ভারতের রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজ্য উত্তরপ্রদেশের সব মাদ্রাসায় দেশটির জাতীয় সংগীত ‘জনগণমন’ গাওয়া বাধ্যতামূলক করে নির্দেশ জারি করেছে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নেতৃত্বাধীন রাজ্য সরকার।
বৃহস্পতিবার থেকেই এই নিয়ম কার্যকর করা হলেও এই সংক্রান্ত নির্দেশিকাটি জারি করা হয় গত ৯ মে।
সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রতিদিন ক্লাস শুরু করার আগেই মাদ্রাসার শিক্ষক ও পড়ুয়াদের জাতীয় সংগীত গাইতে হবে।
ভারতীয় গণমাধ্যম থেকে জানা যায়, বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ মার্চ রাজ্যের মাদ্রাসা শিক্ষা পরিষদের একটি বৈঠক করা হয়। তাতেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এবার থেকে রাজ্যের সমস্ত মাদ্রাসায় প্রতিদিন নিয়ম করে জাতীয় সংগীত গাইতে হবে। এই নির্দেশিকা শুধুমাত্র ছাত্রছাত্রী নয়, শিক্ষকদেরও মেনে চলতে হবে। সরকারি পোষিত কিংবা বেসরকারি, সমস্ত মাদ্রাসাকেই এই নিয়ম মেনে চলতে হবে। এবং জাতীয় সংগীত হিসেবে ‘জন গণ মন অধিনায়ক’-এর যতটুকু গাওয়া হয়, তার পুরোটাই প্রত্যেক ছাত্রছাত্রী ও শিক্ষককে গাইতে হবে।
রমজান উপলক্ষে একমাসেরও বেশি সময় ধরে রাজ্যের মাদ্রাসাগুলি বন্ধ ছিল। ১২ মে থেকেই সেগুলি ফের পঠনপাঠনের জন্য খুলে দেওয়া হয়। সরকারি বিজ্ঞপ্তিতে এই বিষয়টিও উল্লেখ করা হয়েছে। তাতে বলা হয়েছে, রমজানের পর মাদ্রাসা খোলা হলেই যেন নয়া নির্দেশিকা মেনে প্রতিদিন জাতীয় সংগীত গাওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়।
এই বিষয়ে প্রশ্ন করা হলে মাদ্রাসা শিক্ষক সংগঠনের সাধারণ সম্পাদক দিওয়ান সাহাব জামান খান বলেন, পঠনপাঠন শুরু করার আগে প্রত্যেক মাদ্রাসাতেই প্রার্থনা করানোর রেওয়াজ রয়েছে। তবে, সেখানে ইসলাম ধর্ম মতে হামদ (আল্লাহর প্রশংসা) এবং সালাম (মুহম্মদকে কুর্নিশ) প্রার্থনা হিসেবে পাঠ করা হয়। তারপরই শুরু হয়ে রোজের ক্লাস। কিছু মাদ্রাসায় এর পাশাপাশি জাতীয় সংগীত গাওয়ারও প্রথা রয়েছে। কিন্তু, এত দিন তা বাধ্যতামূলক ছিল না। তবে, এখন থেকেই সেটাই করা হল।
সরকারি পোষিত কিংবা বেসরকারি, সমস্ত মাদ্রাসাকেই এই নিয়ম মেনে চলতে হবে। এবং জাতীয় সংগীত হিসেবে ‘জন গণ মন অধিনায়ক’-এর যতটুকু গাওয়া হয়, তার পুরোটাই প্রত্যেক ছাত্রছাত্রী ও শিক্ষককে গাইতে হবে।
অন্যদিকে, উত্তরপ্রদেশ সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, শিক্ষা জগতের সঙ্গে যুক্ত বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে আলোচনার পরই এই নয়া সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিদ্ধান্ত গ্রহণের আগে মাদ্রাসা শিক্ষা সম্পর্কে ওয়াকিবহাল মহলের সঙ্গেও পরামর্শ করেছেন সরকারের প্রতিনিধিরা। যদিও শিক্ষা জগতের একাংশের আশঙ্কা, উত্তরপ্রদেশ সরকারের এই সিদ্ধান্ত নিয়ে পরবর্তীকালে বিস্তর কাটাছেঁড়া করা হতে পারে।
গত মাসে উত্তরপ্রদেশ রাজ্যের সংখ্যালঘু কল্যাণ মন্ত্রী ধরমপাল সিংহ মাদ্রাসায় জাতীয়তাবাদ চর্চার ওপর জোর দেওয়ার কথা বলেছিলেন। তার পরই এই নির্দেশ দিল বোর্ড।
মন্ত্রী ড্যানিশ আজাদ আনসারিও বলেছিলেন যে সরকার চায় মাদ্রাসার ছাত্ররা ‘দেশপ্রেমে পূর্ণ’ হোক৷ বর্তমানে, উত্তরপ্রদেশে মোট ১৬,৪৬১ টি মাদ্রাসা রয়েছে এবং তাদের মধ্যে ৫৬০টি সরকারি অনুদান পায়।
‘জন গণ মন’ ভারতীয় প্রজাতন্ত্রের জাতীয় সংগীত। এটি মূলত বহুমিত রবীন্দ্রনাথ ঠাকুর দ্বারা বাংলায় ভারত ভাগ্য বিধাতা নামে রচিত হয়েছিল। ভারত ভাগ্য বিধাতা গানটির প্রথম স্তবকটি ২৪ জানুয়ারী ১৯৫০ তারিখে ভারতের গণপরিষদ জাতীয় সংগীত হিসাবে গৃহীত হয়েছিল। জাতীয় সংগীতের একটি আনুষ্ঠানিক উপস্থাপনা প্রায় ৫২ সেকেন্ড সময় নেয়। প্রথম এবং শেষ লাইন সমন্বিত একটি সংক্ষিপ্ত সংস্করণ মাঝে মাঝে মঞ্চস্থ হয়। এটি সর্বপ্রথম ২৭ ডিসেম্বর ১৯১১-এ ভারতীয় জাতীয় কংগ্রেসের কলকাতা অধিবেশনে সর্বজনীনভাবে গাওয়া হয়েছিল।
এসডব্লিউ/এমএন/কেএইচ/১৭৩৬
আপনার মতামত জানানঃ