এবার ঈদের ছুটিতে আট দিনে সারা দেশে ১১০টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় ১৩২ জন নিহত হয়েছেন ও আহত হয়েছেন ২০৮ জন। সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটে ঢাকা বিভাগে। এ বিভাগে মারা গেছেন ৩২ জন। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) তাদের ওয়েবসাইটে সড়ক দুর্ঘটনা সংক্রান্ত এ প্রতিবেদনটি প্রকাশ করে।
বিআরটিএ’র তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, ২৮শে মার্চ থেকে ৪ঠা এপ্রিলের মধ্যে সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা ঘটেছে ৩১শে মার্চ। সড়কে সবচেয়ে বেশি মানুষের মৃত্যুও হয়েছে সেদিন। ঈদের দিন সারা দেশে ১৮টি সড়ক দুর্ঘটনায় ২৪ জনের মৃত্যু হয়। ঈদের পরের দিন সড়কে মৃত্যু হয় ১৯ জনের। ২রা এপ্রিল দেশে সড়ক দুর্ঘটনায় ২২ জনের মৃত্যু হয়।
বিআরটিএ’র তথ্য অনুযায়ী, ঈদের ছুটির আটদিনে ঢাকা বিভাগের পর সড়কে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে চট্টগ্রাম বিভাগে, এ বিভাগে ৩১ জন মারা যান। খুলনা বিভাগে ২৩ জন, রাজশাহী বিভাগে ১৪ জন, রংপুর বিভাগে ১১ ও ময়মনসিংহ বিভাগে ১০ জন নিহত হয়েছেন। এ সময়ে সড়কে সবচেয়ে কম মৃত্যু সিলেট ও বরিশাল বিভাগে। এর মধ্যে সিলেটে মারা গেছেন ৫ জন আর বরিশালে ৬ জন। ২৮শে মার্চ থেকে ৪ঠা এপ্রিলের মধ্যে সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটেছে ঢাকা বিভাগে। যার সংখ্যা ২৭।
এসব দুর্ঘটনায় ৮৪ জন আহত হন। এ ছাড়া খুলনা বিভাগে ১৯টি, চট্টগ্রাম বিভাগে ১৭টি, রাজশাহী বিভাগে ১৪টি, রংপুর বিভাগে ১৪টি, বরিশাল বিভাগে ৭টি, ময়মনসিংহ বিভাগে ৭টি ও সিলেট বিভাগে ৫টি সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটেছে।
আপনার মতামত জানানঃ