চমকে দিলেন ভারতের আইআইটি কানপুরের প্রাক্তন ছাত্র ডক্টর সন্দীপ পাটিল। ‘অক্সিরাইজ’ নামের অক্সিজেনের ১০ লিটারের বোতল নিয়ে এসে তাক লাগালেন সন্দীপ। এই অক্সিরাইজের দামও থাকছে সাধারণের সাধ্যের মধ্যেই; মাত্র ৪৯৯ টাকা। চাইলে এটি আপনি পকেটে নিয়েও ঘুরতে পারবেন। এই মুহুর্তে সমস্ত ই-কমার্স প্ল্যাটফর্মে এই অক্সিরাইজের বিক্রি শুরু হয়েছে। এর সঙ্গে থাকছে একটি মাউথ স্প্রেও; যার সাহায্যে রোগীর মুখে স্প্রে করলেই স্বস্তি বোধ করবেন তিনি।
করোনায় বিপর্যস্ত ভারত দ্বিতীয় ঢেউয়ের ধাক্কা খানিক সামলে নিয়েছে। তবে অক্সিজেনের অভাবে মৃত্যুপথযাত্রীদের হাহাকার, স্বজনদের অক্সিজেনের সিলিন্ডারের জন্য ছোটাছুটি বড়সড় দাগ রেখে গেছে মানুষের মনে। আর এখনও দেশটিতে অক্সিজেনের সমস্যা চোখ রাঙাচ্ছে। তাই এবার অক্সিজেন সমস্যা দূর করতে অভাবনীয় উদ্যোগ নিলেন আইআইটি কানপুরের প্রাক্তন ছাত্র ডক্টর সন্দীপ পাটিল।
এই অক্সিজেনের অভাবেই দেশের বহু মানুষ কোভিডে প্রাণ হারিয়েছেন দ্বিতীয় ঢেউ আছড়ে পড়তেই। করোনা এখনও যায়নি। সেই কারণেই তৃতীয় ঢেউ আসার আগে সমস্ত প্রস্তুতি সেড়ে ফেলতে চাইছে ভারত সরকার। মাস্ক পরতেই হবে, সঙ্গে রাখতে হবে স্যানিটাইজারও। আর এবার বাড়তি সুরক্ষা দেবে সন্দীপ পাটিল অক্সিরাইজ।
সন্দীপ পাতিলের সংস্থার নাম ই-স্পিন ন্যানোটেক প্রাইভেট লিমিটেড। এই করোনায় মানুষের মধ্যে কিছুটা স্বস্তির কারণ হয়ে, তিনি এবং তার কোম্পানির সহকর্মীরা মিলে একটি বোতল নিয়ে হাজির হয়েছেন, যাতে অক্সিজেন থাকবে। সেই বোতলের নাম দেওয়া হয়েছে অক্সিরাইজ। এই অক্সিরাইজের ভিতরে ১০ লিটার অক্সিজেন থাকবে।
এই অক্সিরাইজের বিশেষত্ব হল, অক্সিজেনের চাহিদা রয়েছে এমন কোনও রোগীকে আর হাসপাতালে নিয়ে যেতে হবে। পরিবর্তে, এই অক্সিরাইজ বোতল থেকেই তাকে দেয়া যাবে অক্সিজেন।
অক্সিজেনের চাহিদায় যেখানে ভারতবাসীকে বিগত কয়েক মাসে বহু টাকা খরচ করতে হয়েছে, ঠিক সেখানেই ১০ লিটারের একটি অক্সিরাইজ বোতলের দাম মাত্র ৪৯৯ টাকা। ইতিমধ্যেই বিভিন্ন ওষুধের দোকানে চলে এসেছে অক্সিরাইজ। এছাড়াও, অ্যামাজন, ফ্লিপকার্ট থেকে শুরু করে বিভিন্ন মেডিসিনের ই-কমার্স প্ল্যাটফর্মেও পাওয়া যাচ্ছে অক্সিরাইজ।
ডক্টর সন্দীপ পাটিল বলছেন, এই অতিমারি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে, এ দেশে অক্সিজেনের চাহিদা ঠিক কতখানি। আর এমনই এক জরুরি পরিস্থিতিতে ব্যাপক ভাবে কাজে আসতে পারে অক্সিরাইজ। মূলত অক্সিজেনের সমস্যা যাদের রয়েছে, তাদের কথা মাথায় রেখেই নিয়ে আসা হয়েছে ১০ লিটারের অক্সিরাইজ বোতল।
ডক্টর সন্দীপ পাটিল আরও জানান, অক্সিরাইজের এই ১০ লিটারের বোতল যারা কিনবেন, তাদের জন্য প্যাকেটেই আর একটি ডিভাইস দেওয়া হচ্ছে। আর সেই ডিভাইস হল একটি স্প্রে, যার সাহায্যে চাহিদা রয়েছে রোগীর মুখে অক্সিজেন স্প্রেও করা যাবে। এছাড়াও, কোম্পানির নিজস্ব ওয়েবসাইট swasa.in এ ইতিমধ্যেই বিক্রি শুরু হয়েছে অক্সিরাইজের। এই মুহূর্তে চাহিদার সামাল দিতে প্রতিদিন হাজার বোতল করে অক্সিরাইজ প্রস্তুত করা হচ্ছে।
এদিকে, ভারতে করোনা ভাইরাসের সংক্রমণ ফের বেড়েছে। তবে এ সময়ের মধ্যে কমেছে মৃত্যু। গত ২৪ ঘণ্টায় দেশটিতে আক্রান্ত হয়েছেন ৩৮ হাজার ৭৯২ জন। এ সময়ের মধ্যে মৃত্যু হয়েছে ৬২৪ জনের। ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস আজ বুধবার এ তথ্য জানায়।
এ নিয়ে ভারতে মোট আক্রান্ত হলেন তিন কোটি ৯ লাখ ৪৬ হাজার মানুষ। মৃত্যু হয়েছে চার লাখ ১১ হাজার ৪০৮ জনের। এর আগে মঙ্গলবার দেশটিতে ৩২ হাজার ৯০৬ জন করোনায় আক্রান্ত হয়েছিলেন। এ দিন মৃত্যু হয়েছিল দুই হাজার ২০ জনের।
গত মার্চের মাঝামাঝি ভারতে একদিনে শনাক্ত রোগীর সংখ্যা ছিল ২০ হাজারের কাছাকাছি। তার পর দেশটিতে সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়ে। গত ৭ মে ভারতে একদিনে সর্বোচ্চ চার লাখ ১৪ হাজারের বেশি রোগী শনাক্তের তথ্য জানানো হয়।
ভারত থেকে ছড়িয়ে পড়া করোনার অতিসংক্রামক ডেল্টা ধরন এই অতিমারির পেছনে ভূমিকা রেখেছে। মাঝে আক্রান্তের হার ও মৃত্যু কমে আসে। কিন্তু এর মধ্যে ফের মৃত্যু বেড়ে যাওয়া ভারতের জন্য অশনিসংকেত।
বুধবার পর্যন্ত বিশ্বে করোনা ভাইরাসে মৃত্যু হয়েছে ৪০ লাখ ৬৫ হাজার জনের, আক্রান্ত হয়েছেন ১৮ কোটি ৮৬ লাখ মানুষ।
এসডব্লিউ/এমএন/এসএস/২০৩০
আপনার মতামত জানানঃ