এই তালিবানই সেই পুরনো তালিবান, কোন পরিবর্তন নেই। নতুন করে আফগান তখতে বসার পর মুখে যতই প্রগতিশীলতার কথা বলুক, মেয়েদের উপর জারি হওয়া একাধিক ফতোয়ায় ইতিমধ্যে তা প্রমাণিত। এবার শরিয়তি আইনকে মান্যতা দিয়ে সংগীতশিল্পীকে ‘শাস্তি’ দিল তালিবান।
একজন শিল্পীর সামনে তার শিল্পকে ধ্বংস করার চেয়ে বড় শাস্তি হতে পারে না। সেই কাজই করল আফগান জেহাদিরা। সংগীতশিল্পীর সামনেই পুড়িয়ে দেওয়া হল তার বাদ্যযন্ত্র।
সূত্র মতে, আফগানিস্তানের পাকতিয়া প্রদেশে এক সংগীতশিল্পীর সামনে তার বাদ্যযন্ত্র পুড়িয়ে দিয়েছে তালেবান। এক আফগান সাংবাদিকের পোস্ট করা ভিডিওতে এই দৃশ্য দেখা যায়। বার্তা সংস্থা এএনআইয়ের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
আফগানিস্তানের জ্যেষ্ঠ সাংবাদিক আবদুল হক ওমেরি টুইটারে ভিডিওটি পোস্ট করেন। ভিডিওতে দেখা গিয়েছে, আগুনে দাউদাউ করে পুড়ছে বাদ্যযন্ত্র। যে দৃশ্য দেখে নিজেকে সামলাতে পারেননি সংগীতশিল্পী। হাউহাউ করে কেঁদে ফেলেন তিনি।
Video : Taliban burn musician’s musical instrument as local musicians weeps. This incident happened in #ZazaiArub District #Paktia Province #Afghanistan . pic.twitter.com/zzCp0POeKl
— Abdulhaq Omeri (@AbdulhaqOmeri) January 15, 2022
যদিও সংগীতশিল্পীর অঝোর ধারায় কান্না দেখে হাসতে দেখা যায় এক তালিবান বন্দুকধারীকে। অপর এক ব্যক্তি সংগীতশিল্পীর দুরবস্থার ভিডিও তৈরি করছেন।
ওমেরি টুইট বার্তায় বলেন, সংগীতশিল্পীর বাদ্যযন্ত্র তালেবান পুড়িয়ে দিলে তিনি কান্না করেন। ঘটনাটি আফগানিস্তানের পাকতিয়া প্রদেশের জাজাইআরুব জেলায় ঘটে।
আগে তালেবান যানবাহনে গান নিষিদ্ধ করে। তারা বিয়েতে লাইভ মিউজিক নিষিদ্ধ করেছে। পুরুষ ও নারীদের ভিন্ন হলে উৎসব উদযাপনের নির্দেশ দেয়। এ ছাড়া তালেবান বিভিন্ন বিষয়ে বিধিনিষেধ আরোপ করেছে।
ইতিমধ্যে আফগান চ্যানেলগুলির সেইসব ধারাবাহিক বন্ধ করে দিতে বলা হয়েছে তালিবান সরকারের তরফে, যেগুলিতে মহিলারা কাজ করছেন। এছাড়াও মহিলা সাংবাদিকদের হিজাব পরে খবর পড়তে বলা হয়েছে।
পাশাপাশি পুরুষ সঙ্গী ছাড়া বেড়াতে যেতে পারবেন না আফগান মহিলারা। বাস ও অন্য গাড়ির চালিকদের উদ্দেশে বলা হয়েছে, একমাত্র ইসলামিক হিজাব পরা মহিলাদেরই তারা গাড়িতে ওঠার অনুমতি দিতে পারবেন।
এর আগে এক সঙ্গীত শিল্পীকে হত্যার অভিযোগ ওঠে তালিবানের বিরুদ্ধে। সূত্র মতে, বাড়ি থেকে লাথি মেরে বের করে হত্যা করা হয় আফগানিস্তানের জনপ্রিয় লোকশিল্পী ফাওয়াদ আন্দারাবিকে। অন্তত এমনটাই খবর প্রকাশিত হয় স্থানীয় সংবাদমাধ্যম আসভাকা নিউজ সূত্রে।
২০২১ সালের ১৫ আগস্ট আফগানিস্তানের রাজধানী কাবুলের পতন হয়। কাবুল পতনের মধ্য দিয়ে আফগানিস্তানের ক্ষমতা আবার তালেবানের হাতে যায়। পরে সেপ্টেম্বরে অন্তর্বর্তী সরকার গঠনের ঘোষণা দেয় তালেবান
এসডব্লিউ/এসএস/১৯১৫
আপনার মতামত জানানঃ