সাঁওতাল বসতি উচ্ছেদ ও হত্যাকাণ্ডের ৫ বছর পূর্ণ হলো আজ। গোবিন্দগঞ্জে রংপুর চিনিকলের সাহেবগঞ্জ ইক্ষু খামারের জমি থেকে এদিন উচ্ছেদ করা হয়েছিল সাঁওতালদের। দিনটিকে ‘সাঁওতাল হত্যা দিবস’ হিসেবে পালন করে থাকে বেশ কয়েকটি সংগঠন।
উচ্ছেদ অভিযানের নামে সাঁওতাল পল্লিতে হামলা, ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ ও তিন সাঁওতালকে গুলি করে হত্যার ঘটনা ঘটে ২০১৬ সালের ৬ নভেম্বর। ওই ঘটনায় হওয়া মামলার বিচার শুরু হয়নি পাঁচ বছরেও। এ নিয়ে ক্ষুব্ধ সাঁওতাল নেতাসহ হতাহতদের পরিবার ও ক্ষতিগ্রস্তরা।
২০১৬ সালের ৬ নভেম্বর রংপুর চিনিকলের জমিতে আখ রোপণকে কেন্দ্র করে পুলিশ ও শ্রমিক-কর্মচারীদের সঙ্গে সাঁওতাল ও বাঙালিদের ত্রিমুখী সংঘর্ষ হয়। ওই সংঘর্ষে আহত হন ৯ পুলিশ সদস্য। এছাড়া পুলিশের গুলিতে তিন সাঁওতাল নিহত ও অন্তত ৩০ জন আহত হন। পরে সাঁওতালদের দুই শতাধিক ঘর পুড়িয়ে দেয় পুলিশ। ধ্বংসস্তূপে পরিণত হয় সাঁওতাল পল্লি। জীবন নিয়ে পালিয়ে পার্শ্ববর্তী মাদারপুর-জয়পুরপাড়ায় আশ্রয় নেন তারা।
পাঁচ বছর আগের সেই হামলা, আগুনের লেলিহান শিখা আর পুলিশের ভয়াল তাণ্ডবের ক্ষত এখনও অজানার আশঙ্কায় তাড়িয়ে বেড়াচ্ছে সাঁওতালদের। আহতরা বেঁচে আছেন শারীরে ক্ষত নিয়ে। এ ঘটনায় মামলা দায়ের হয়। উচ্চ পর্যায় থেকে সুষ্ঠু বিচারের আশ্বাসও দেওয়া হয়। তবে সাঁওতালদের অভিযোগ, আজও দৃশ্যমান কোনও অগ্রগতি হয়নি সেই বিচার প্রক্রিয়ার। এমনকি হামলার সঙ্গে জড়িত ও চিহ্নিত দুষ্কৃতিকারীরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও এখনও গ্রেপ্তার করা হয়নি তাদের। ফলে আতঙ্ক আর শঙ্কা এখনও মন থেকে মুছে ফেলতে পারছেন না সাঁওতালরা। মামলার অভিযোগপত্র (চার্জশিট) না দেওয়ায় বিচার কার্যক্রম ও বাপ-দাদার পৈতৃক জমি ফেরত পাওয়া নিয়েও শঙ্কিত তারা।
পল্লির বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, এই ঘটনার সময় পুলিশ-প্রশাসনের উপস্থিতিতে স্থানীয় আওয়ামী লীগ নেতা ও একাধিক জনপ্রতিনিধির প্রত্যক্ষ মদদে তাদের সাঙ্গোপাঙ্গরা এই হামলা ও লুটপাটে অংশ নেয়। গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের তৎকালীন সংসদ সদস্য আবুল কালাম আজাদ, সাপমারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাকিল আকন্দ বুলবুল, রংপুর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আউয়াল, ইউএনও আব্দুল হান্নান, থানার ওসি সুব্রত কুমার সরকার ও কাঁটাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম রফিকসহ অনেকেই পুরো ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন।
এরপর সাঁওতাল পল্লির বাড়িঘরে পুলিশ প্রশাসনের আগুন দেয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়ে। তখন ব্যাপক সমালোচনার মুখে সরকার দ্রুত ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলেও পাঁচ বছরেও আলোচিত এই মামলার বিচারকাজ শুরু হয়নি।
যে জমির জন্য হামলা-হত্যা
১৯৬২ সালে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জের রংপুর সুগার মিলস লিমিটেড আখ চাষের জন্য সাপমারা ও কাটাবাড়ী ইউনিয়নের কয়েকটি গ্রামের এক হাজার ৮৪২ দশমিক ৩০ একর জমি অধিগ্রহণ করে।
এর মধ্যে ৭৩ শতাংশ মুসলমান ও ২৭ শতাংশ সাঁওতালদের জমি। এই জমি অধিগ্রহণের পর সাহেবগঞ্জ-বাগদা ফার্ম নামে নামকরণ করা হয়।
অধিগ্রহণকৃত জমি মিল কর্তৃপক্ষের কাছে কয়েকবছর আগে ইজারা নিয়ে ধান, পাট ও তামাকসহ বিভিন্ন আবাদ করে আসছিল সাঁওতালরা। অধিগ্রহণ চুক্তি ভঙ্গের অভিযোগ এনে ২০০২ সালে বাপ-দাদার জমি ফেরত চেয়ে আন্দোলন শুরু করেন তারা।
২০১৪ সালে তারা গঠন করে সাহেবগঞ্জ-বাগদাফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটি। এরপর চলতে থাকে সাঁওতাল-বাঙালিদের ভূমি উদ্ধারের কর্মসূচি।
২০১৬ সালের ১ জুলাই সাহেবগঞ্জ-বাগদাফার্মের প্রায় ১০০ একর জমিতে ছাপড়া ও ঝুঁপড়ি ঘর নির্মাণ করে সাঁওতাল-বাঙালিরা। এরপর থেকে এসব ঘরে বসবাসসহ জমিতে চাষাবাদ শুরু করেন তারা। বাকি জমিতে চিনিকল কর্তৃপক্ষ আখ রোপন করে।
২০১৬ সালের ৬ নভেম্বর আখ কাটা নিয়ে পুলিশসহ চিনিকল শ্রমিক কর্মচারীদের সঙ্গে সাঁওতালদের সংঘর্ষ বাঁধে। এতে গুলিবিদ্ধ হয়ে তিনজন সাঁওতাল নিহত ও উভয় পক্ষের কমপক্ষে ৩০ জন আহত হয়।
ওই দিন সন্ধ্যার দিকে ঘরবাড়িতে আগুন দিয়ে সাঁওতালদের উচ্ছেদ করে পুলিশ-প্রশাসন।
সেই হামলার ঘটনায় সাঁওতালদের পক্ষে থমাস হেমব্রম ওই বছরের ২৬ নভেম্বর ৩৩ জনের নাম উল্লেখ করে ৫০০ থেকে ৬০০ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে হত্যা মামলা করেন।
মামলার বর্তমান অবস্থা
৬ নভেম্বরের ওই ঘটনায় সাঁওতালদের পক্ষ থেকে থমাস হেমরম বাদী হয়ে তৎকালীন গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ ও চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক আবদুল আউয়ালসহ ৩৩ জনের নাম উল্লেখ করে এবং ৫০০ থেকে ৬০০ জনকে অজ্ঞাতপরিচয় আসামি করে মামলা করেন। মামলাটি পরবর্তী সময়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দেয় আদালত।
তদন্ত শেষে ২০১৯ সালের ২৩ জুলাই পিবিআই মূল আসামিদের বাদ দিয়ে ৯০ জনের নাম উল্লেখ করে আদালতে অভিযোগপত্র দেয়। এরপর ওই বছরের ৪ সেপ্টেম্বর চার্জশিট প্রত্যাখ্যান করে না-রাজি করে বাদীপক্ষ। পরে একই বছরের ২৩ ডিসেম্বর পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) পুনরায় তদন্তের নির্দেশ দেয় আদালত।
উচ্ছেদ অভিযানের নামে সাঁওতাল পল্লিতে হামলা, ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ ও তিন সাঁওতালকে গুলি করে হত্যার ঘটনা ঘটে ২০১৬ সালের ৬ নভেম্বর। ওই ঘটনায় হওয়া মামলার বিচার শুরু হয়নি পাঁচ বছরেও। এ নিয়ে ক্ষুব্ধ সাঁওতাল নেতাসহ হতাহতদের পরিবার ও ক্ষতিগ্রস্তরা।
সিআইডি তদন্ত শেষে ২০২০ সালের ২ নভেম্বর গোবিন্দগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ৪৯৬ পৃষ্ঠার অভিযোগপত্র জমা দেয়। মামলার মূল আসামিদের নাম বাদ দিয়ে চার্জশিট দেয়ার অভিযোগ তুলে সেটিও প্রত্যাখ্যান করে বাদীপক্ষ। পরে চলতি বছরের ৪ জানুয়ারি আবারও এর বিরুদ্ধে না-রাজি দেন বাদী।
বাদীর সর্বশেষ না-রাজি পিটিশনের পর মামলাটির ওপর গত ১২ অক্টোবর আদালতে শুনানি ও আলোচনা হয়। শুনানি শেষে আগামী ৭ ডিসেম্বর আদেশের দিন ধার্য করে আদালত।
পুলিশের মামলা
হামলা, হত্যার পর পুলিশ উল্টো তাদের ওপর হামলার অভিযোগে সাঁওতাল-বাঙালিদের বিরুদ্ধে মামলা করে। সেই মামলার অভিযোগপত্র আদালতে দাখিল করেছে পিবিআই।
প্রতিবেদনে সাহেবগঞ্জ-বাগদা ফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির তৎকালীন সাধারণ সম্পাদক শাহজাহান আলীসহ ৪২ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।
এ মামলায় গ্রেপ্তার চার জন বর্তমানে জামিনে। তিন জন মারা গেছেন।
আবারও উচ্ছেদের শঙ্কা
৬ নভেম্বরের ওই ঘটনার পর চিনিকলের এক হাজার ৮৪২ দশমিক ৩০ একর জমি পুরোটাই দখলে নেয় সাঁওতাল জনগোষ্ঠী। এরপর দীর্ঘদিন এ নিয়ে আলোচনা ছিল না। পরবর্তী সময়ে কিছু জমিতে অবশ্য কাঁটাতারের বেড়া দিয়ে এই জনগোষ্ঠীর যাতায়াত বন্ধ করে দেয় মিল কর্তৃপক্ষ। এর মধ্যে ২০১৯ সালে সরকারের এক সিদ্ধান্তে বন্ধ হয়ে যায় রংপুর চিনিকলসহ দেশের বেশ কয়েকটি চিনিকল। তখন থেকে সব জমি ভোগদখল করে আসছে সাঁওতাল-বাঙালিরা।
সম্প্রতি এই এলাকা নিয়ে ফের উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। প্রায় দুই হাজার একরের এই জমিতে ইকোনমিক জোন করার উদ্যোগ নিয়েছে সরকার। প্রধানমন্ত্রীর অনুমোদনের পর জমি পরিদর্শনসহ পরবর্তী কাজও শুরু করেছে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (বেপজা) কর্তৃপক্ষ।
এর পরই এ সিদ্ধান্তের প্রতিবাদে ফেটে পড়েছে সাঁওতালরা। এই জমি নিজেদের দাবি করে ফের আন্দোলনে নেমে সড়ক অবরোধসহ নানা কর্মসূচি পালন করছে তারা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর স্মারকলিপিও দেয়া হয়েছে।
সরকারের বৃহত্তর এই পরিকল্পনা যেকোনো মূল্যে প্রতিহত করার ঘোষণা দিয়েছে সাঁওতালরা। তাদের দাবি, ৬ নভেম্বর হামলা ও হত্যাকাণ্ড চালিয়েও উচ্ছেদে ব্যর্থ হয়ে সরকার নতুন করে ইপিজেড স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে। একটি মহল বেপজা কর্তৃপক্ষকে প্রভাবিত করে সাঁওতাল-পল্লির তিন ফসলি জমিতে শিল্প-কারখানা স্থাপনের পাঁয়তারা করছে।
স্থানীয় একটি পক্ষ অবশ্য বলছে, চিনিকলের জমিতে ইপিজেড হলে অসংখ্য শিল্প-কারখানা গড়ে উঠবে। সেখানে গাইবান্ধাসহ উত্তরাঞ্চলের দুই লাখ মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।
স্থানীয় প্রশাসনও ইপিজেড স্থাপনের পক্ষে। তারা বলছে, এই জমিতে ইপিজেড নির্মাণ সরকারের একটি যুগান্তকারী সিদ্ধান্ত। ইপিজেড হলে এই অঞ্চলের শিক্ষিত ও বেকার যুবকরা চাকরির সুযোগ পাবে। শুধু গাইবান্ধা নয়, বৃহত্তর রংপুর বিভাগের কয়েকটি জেলা নানামুখী সুবিধা ভোগ করবে। জীবনমানে পরিবর্তন ঘটবে সাঁওতাল জনগোষ্ঠীরও।
তবে সাঁওতালদের জমি ফেরতের এই আন্দোলন-সংগ্রামে একাত্মতা জানিয়ে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে বেশ কয়েকটি রাজনৈতিক ও অরাজনৈতিক সংগঠন। এসব সংগঠনের নেতারা সাঁওতাল পল্লিতে ইপিজেড বাতিল করে পলাশবাড়ী উপজেলার সাঁকোয়া ব্রিজ এলাকায় স্থানান্তরের দাবি তুলেছেন।
বিশেষজ্ঞদের মন্তব্য
বিশেষজ্ঞরা বলেন, স্বাধীন দেশের নাগরিক হিসেবে সাঁওতালদের সম্পত্তি রক্ষা করার অধিকার রয়েছে। কিন্তু তাদের ওপর হামলা, ঘরবাড়িতে আগুন ও গুলি চালিয়ে হত্যার ঘটনা খুবই অন্যায় ও ন্যক্কারজনক যা সহজে মেনে নেওয়া যায় না। সাঁওতালদের অধিগ্রহণ করা জমি চিনিকল কর্তৃপক্ষ শর্ত ভঙ্গ করে অনেকের নামে লিজ দিয়েছেন। তারা যদি জমি লিজ গ্রহণ করতে পারেন, তবে সেই জমি প্রক্রিয়ার মাধ্যমে সাঁওতালরা কেন পাবেন না?
তারা বলেন, পুলিশের কোনও ভূমিকা নেই। পুলিশ বরং যারা নিরীহ মানুষ, যারা এ ঘটনার সঙ্গে যুক্ত না তাদের গ্রেপ্তার করেছে। সাঁওতালদের গ্রামে উত্তেজনা তৈরি করেছে, গ্রামে ঘনঘন গিয়ে ভয়ভীতি দেখিয়েছে। আসল কাজ তো তারা (পুলিশ) করছে না। সাঁওতালদের পক্ষ থেকে মামলা করা হয়েছে। এ ঘটনার মূল হোতাদের কাউকেই গ্রেপ্তার করা হয়নি। পুলিশের ভূমিকা রহস্যজনক, একেবারেই সাঁওতালদের বিপক্ষে। এ ঘটনার জন্য পুলিশ দায়ী।
আরও বলেন, আমাদের দেশে সাধারণত মামলার তদন্ত করে পুলিশ। যদি কোনও ঘটনায় কোনও সংস্থার বিরুদ্ধে অভিযোগ থাকে, তবে তদন্তের ক্ষেত্রে তারা না থাকাই ভালো। এ ক্ষেত্রে সরকারের বিচার বিভাগসহ বিভিন্ন বিভাগের সমন্বয়ে তদন্ত হতে পারে।
আমরা জানি, যে কোনো অপরাধের ন্যায়বিচার নিশ্চিত না হলে অপরাধীরা আস্কারা পায়। ফের অপরাধমূলক কর্মকাণ্ডে লিপ্ত হতে তাদের হাত কাঁপে না। বস্তুত বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ হলেও সাম্প্রতিককালে যেভাবে এ ধরনের ঘটনা বেড়েই চলেছে, তা শান্তিপ্রিয় ও শুভবোধসম্পন্ন যে কাউকে উদ্বিগ্ন না করে পারে না।
তারা বলেন, যাদের ব্যর্থতায় কিংবা যাদের দ্বারা সৃষ্ট স্ম্ফুলিঙ্গ থেকে দাবানল, লুটপাট, ভাঙচুর, নিপীড়ন-নির্যাতনের বীভৎসতা, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আমরা স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন করেছি। রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে যে বাংলাদেশের অভ্যুদয় ঘটেছিল এর অন্যতম অঙ্গীকার ছিল, সাম্প্রদায়িকতার যবনিকাপাত। কিন্তু স্বাধীনতা অর্জনের অর্ধশতক পরও আমরা দেখছি, সাম্প্রদায়িক সম্প্রীতির ওপর অপশক্তির কুঠারাঘাত থেমে নেই। ক্ষতের ওপর ক্ষত সৃষ্টির এই বর্বরোচিত ঘৃণ্য কর্মকাণ্ডের আমরা তীব্র নিন্দা জানাই। একই সঙ্গে প্রশ্ন রাখতে চাই, বর্বরোচিত এসব হামলা হত্যার বিচার আজও কেন সম্পন্ন করা সম্ভব হয়নি?
এসডব্লিউ/এমএন/কেএইচ/১৬১৫
আপনার মতামত জানানঃ