কানাডায় ক্যাথলিক চার্চ পরিচালিত স্কুলশিক্ষার্থীদের গণকবরের সন্তান পাওয়ার পর খ্রিস্টধর্ম গুরু পোপ ফ্রান্সিসকে দোষারোপ করেছেন দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।
কানাডায় বন্ধ হয়ে যাওয়া ক্যাথলিক চার্চ পরিচালিত আদিবাসী শিশুদের জন্য বেশ কয়েকটি আবাসিক স্কুল থেকে সাম্প্রতিক সময়ে প্রায় এক হাজার শিশুর দেহাবশেষ উদ্ধার করা হয়েছে। সেই ঘটনায় ক্ষমা চাইতে খ্রিষ্টান ধর্মযাজক পোপ ফ্রান্সিসকে কানাডায় আসার আহ্বান জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।
স্থানীয় সময় শুক্রবার (২৫ জুন) অটোয়ায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় এ কথা বলেন ট্রুডো।
তিনি বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে পোপের সঙ্গে সরাসরি কথা বলে বিষয়টির গুরুত্ব অনুধাবনের জন্য বলেছি। তাকে বোঝানোর চেষ্টা করেছি এটা শুধুমাত্র একটি ক্ষমাপ্রার্থনা নয়, এটা হলো কানাডার আদিবাসী এবং মাটির প্রতি ক্ষমা চাওয়া।’
তিনি বলেন, ‘আমি জানি ক্যাথলিক চার্চ নেতৃত্ব বিষয়টি দেখছেন এবং পরবর্তী পদক্ষেপের বিষয়ে খুবই আন্তরিকভাবে কাজ করছেন।’
গত কয়েক সপ্তাহ ধরে অনেকটা দুঃস্বপ্নের মতো সময় পার করছে কানাডা। দেশটিতে বন্ধ হয়ে যাওয়া আদিবাসী স্কুলের দুটি গণকবরে প্রায় হাজারখানেক মরদেহের সন্ধান পেয়েছে কানাডার কর্তৃপক্ষ। এ ঘটনায় উত্তাল হয়ে উঠেছে দেশটি। এরই প্রেক্ষিতে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।
এর আগে বৃহস্পতিবার কানাডার সাসকাচেওয়ান প্রদেশে বন্ধ হয়ে যাওয়া একটি আবাসিক আদিবাসী স্কুলে ৭৫১টি অচিহ্নিত কবর শনাক্ত হয়। তারও এক সপ্তাহখানেক আগে ব্রিটিশ কলম্বিয়ার একটি বন্ধ হয়ে যাওয়া স্কুল থেকে শনাক্ত হয়েছিল ২১৫টি কবর।
১৮৩১ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত কানাডায় আবাসিক স্কুল ব্যবস্থার প্রচলন ছিল। ফেডারেল সরকারের পক্ষে সেগুলো পরিচালনা করত ক্যাথলিক চার্চ। এই দেড়শ বছরেরও বেশি সময়ে স্কুলগুলোতে ভর্তির জন্য দেড় লাখেরও বেশি আদিবাসী শিশুকে তাদের পরিবারের কাছ থেকে নিয়ে আসা হয়।
ধারণা করা হয়ে থাকে এসব স্কুলে থাকার সময়ে প্রায় ছয় হাজার শিশুর মৃত্যু হয়। এর বড় কারণ আবাসিক স্কুলগুলোর অব্যবস্থাপনা। স্কুল কর্তৃপক্ষের শারীরিক এবং যৌন নিপীড়নের কথাও জানা যায়। যার কারণে অনেক শিক্ষার্থী পালিয়েও যায়।
এই মাসের শুরুতে পোপ ফ্রান্সিস সরাসরি কানাডার আদিবাসীদের কাছে ক্ষমা না চাইলেও তিনি ২১৫ শিশুর দেহাবশেষ উদ্ধারের ঘটনায় মর্মাহত এবং আদিবাসী মানুষের অধিকার ও সংস্কৃতির প্রতি শ্রদ্ধা জানানোর আহ্বান জানান।
কানাডার একটি কেন্দ্রীয় কমিশনের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, আবাসিক স্কুল ব্যবস্থা কানাডার আদিবাসী জনগণের বিরুদ্ধে সাংস্কৃতিক গণহত্যা প্রণয়ন করেছিল।
ট্রুডো বলেন, দেশের বিভিন্ন ক্যাথলিকদের কাছ থেকে সরাসরি জানতে পেরেছি তারা এই ঘটনায় গির্জায় ইতিবাচক ভূমিকা চান।
এসডব্লিউ/এমএন/কেএইচ/১৮০৬
আপনার মতামত জানানঃ