গত কয়েক মাস ধরে করোনা আরও জাঁকিয়ে বসেছে গোটা বিশ্বে। কাবু হয়ে পড়েছে দক্ষিণ এশিয়া। টিকার অপর্যাপ্ততা তো ভোগাচ্ছেই, এমনকি টিকা নিয়েও সংক্রমিত হচ্ছে মানুষ। আর এর জন্য দায়ি করোনার ডেল্টা ধরন। টিকার অপর্যাপ্ততার কারণে মানুষকে করোনার ভিন্ন টিকার দুই ডোজ নিতে হচ্ছে বিভিন্ন ক্ষেত্রেই। তবে এর কার্যকারিতক এবং পার্শ্বপ্রতিক্রিয়া এখনও পুরোপুরি জানা যায়নি। এই নিয়ে সম্প্রতি বেশ কিছু গবেষণাও করা হয়। এমনই এক গবেষণা থেকে ভারতীয় একটি প্রতিষ্ঠানের প্রধানের দাবি, করোনার ভিন্ন টিকার দুই ডোজ বেশি কার্যকর। তবে ডেল্টা ধরনের সামনে এখনও শক্ত প্রতিরোধ গড়তে ব্যর্থ যেকোন টিকাই। টিকার দুই ডোজ নিলেও থাকছে আক্রান্তের ঝুঁকি। যদিও এক্ষেত্রে টিকা নেয়া থাকলে অসুস্থ হবার তীব্রতা কম থাকছে।
ভারতীয় গবেষকের দাবি
সম্প্রতি ভারতের চিকিৎসা গবেষণা বিষয়ক শীর্ষ সরকারি প্রতিষ্ঠান অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্স’র (এআইআইএমএস) প্রধান ডা. রণদীপ গুলেরিয়া জানিয়েছেন, একাধিক টিকার মিশ্রণ মানবদেহে করোনা প্রতিরোধী শক্তি বাড়াতে সক্ষম। যদিও এ বিষয়ে বিস্তারিত তথ্য জানতে আরও গবেষণা প্রয়োজন বলেও উল্লেখ করেছেন তিনি।
শনিবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে ডা. গুলেরিয়া বলেন, ‘সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, বিশ্বের বিভিন্ন দেশে প্রথম ডোজে এক টিকা এবং দ্বিতীয় বা বুস্টার ডোজে অন্য টিকা যারা নিয়েছেন, তাদের দেহের প্রতিরোধ ক্ষমতা অন্যান্যদের চেয়ে কিছুটা হলেও বেশি।’
‘তবে যারা দু’দফায় দু’ধরনের টিকা নিয়েছেন, তাদের কয়েকজন অল্প বা মাঝারি পার্শ্বপ্রতিক্রিয়ায় ভুগেছেন বলেও তথ্য এসেছে। বাজারে এখন ফাইজার, মডার্না, স্পুটনিক ৫, অ্যাস্ট্রাজেনেকাসহ বিভিন্ন কোম্পানির টিকা পাওয়া যাচ্ছে। ভবিষ্যতে টিকার সংখ্যা আরও বাড়বে। কোন ধরনের টিকার মিশ্রন মানবদেহে প্রবেশ করলে পার্শ্বপ্রতিক্রিয়া সবচেয়ে কম হবে সে তথ্য জানতে এ সম্পর্কে আরও গবেষণা প্রয়োজন।’
সাক্ষাৎকারে তিনি আরও বলেন, ভারতের কেন্দ্রীয় সরকার এ বিষয়ে কাজ করছে এবং আগামী কয়েক মাসের মধ্যে তার ফলাফল পাওয়া যাবে।
গত মাসে বিখ্যাত চিকিৎসা সাময়িকী ল্যানসেটে একটি প্রতিবেদন ছাপা হয়েছিল। সেখানে বলা হয়েছিল, যুক্তরাজ্যে যারা প্রথম ডোজে অ্যাস্ট্রাজেনেকা ও দ্বিতীয় ডোজে ফাইজারের টিকা নিয়েছিলেন তারা পরবর্তীতে অল্প কয়েকদিন মৃদু পার্শ্বপ্রতিক্রিয়ায় ভুগেছিলেন। তবে তাদের দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা কি হারে তৈরি হয়েছিল তা অবশ্য এখনও জানা যায়নি।
এদিকে, স্পেনে যারা দুই ডোজে দুই কোম্পানির টিকা নিয়েছেন, অন্যান্য টিকা গ্রহণকারীদের তুলনায় তাদের দেহে অধিকমাত্রায় কার্যকর প্রতিরোধী প্রোটিন গড়ে উঠেছে বলে জানা গেছে এক গবেষণায়। বার্তাসংস্থা রয়টার্সে সাম্প্রতিক এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
ডেল্টা ধরনে টিকার কার্যকারিতা?
গত দু’মাস ধরে দ্বিতীয় ঢেউ পার করছে ভারত। মার্চের শেষ থেকে মে মাসের মাঝমাঝি পর্যন্ত ছিল এই ঢেউয়ের সবচেয়ে কঠিন পর্যায়। এই সময়ে দেশটিতে করোনায় মারা গেছেন দুই লক্ষাধিক মানুষ, আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে দেড় কোটি। আর এর জন্য প্রধানত দায়ী করোনার সবচেয়ে সংক্রামক ধরন ডেল্টা। গত বছর অক্টোবরে ভারতে প্রথম শনাক্ত হওয়া এই অভিযোজিত ধরনটিকে ইতোমধ্যে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক ও প্রধান করোনাভাইরাসে ধরন (ডমিন্যান্ট ভ্যারিয়েন্ট) হিসেবে উল্লেখ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
এছাড়া অতি সম্প্রতি ভারতে ডেল্টা প্লাস নামে আর একটি নতুন অভিযোজিত ধরনও শনাক্ত হয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ভারতের বিভিন্ন রাজ্যে এ পর্যন্ত এ ধরনে আক্রান্ত রোগী পাওয়া গেছে ৪০ জন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থাসহ একাধিক আন্তর্জাতিক গবেষণার ফলাফল বলছে, করোনা টিকার ডোজকে ফাঁকি দিতে সক্ষম এই ডেল্টা ধরন। অর্থাৎ টিকার দু’ডোজ নিলেও ডেল্টায় আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকছে।
গবেষণায় আরও জানা গেছে, টিকার প্রথম ডোজে মানবদেহে ডেল্টা ধরনের বিরুদ্ধে প্রতিরোধ তৈরি হয় ৩৩ শতাংশ, দ্বিতীয় ডোজে তা উন্নীত হয় ৮০-৯০ শতাংশে।
শনিবারের সাক্ষাৎকারে এ সম্পর্কিত প্রশ্নে উত্তরে এআইআইএমএস এর প্রধান বলেন, ‘টিকার প্রথম ডোজ নেওয়ার পরও ডেল্টায় আক্রান্ত হওয়ার ঝুঁকি থেকে যায়। তবে টিকা নেওয়ার পরও যদি কেউ করোনায় আক্রান্ত হন, তবে তাদের গুরুতর অসুস্থ হওয়া বা হাসপাতালে ভর্তি হওয়ার ঝুঁকি ব্যাপকহারে হ্রাস পায়।’
এসডব্লিউ/এমএন/এসএস/১৭৩০
আপনার মতামত জানানঃ