বই পড়া থেকে আনন্দ, বুদ্ধি ও সক্ষমতা অর্জিত হয়। বই পড়তে হয় একাকী এবং তাতে অবসর ভরে ওঠে নির্মল আনন্দে, বুদ্ধি আসে বইয়ের কথামালা থেকে, আর সক্ষমতা আসে গ্রন্থগত বিদ্যার সঙ্গে বিষয়বুদ্ধির সংশ্লেষে।
পাঠাভ্যাস মানবপ্রকৃতিকে নিখুঁত করে এবং তা আবার অভিজ্ঞতার দ্বারা নিকষিত হয়। প্রাকৃতিক দক্ষতা হলো উদ্ভিদের মতো, কেটেছেঁটে যত্ন নিতে হয়। বই সেই পরিচর্যার কাজটি করে। বই পড়া বিষয়ে কয়েকজন মনীষীদের উক্তি নিয়ে আমাদের আজকের ছবিঘর।
বই পড়া বিষয়ে মনীষীদের উক্তি ওমর খৈয়াম কবি ও দার্শনিক ওমর খৈয়াম বলেছিলেন, ‘একদিন রুটি মদ ফুরিয়ে যাবে, প্রিয়ার কালো চোখ ঘোলাটে হয়ে আসবে, কিন্তু বইখানা অনন্ত যৌবনা, যদি তেমন বই হয়।’
বই পড়া বিষয়ে মনীষীদের উক্তি সৈয়দ মুজতবা আলী সৈয়দ মুজতবা আলী বলেছিলেন, ‘বই কিনে কেউ দেউলিয়া হয় না।’
বই পড়া বিষয়ে মনীষীদের উক্তি ভিনসেন্ট স্টারেট ভিনসেন্ট স্টারেট বলেছিলেন, ‘আমরা যখন বই সংগ্রহ করি, তখন আমরা আনন্দকেই সংগ্রহ করি।’
বই পড়া বিষয়ে মনীষীদের উক্তি প্রমথ চৌধুরী প্রমথ চৌধুরী বলেছিলেন, ‘বই কিনলেই যে পড়তে হবে, এটি হচ্ছে পাঠকের ভুল। বই লেখা জিনিসটা একটা শখমাত্র হওয়া উচিত নয়, কিন্তু বই কেনাটা শখ ছাড়া আর কিছু হওয়া উচিত নয়।’
বই পড়া বিষয়ে মনীষীদের উক্তি ভিক্টর হুগো ভিক্টর হুগো বই পড়ার গুরুত্ব বুঝাতে গিয়ে বলেছেন, ‘বই বিশ্বাসের অঙ্গ, বই মানব সমাজকে টিকিয়ে রাখার জন্য জ্ঞান দান করে। অতএব, বই হচ্ছে সভ্যতার রক্ষাকবচ।’
বই পড়া বিষয়ে মনীষীদের উক্তি লিও টলস্টয় বই নিয়ে লিও টলস্টয়ের বিখ্যাত উক্তিটি হচ্ছে, ‘জীবনে মাত্র তিনটি জিনিসের প্রয়োজন- বই, বই এবং বই।’
বই পড়া বিষয়ে মনীষীদের উক্তি হেনরি ওয়ার্ড বিশার হেনরি ওয়ার্ড বিশার ঠিকই বলেছেন, ‘বইয়ের মতো ভালো সঙ্গী আর কিছু নেই। বইয়ের সঙ্গে কথা বলা যায়, বই উপদেশ দেয়, কিন্তু কিছু করতে বাধ্য করে না।’
বই পড়া বিষয়ে মনীষীদের উক্তি মার্ক টোয়েন মার্ক টোয়েন বলেছিলেন, ‘যার বই পড়ার অভ্যাস নেই আর যে পড়তে জানে না এমন লোকের মধ্যে কোনো পার্থক্য নেই।’
We use cookies to ensure that we give you the best experience on our website. If you continue to use this site we will assume that you are happy with it.AcceptPrivacy policy