অনেক গবেষক ধারণা করতেন যে প্রজাপতি প্রথম এশিয়া মহাদেশে বিবর্তিত হয়েছিল। কিন্তু সম্প্রতি একটি বিশ্বব্যাপী জেনেটিক বিশ্লেষণ থেকে জানা গেছে যে তারা প্রথম উত্তর আমেরিকায় আবির্ভূত হয়েছিল প্রায় ১০ কোটি বছর আগে নন-এভিয়ান ডাইনোসর বিলুপ্ত হওয়ার ঠিক আগ মূহুর্তে।
একটি জেনেটিক বিশ্লেষণ অনুসারে, আজ থেকে প্রায় ১০ কোটি বছর আগে উত্তর আমেরিকার আকাশে প্রজাপতি প্রথম উড়েছিল। গবেষণাটি একটি বিশদ প্রজাপতি ফ্যামিলি ট্রি তৈরি করতে ব্যবহার করা হয়েছে, যা বিজ্ঞানীদের প্রজাপতির বিবর্তনীয় উৎস এবং কীভাবে তারা সারা বিশ্বে ছড়িয়ে পড়ে তা সম্পর্কে নতুনভাবে অন্তর্দৃষ্টি প্রদান করতে সাহায্য করেছে।
এর আগে ছোটো পরিসরে বিভিন্ন পোকামাকড়ের বিবর্তনীয় উৎস সম্পর্কে গবেষণা হলেও প্রজাপ্রতি-র পুর্বপুরুষ সম্পর্কে তেমন কোনো শক্তপোক্ত গবেষণা হয় নি।
ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের আকিতো কাওয়াহারা এবং গবেষকদের একটি আন্তর্জাতিক দল ২৮টি ভিন্ন জাদুঘরে সংগ্রহ করা নমুনা ব্যবহার করে সারা বিশ্ব থেকে প্রজাপতির তথ্য সংগ্রহ করেছে। তিনি এবং তার সহকর্মীরা প্রায় ২,৩০০ প্রজাপতির প্রজাতি থেকে ৩৯১টি জিন বিশ্লেষণ করেছেন। তাদের বিশ্লেষনের মধ্যে মোট ৯০টি ভিন্ন দেশে বসবাসকৃত প্রজাপ্রতি চলে এসেছে যা আবার সমস্ত পরিচিত প্রজাপতির ৯২ শতাংশকে প্রতিনিধিত্ব করে।
গবেষকরা জেনেটিক বিশ্লেষণ ব্যবহার করে প্রথম প্রজাপতির সম্ভাব্য ভৌগলিক উৎস নির্ধারণ করেন। এছাড়া দলটি হিসাব করে বের করেন যে, প্রাচীনতম প্রজাপতি প্রায় ১০ কোটি বছর আগে বিবর্তিত হয়েছিল।
প্রজাপতির প্রথম আত্মপ্রকাশ উত্তর আমেরিকায় ঘটেছে বলে মনে হয়। তখন পৃথিবীর বুকে বিচরণ করতো অস্থি-ধাতুপট্টাবৃত তৃণভোজী ডাইনোসর এবং Tyrannosaurus rex (টি-রেক্স)-এর ফ্লীট-ফুটেড, তুলতুলে পূর্বপুরুষ।
উত্তর আমেরিকা থেকে প্রথমে দক্ষিণ আমেরিকায়, তারপর পশ্চিম দিকে অস্ট্রেলিয়া, এশিয়া, ভারত এবং তারপর দ্বীপ উপমহাদেশে। এরপর আফ্রিকার মহাদেশ হয়ে অবশেষে প্রায় ১ কোটি ৭০ লাখ বছর আগে তারা ইউরোপে ছড়িয়ে পরে।
এছাড়াও গবেষণা দলটি প্রজাপতির লার্ভা যেসকল গাছের পাতা বা কান্ড খেয়ে বেড়ে ওঠে এমন উদ্ভিদের ৩১,০০০ টিরও বেশি রেকর্ড সংকলন করেছেন। তারা প্রজাপতির পাশাপাশি সেসকল উদ্ভিদের বিবর্তনীয় ধারা পুনর্গঠন করেছে। দলটি ধারণা করেন যে, প্রথম প্রজাপতি শুঁয়োপোকা legume পরিবারের অন্তর্গত গাছের পাতা/কান্ড খেয়ে বড় হয়েছিলো। মজার ব্যাপার হলো আজও, প্রজাপতির দুই-তৃতীয়াংশেরও বেশি প্রজাতি তাদের খাদ্য একই পরিবারের উদ্ভিদের মধ্যে সীমাবদ্ধ রেখেছে। বাকি এক-তৃতীয়াংশ প্রজাপতি দুই বা ততোধিক ভিন্ন উদ্ভিদ পরিবারকে খাদ্য হিসাবে গ্রহণ করে।
আপনার মতামত জানানঃ