জাপানের টোকিওর দক্ষিণপশ্চিমের সমুদ্র তীরবর্তী শহর আতামিতে প্রাণঘাতী ভূমিধসের রেশ এখনো কাটেনি। গত শনিবার টোকিও থেকে ৯০ কিলোমিটার দূরের এই শহরে ভারী বৃষ্টিতে ভয়াবহ ভূমিধস হয়। টানা ভূমিধসে গুরুত্বপূর্ণ সড়ক ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ৯ লাশ উদ্ধার করা গেলেও নিখোঁজের তালিকায় এখনো প্রায় শতাধিক। এরইমধ্যে ভারি বর্ষণে জাপানের দক্ষিণাঞ্চলে আবারও ভূমিধসের আশঙ্কা দেখা দিয়েছে। আতামিতে প্রাণঘাতী ভূমিধসের রেশ কাটতে না কাটতেই জাপানের দক্ষিণাঞ্চলে ভারি বৃষ্টিপাতে উদ্বিগ্ন কর্তৃপক্ষ কয়েকটি প্রশাসনিক এলাকার ১ লাখ ২০ হাজারেরও বেশি মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিতে নির্দেশনা জারি করেছে।
শনিবার দেশটির দক্ষিণাঞ্চলে ভারি বৃষ্টিপাত রেকর্ড হয় বলে জাপানি গণমাধ্যম এনএইচকের বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
খবরে জানা গেছে, শনিবার প্রবল বৃষ্টিপাতের কারণে জাপানের দক্ষিণাঞ্চলের কয়েকটি এলাকার ১ লাখ ২০ হাজারেরও বেশি মানুষকে অন্যত্র সরিয়ে নেওয়ার অনুরোধ করা হয়েছে স্থানীয় সরকারকে। টোকিওর দক্ষিণপশ্চিমাঞ্চলীয় সমুদ্র তীরবর্তী আতামিতে মারাত্মক ভূমিধসের পর এই সিদ্ধান্ত নিয়েছে দেশটি।
এনএইচকে-এর প্রতিবেদনে বলা হয়েছে, প্রবল বৃষ্টিপাতের কারণে জাপানের কিউশু দ্বীপের তিনটি বিভাগে ইতোমধ্যে সতর্কতা জারি করা হয়েছে; এবং এই তিন বিভাগের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে স্থানীয় সরকার কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে জাপানের কেন্দ্রীয় আবহাওয়া দফতর।
প্রাকৃতিক দুর্যোগপ্রবণ দেশ জাপানে প্রায় নিয়মিত একটি ঘটনা ভূমিকম্প ও ঘূর্ণিঝড়। সম্প্রতি দেশটিতে এ তালিকায় যুক্ত হয়েছে অতিবৃষ্টি ও এ জনিত কারণে ভূমিধস।
গত ৩ জুলাই জাপানের রাজধানী টোকিও থেকে ৯০ কিলোমিটার দক্ষিণে সমুদ্র তীরবর্তী পর্যটন শহর আতামিতে প্রবল বৃষ্টিপাত এবং এর ফলে সৃষ্ট ভূমিধসের কারণে ৯ জনের মৃত্যুসহ ৮০ জন নিখোঁজ হয়েছিলেন। তাদের সবার সন্ধান এখনও মেলেনি।
জাপানে দুই সপ্তাহের জরুরি অবস্থা
অলিম্পিক গেমস শুরুর আগ পর্যন্ত রাজধানীতে দুই সপ্তাহের জন্য জরুরি অবস্থা জারি করেছে জাপান।
এক প্রজ্ঞাপনে বলা হয়, ২৩ জুলাই অলিম্পিক গেমস শুরুর আগে ১২ জুলাই থেকে ২২ আগস্ট পর্যন্ত জরুরি অবস্থা চলবে টোকিওতে।
জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা সাংবাদিকদের বলেন, করোনাভাইরাসের বিভিন্ন ধরনের বিষয়টি এবং দেশের বাকি অঞ্চলগুলোতে সংক্রমণ ছড়িয়ে পড়া ঠেকাতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। জাপানে ডেল্টা ভ্যারিয়েন্টের দাপট চলছে।
করোনা সংক্রমণ হঠাৎ করেই বাড়তে শুরু করেছে দেশটিতে। আক্রান্তের সংখ্যা ৩০ শতাংশে উঠেছে সেখানে। গত বছর করোনাভাইরাসের কারণে স্থগিত হয়ে গিয়েছিল অলিম্পিক গেমস।
এক বছর পিছিয়ে দেওয়া হয় গেমের সূচি। কিন্তু এ বছরও কমেনি ভাইরাসের প্রকোপ। অলিম্পিক এগিয়ে আসতে থাকার সঙ্গে সঙ্গে ভাইরাস সংক্রমণও বাড়ছে।
এসডব্লিউ/এমএন/কেএইচ/১৫০২
আপনার মতামত জানানঃ