করোনা ভাইরাসের সর্বশেষরূপ ডেল্টা প্লাস বিশ্ব কাঁপাচ্ছে। অনেক গবেষকই ডেল্টার এই হিংস্রতা দেখে একেই করোনার সর্বোচ্চ ও সর্বশেষ রূপ বলেই মত দিয়েছেন। এবার জানা গেল ডেল্টা প্লাসের পর আগামী শীতেই আসছে করোনার নতুন রূপ। তবে নতুন এই রূপের হিংস্রতা কেমন হবে এবিষয়ে জানা যায়নি।
এদিকে ভারতে করোনাভাইরাস মহামারির দ্বিতীয় ঢেউয়ের সংক্রমণ এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। এর মধ্যেই আগস্টের শেষে দেশটিতে সংক্রমণের তৃতীয় ঢেউয়ের আশঙ্কার কথা জানিয়েছে ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর)।
শীতে আসছে করোনার নতুন ভ্যারিয়েন্ট
জ্যঁ ফ্রাঙ্কোয়েস ডেলফ্রেসি ফ্রান্স সরকারের সায়েন্টিফিক কাউন্সিলের প্রধান। ফ্রান্স সরকারের শীর্ষ উপদেষ্টা জ্যঁ ফ্রাঙ্কোয়েস ডেলফ্রেসি বলেছেন, আসছে শীতে করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়তে পারে। আজ শুক্রবার তিনি এই সতর্কবার্তা দিয়েছেন।
বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, করোনাভাইরাসের মহামারির পর বেশ কয়েকটি ভ্যারিয়েন্ট ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে। এসব ভ্যারিয়েন্টের কারণে করোনার নতুন নতুন ঢেউ আঘাত হেনেছে। সর্বশেষ ভারতে শনাক্ত ডেলটা ভ্যারিয়েন্টে দেশটি নিজে যেমন ভুগেছে, তেমনি এশিয়ার অনেক দেশে সংক্রমণ বৃদ্ধির কারণ এই ভ্যারিয়েন্ট। এই পরিস্থিতিতে নতুন সতর্কবার্তা দিলেন ফ্রান্স সরকারের এই উপদেষ্টা।
তিনি বলেন, ‘আসছে শীতে আমরা হয়তো আরেকটি ভ্যারিয়েন্টের উত্থান দেখতে পাব।’ বিএফএম নিউজ চ্যানেলকে এ কথা বলেন তিনি।
জ্যঁ ফ্রাঙ্কোয়েস ডেলফ্রেসি বলেন, এই ভ্যারিয়েন্ট আগের যেকোনো ভ্যারিয়েন্টের চেয়ে বিপজ্জনক হবে কি না, তিনি এখনই তা অনুমান করতে পারছেন না। তবে করোনাভাইরাসের পরিবর্তিত হওয়ার ক্ষমতা তুলনামূলক কমে গেছে বলে মন্তব্য করেন তিনি।
করোনাভাইরাসের সংক্রমণ নিয়ে এখনো শঙ্কিত এই বিশেষজ্ঞ। তাই ফ্রান্সের নাগরিকদের আবারও সামাজিক দূরত্ব মেনে চলা এবং মাস্ক ব্যবহারের আহ্বান জানিয়েছেন তিনি। ফ্রাঙ্কোয়েস বলেন, ২০২২ অথবা ২০২৩ সালে হয়তো স্বাভাবিক জীবনে ফেরা যাবে।
জ্যঁ ফ্রাঙ্কোয়েস ডেলফ্রেসি বলেন, আগামী কয়েক বছরে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে সহাবস্থান। এই সহাবস্থান হলো, করোনাভাইরাসের টিকা পাওয়া ব্যক্তি ও টিকা না পাওয়া ব্যক্তিদের সহাবস্থান।
আগস্টে ভারতে আসছে তৃতীয় ঢেউ
ভারতে করোনাভাইরাস মহামারির দ্বিতীয় ঢেউয়ের সংক্রমণ এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। এর মধ্যেই আগস্টের শেষে দেশটিতে সংক্রমণের তৃতীয় ঢেউয়ের আশঙ্কার কথা জানিয়েছে ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর)।
এই ঢেউয়ে সংক্রমণ ছড়াতে পারে ডিসেম্বর পর্যন্ত। অবশ্য বিজ্ঞানীরা বলছেন, তৃতীয় ঢেউ দ্বিতীয় ঢেউয়ের মতো ভয়াবহ না হওয়ার সম্ভাবনা রয়েছে। কলকাতাভিত্তিক সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
আইসিএমআরের এপিডেমিয়োলজি অ্যান্ড কমিউনিকেবল ডিজিজের বিভাগীয় প্রধান সমীরণ পান্ডা জানান, আগস্টের শেষ দিকে তৃতীয় ঢেউ শুরু হতে পারে। চলতে পারে এ বছরের শেষ পর্যন্ত। অর্থাৎ ডিসেম্বর নাগাদও কোভিডের সঙ্গে ল়ড়াই করতে হতে পারে।
সমীরণ পান্ডা বলেন, কোভিডের তৃতীয় ঢেউ শুরু কবে হবে বা কবে কোন পর্যায়ে পৌঁছতে পারে তার সবটাই নির্দিষ্ট বৈজ্ঞানিক মডেলে একাধিক পরিসংখ্যান বিশ্লেষণ করে দেখেছি আমরা। সেই অনুযায়ী, আগস্টের শেষে তৃতীয় ঢেউ শুরু হয়ে ডিসেম্বর পর্যন্ত চলতে পারে।’
দ্বিতীয় ঢেউ নিয়ন্ত্রণে আসার আগেই তৃতীয় ঢেউ আসতে পারে বলে জানান সমীরণ। কোভিডের প্রথম এবং দ্বিতীয় ঢেউয়ের মাঝের সময়ে ভারতে কোভিডে সংক্রমিতের সংখ্যা কমে গিয়েছিল উল্লেখযোগ্য ভাবে। তবে এ বার তা না-ও হতে পারে বলে মনে করছেন তিনি। দ্বিতীয় ঢেউয়ের গ্রাফ নামার আগেই তৃতীয় ঢেউ শুরু হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
এখন পর্যন্ত ভারতে কোভিডের ডেল্টা ভ্যারিয়েন্ট সংক্রমণ ছড়াচ্ছে। সমীরণের মতে, বিভিন্ন রাজ্যে চলা কোভিড বিধিনিষেধ উঠে গেলে সংক্রমিতের সংখ্যা আবার বাড়তে পারে।
তিনি বলেন, যেহেতু দেশে এখনও পর্যন্ত কোভিডের বেশি ভয়াবহ ও সংক্রামক রূপ ছড়িয়ে পড়ার প্রমাণ মেলেনি, তাই ডেল্টা ভ্যারিয়েন্টেই তৃতীয় ঢেউ আনতে পারে।
কোভিডের ডেল্টা ভ্যারিয়েন্ট ভারতে দ্বিতীয় ঢেউ ছড়িয়ে দিয়েছিল। যদি এর মধ্যে কোভিড তার রূপ বদলে আরও ভয়াবহ হয়ে ওঠে তাহলে তৃতীয় ঢেউও ভয়াবহ হতে পারে।
সমীরণ বলেন, পরিস্থিতি বদলালে ২০২২-এর মার্চ পর্যন্ত তৃতীয় ঢেউয়ের রেশ থাকতে পারে।
এসডব্লিউ/এমএন/কেএইচ/১৮৫৬
আপনার মতামত জানানঃ