: প্রথম আলো, কালের কণ্ঠ, যুগান্তর, সমকাল, নয়া দিগন্ত, ইত্তেফাক, দেশ রূপান্তর, ডেইলি স্টার, নিউ এজ, দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেস, বাংলা ট্রিবিউন, বিডিনিউজ২৪ ডটকম, আমাদের সময়, মানবজমিন। আমরা আশা করি, এই প্রতিবেদন নিয়মিত প্রকাশের মাধ্যমে জনগণের তথ্যপ্রাপ্তির অধিকার আরো শক্তিশালী হবে।
৩০ জানুয়ারি ২০২১ শনিবার, ১৬ মাঘ ১৪২৭, পত্র-পত্রিকায় প্রকাশিত
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গণমাধ্যম সংক্রান্ত নির্বাচিত খবরের সার-সংক্ষেপ।
চালককে পুলিশের লাঠিপেটা : দিনাজপুরে যান চলাচল বন্ধ
সমকাল
বিভাগ: রাষ্ট্রীয় বাহিনী
দিনাজপুরে পুলিশের গাড়িকে সাইড দিতে বিলম্ব হওয়ার পুলিশ লাঠি দিয়ে চালককে পিটিয়ে আহত করার প্রতিবাদে জেলার সকল রুটে বাস চলাচল বন্ধ রেখেছে জেলা মোটর পরিবহন শ্রমিকরা। আজ শনিবার সকাল থেকে মহাসড়কের উপরে বাস, ট্রাক দিয়ে ব্যরিকেট তৈরি করে প্রতিবাদ করছে বাস শ্রমিকেরা। শ্রমিকরা জানিয়েছে বিষয়টি সমাধান না হওয়া পর্যন্ত তারা যান চলাচল শুরু করবেন না।
বাস শ্রমিকরা জানান, শুক্রবার সন্ধ্যায় নুসরাত পরিবহনের একটি বাস রিজার্ভ যাত্রী নিয়ে ভিন্ন জগতে যাচ্ছিল। পথে চাম্পাতলীতে পুলিশের পিকআপ ভ্যানকে সাইড দিতে বিলম্ব হওয়ায় পুলিশ ওই গাড়ির চালককে লাঠিচার্জ করে। এতে ওই চালক গুরুতর আহত হন। এ ঘটনার প্রতিবাদে বাস শ্রমিকরা যান চলাচল বন্ধ রেখে অবরোধ ও বিক্ষোভ করছে। এ সময় দিনাজপুর কোতোয়ালী থানার উপপরিদর্শক নুর আলম শ্রমিকদের সাথে বিষয়টি নিয়ে আলোচনা করলেও কোনো প্রকার সুরাহা হয়নি।
‘খুশি’র ঘুষেও শাস্তির মুখে পুলিশ সদস্যরা
বিশেষ টিমের তদন্তে শতাধিক শনাক্ত
সমকাল
বিভাগ: রাষ্টৗয় বাহিনী
হামিদা বেগম রিনা বসবাস করেন আশুলিয়ার ইয়ারপুরের পশ্চিমপাড়ায়। সম্প্রতি হামিদার বড় বোন মিনারা বেগম তাদের চার বোনের নামে পাঁচ শতাংশ জমি নিবন্ধন করে দেন। তবে ওই জায়গাটি আগে থেকে ভোগদখল করে আসছিলেন তাদের ভাই নেছার আহমেদ। ওই জায়গায় চার বোন মিলে বাড়ি করতে গেলে বাধা দেন নেছার। এ ঘটনায় আশুলিয়া থানায় জিডি করেন হামিদা। জিডি করার সময় হামিদার কোনো অর্থ খরচ হয়নি।
জিডির তদন্ত করতে গিয়ে সাক্ষীদের বক্তব্য নেন আশুলিয়া থানার এসআই জয়ন্ত মজুমদার। এ সময় ‘খুশি’ হয়ে জোর করে তাকে দেড় হাজার টাকা দিয়েছেন হামিদা। তা সত্ত্বেও তদন্ত এগোয়নি। বাধ্য হয়ে হামিদা আবার থানায় যান। তখন এসআই জয়ন্ত ঘটনার তদন্তের জন্য এসআই জুয়েল রানাকে পাঠান। তিনি হামিদার ভাই নেছারের বক্তব্য নেন। ওই দিনও জিডির বাদী হামিদা এসআই জুয়েল রানাকে ‘খুশি হয়ে তার গাড়ির তেল খরচ বাবদ’ ৫০০ টাকা দেন। এর পরও ভাইয়ের অত্যাচার থেকে মুক্তি মেলেনি হামিদার। বাধ্য হয়ে আবার থানায় যান হামিদা। তখন তার সঙ্গে পরিচয় হয় এসআই সঞ্জিতের। তার পরামর্শে আবারও জিডি করেন তিনি। সঞ্জিত কোনো টাকা ছাড়াই হামিদাকে আইনি সহায়তা করেন। তাকে আদালতে যাওয়ার পরামর্শ দেন। আইনি প্রতিকার চেয়ে জিডি বা মামলা করতে যারা থানায় যান সেসব ভুক্তভোগী অনেক সময় ‘খুশি’ হয়ে পুলিশকে ঘুষ দেন। এবার ‘খুশির ঘুষ’ গ্রহীতা পুলিশ সদস্যদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া শুরু করেছে পুলিশের ঢাকা রেঞ্জ। এ জন্য একটি চৌকস টিম গঠন করা হয়েছে, যারা জিডি ও মামলার বাদীর সঙ্গে কথা বলে অনৈতিক লেনদেনের তথ্য যাচাই করছেন। এ ছাড়া ঘুষ গ্রহীতা শনাক্তে অডিও রেকর্ড শুনছেন তারা।
এ প্রক্রিয়ায় এরই মধ্যে শতাধিক পুলিশ সদস্য শনাক্ত হয়েছেন, যারা জিডি ও মামলার বাদীর কাছ থেকে টাকা নিয়েছেন। ঢাকা রেঞ্জের ১৩টি জেলায় এই কার্যক্রম শুরুর পর মাঠপর্যায়ের অসাধু পুলিশ সদস্যদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। প্রাথমিকভাবে কোনো অভিযোগ পেলে সাক্ষীর বক্তব্য গ্রহণ ও অন্যান্য তথ্য-উপাত্ত সংগ্রহ করে তদন্ত করা হয়। এর পর অপরাধ প্রমাণিত হলে অভিযুক্ত পুলিশ সদস্যদের বিরুদ্ধে নেওয়া হচ্ছে শাস্তিমূলক ব্যবস্থা।
পুলিশের একাংশের মানসিকতায় পরিবর্তন আসবে কি?
যুগান্তর
বিভাগ: রাষ্ট্রীয় বাহিনী
গত ২৫ জানুয়ারি বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এক শুনানিতে বলেছেন, ‘পুলিশের প্রধান দায়িত্ব হচ্ছে দেশের নাগরিকদের সুরক্ষা দেওয়া, সে যে-ই হোক না কেন।’ কুষ্টিয়ার ভেড়ামারা পৌরসভা নির্বাচনে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মহসিন হাসানের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগের বিষয়ে ব্যাখ্যা জানাতে পুলিশ সুপার এসএম তানভীর আরাফাত হাজির হলে হাইকোর্টের বিচারপতিরা এ কথা বলেন।
আদালত কুষ্টিয়ার পুলিশ সুপারের উদ্দেশে আরও বলেন, ‘কে কোন দল, মত, আদর্শের উত্তরাধিকার-এটা বিবেচ্য বিষয় আপনার নয়। কথায় পটু হলে চলবে না, কাজে পটু হতে হবে।’
আদালতের শেষোক্ত বক্তব্যটি সম্ভবত এসপি তানভীর আরাফাতের পূর্বেকার কিছু অপেশাদারি আচরণের জন্য যথোপযুক্ত হয়েছে। কারণ, কিছুদিন আগে কুষ্টিয়ার এ পুলিশ কর্মকর্তাই ভাস্কর্য ভাঙার ঘটনাকে কেন্দ্র করে এক সমাবেশ মঞ্চে দাঁড়িয়ে রাজনৈতিক নেতার মতো বক্তব্য দিয়ে বিতর্কের জন্ম দিয়েছিলেন। তার সেই বক্তব্য বিভিন্ন যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিরূপ সমালোচনার সৃষ্টি হয়, যা সব পুলিশ সার্ভিসের জন্য ছিল বিব্রতকর।
পুরুষ পুলিশের কারণে প্রায় ৬০ শতাংশ নারী থানায় অভিযোগ করেন না’
বাংলা ট্রিবিউন ডেস্ক
বিভাগ: রাষ্ট্রীয় বাহিনী
নির্যাতনের কথা পুরুষ পুলিশকে জানাতে হয় বলে দেশে ৪০ থেকে ৬০ শতাংশ ভুক্তভোগী নারীই থানায় আসেন না। তাই, প্রত্যেক থানায় একজন করে নারী পুলিশ রাখার বিষয়ে ভাবা হচ্ছে, যাতে একজন নারীর কাছে তার অভিযোগ তুলে ধরতে সমস্যা না হয়। শুক্রবার (২৯ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) আয়োজিত অনলাইনে ‘অ্যাডা লাভলেস সেলিব্রেশন’আলোচনায় এসব কথা বলেন ডিএমপির সাইবার সিকিউরিটি এন্ড ক্রাইম ডিভিশনের সিনিয়র অ্যাসিসটেন্ট কমিশনার সৈয়দ নাসিরুল্লাহ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিডিওএসএনের সাধারণ সম্পাদক মুনির হাসান। এতে আরও উপস্থিত ছিলেন, হাইটেক পার্ক অথোরিটির ব্যবস্থাপনা পরিচালক হোসনে আরা বেগম, এনডিসি, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক নোভা আহমেদ, ইন্টারনেট সার্ভিস প্রভাইডারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ আইএসপিএবির প্রেসিডেন্ট আমিনুল হাকিম ও বাংলাদেশ কম্পিউটার সমিতি বিসিএসের প্রেসিডেন্ট শাহিদ উল মুনির।
ব্যালট ছিনিয়ে নেয়া সেই ৩ চেয়ারম্যানকে ছেড়ে দিল পুলিশ
জাগো নিউজ
বিভাগ: রাষ্ট্রীয় বাহিনী
ময়মনসিংহের গৌরীপুরে পৌরসভা নির্বাচনে ব্যালট পেপার ছিনতাইয়ের সময় হাতেনাতে আটক তিন চেয়ারম্যানসহ চারজনকে ছেড়ে দেয়া হয়েছে। কর্তব্যরত প্রিসাইডিং অফিসার তাদের বিরুদ্ধে কোনো মামলা না দেয়ায় ছেড়ে দেয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
শনিবার (৩০ জানুয়ারি) বিকেল ৫টার দিকে তাদেরকে ছেড়ে দেয়া হয়। থানা থেকে মুক্তির পর চেয়ারম্যানদের সমর্থকরা তাদের গলায় ফুলের মালা দিয়ে আনন্দ মিছিল বের করে। আনন্দ মিছিল করার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
থানায় পুলিশের হেফাজত থেকে মুক্তরা হলেন— রামগোপালপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল্লাহ আলামিন জনি, অচিন্তপুর ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম শহিদ, কাউসার মিয়া, সাবেক ইউপি চেয়ারম্যান দুলাল আহমেদ। এর আগে দুপুর ১২টার দেকে গৌরীপুর সরকারি কলেজ কেন্দ্র থেকে তাদেরকে আটক করা হয়।
গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দিন বলেন, কর্তব্যরত প্রিসাইডিং অফিসার কোনো মামলা না দেয়ায় তাদের ছেড়ে দেয়া হয়েছে।
আটককৃতদের বিরুদ্ধে মামলা না দেয়ার বিষয়ে জানতে চাইলে গৌরীপুর সরকারি কলেজের কর্তব্যরত প্রিসাইডিং অফিসার আব্দুল মান্নান বলেন, ‘এখন আমি ব্যস্ত, উপজেলা পরিষদে গিয়ে কথা বলব।’
সাংবাদিককে মারধর, ভোট জালিয়াতির অভিযোগে আটক ৪
প্রথম আলো
বিভাগ: গণমাধ্যম
ময়মনসিংহের গৌরীপুর পৌরসভা নির্বাচনে ভোট জালিয়াতির অভিযোগে গৌরীপুর সরকারি কলেজে ভোটকেন্দ্র থেকে আওয়ামী লীগ প্রার্থীর চারজন সমর্থককে আটক করা হয়েছে। আটক চারজনের মধ্যে তিনজন স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বলে জানান প্রত্যক্ষদর্শীরা। আজ শনিবার বেলা দেড়টার দিকে তাঁদের আটক করা হয়।
এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে পৌর শহরের শেখ লেবু সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সন্ত্রাসীদের মারধরে আহত হয়েছেন বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভির ক্যামেরাম্যান মাসুদ রানা।
আজ সকাল আটটা থেকে গৌরীপুর পৌরসভা নির্বাচনে নয়টি কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়। এ পৌরসভায় আওয়ামী লীগের মনোনীত প্রার্থী শফিকুল ইসলামের প্রতিদ্বন্দ্বী হিসেবে আছেন স্বতন্ত্র প্রার্থী ও গৌরীপুর পৌরসভার বর্তমান মেয়র সৈয়দ রফিকুল ইসলাম। গৌরীপুর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান হত্যা মামলার আসামি হওয়ায় সৈয়দ রফিকুল ইসলাম আওয়ামী লীগের মনোনয়ন চাইতে পারেননি। তবে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করায় এ পৌরসভায় শুরু থেকেই উত্তেজনাপূর্ণ অবস্থা ছিল।
আপনার মতামত জানানঃ