ভারতে প্রথমবারের মতো শুরু হলো রুশ প্রযুক্তিতে তৈরি স্পুটনিক ভি-র টিকা টিকাদান কর্মসূচি। ১৪ মে হায়দ্রাবাদে প্রথমবারের মতো লোকজনকে এই ভ্যাকসিন দেওয়া হয়। বিদেশ থেকে আমদানি করা রাশিয়ার এই ভ্যাকসিনের প্রতি ডোজের দাম ৯৪৮ রুপি। তার সঙ্গে পাঁচ শতাংশ জিএসটি যোগ করে প্রতি ডোজের দাম পড়বে ৯৯৫ রুপি করে। তবে ভবিষ্যতে ভারতে উৎপাদন শুরু হলে দাম কিছুটা কমতে পারে।
এদিকে, জুলাই থেকে ভারতেই শুরু হবে ‘স্পুটনিক ভি’-র উৎপাদন। প্রায় ১৬ কোটির মতো স্পুটনিক ভি তৈরি করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। এর মাঝেই হু এবং এফডিএ অনুমোদিত অন্যান্য ভ্যাকসিন আমদানিতেও সম্মতি। যার ফলে ফাইজার, মর্ডানা, জনসন অ্যান্ড জনসনের মতো সংস্থার বানানো টিকা ভারতের আনার ক্ষেত্রে সমস্যা মিটবে। যে পরিস্থিতিতে ভারতে চলতে থাকা ভ্যাকসিন ভোগান্তি মিটবে বলেই প্রত্যাশা।
১৩মে সাংবাদিক সম্মেলনে নীতি আয়োগের সদস্য ভিকে পল (স্বাস্থ্য) জানিয়েছিলেন, ‘ভারতে এসে পৌঁছেছে স্পুটনিক ভ্যাকসিন। আনন্দের সঙ্গে জানাচ্ছি, আগামী সপ্তাহ থেকেই যা বাজারজাত করা যাবে। রাশিয়া থেকে আপাতত যে অল্প সংখ্যক স্পুটনিক টিকা এসে পৌঁছেছে তা দিয়ে আগামী সপ্তাহ থেকেই টিকাকরণের কাজ শুরু করা যাবে বলেই প্রত্যাশা রাখছি।’ তিনি বলেন, ‘আগামী দিনে রাশিয়া থেকে আরও ভ্যাকসিন এসে পৌঁছবে। জুলাই থেকে ভারতেই স্পুটনিক ভি ভ্যাকসিন উৎপাদনের কাজ শুরু হয়ে যাবে। ১৫.৬ কোটি টিকা উৎপাদনের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।’
পাশাপাশি তিনি জানিয়েছেন, এফডিএ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) অনুমোদন রয়েছেন এমন যে কোনও ভ্যাকসিনকে অনুমোদনে ছাড়পত্র দেওয়া হয়েছে। ১-২ দিনের মধ্যেই সব সম্মতি পেয়ে যাবে তারা। মর্ডানা, ফাইজার, জনসন অ্যান্ড জনসনের মতো অপর টিকা নির্মাতা সংস্থার সঙ্গে সরকার যোগাযোগ রেখে চলছে বলেও জানিয়েছেন তিনি। সরকারিভাবে তাদের ভারতে টিকা পাঠানোর বিষয়েও বলা হয়েছে বলে জানান তিনি। পাশাপাশি জনসন অ্যান্ড জনসন সংস্থার সঙ্গেও পরে ভারতের মাটিতে ভ্যাকসিন উৎপাদনের বিষয়ে সরকারের আলোচনা চলছে বলেও জানিয়েছেন ভিকে পল। বিভিন্ন টিকা প্রস্তুতকারী সংস্থা দ্রুতই ভারতে টিকা সরবরাহের কাজ শুরু করে দেবে বলেও জানিয়েছেন তিনি।
দেশটিতে এ পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা প্রায় আড়াই কোটিতে পৌঁছেছে। ভারতে গত ২৪ ঘণ্টায় ৩ লাখ ১১ হাজার ১৭০ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময় দেশটিতে করোনায় মারা গেছেন ৪ হাজার ৭৭ জন। আজ রোববার এনডিটিভি অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
এ নিয়ে ভারতে করোনায় সংক্রমিত মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৪৬ লাখ ৮৪ হাজার ৭৭। করোনায় দেশটিতে মোট মারা গেছেন ২ লাখ ৭০ হাজার ২৮৪ জন।
ভারতে গত শুক্রবার সকাল ৮টা থেকে গতকাল শনিবার সকাল ৮টা পর্যন্ত শনাক্ত হয় ৩ লাখ ২৬ হাজার জন। এ সময়ে মারা যান ৩ হাজার ৯৮০ জন। গত বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত সংক্রমিত হন ৩ লাখ ৪৩ হাজার মানুষ। এদিন মারা যান ৪ হাজার মানুষ।
গত মার্চের মাঝামাঝিতে ভারতে এক দিনে শনাক্ত করোনা রোগীর সংখ্যা ছিল ২০ হাজারের কাছাকাছি। তারপর দেশটিতে লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে সংক্রমণ। গত ৩ এপ্রিল ভারতে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা দুই কোটির মাইলফলক ছাড়ায়।
গত ৩০ এপ্রিল ভারতে প্রথম এক দিনে চার লাখের বেশি মানুষের করোনা সংক্রমণ ধরা পড়ে। তারপর একাধিক দিন দেশটিতে চার লাখের বেশি রোগী শনাক্ত হয়। ৭ মে ভারতে প্রথম এক দিনে চার হাজারের বেশি মানুষের মৃত্যুর ঘটনা ঘটে। তারপর একাধিক দিন দেশটিতে চার হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে।
বিশ্বের কোনো দেশে এক দিনে সর্বোচ্চসংখ্যক করোনা রোগী শনাক্তের রেকর্ড এখন ভারতের দখলে। গত ২২ এপ্রিলের আগপর্যন্ত এই রেকর্ড যুক্তরাষ্ট্রের দখলে ছিল। যুক্তরাষ্ট্রে গত জানুয়ারিতে এক দিনে সর্বোচ্চ ২ লাখ ৯৭ হাজার ৪৩০ জনের করোনা শনাক্ত হয়েছিল।
ওয়ার্ল্ডোমিটারস শুরু থেকেই বিশ্বের বিভিন্ন দেশের করোনাবিষয়ক হালনাগাদ তথ্য দিয়ে আসছে। ওয়ার্ল্ডোমিটারসের সবশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের পরেই রয়েছে ভারত। ভারতের পর রয়েছে ব্রাজিল। সম্প্রতি সংক্রমণের দিক দিয়ে ব্রাজিলকে টপকে দ্বিতীয় অবস্থানে উঠে আসে ভারত।
বিশ্বে বর্তমানে করোনার সংক্রমণের কেন্দ্র ভারত। ভারতে সংক্রমণের ‘বিস্ফোরণের’ জন্য করোনার ভারতীয় ধরনকে অনেকাংশে দায়ী করা হচ্ছে। করোনার ভারতীয় ধরনকে ‘উদ্বেগজনক’ হিসেবে চিহ্নিত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। এ ছাড়া ভারতে সংক্রমণ বৃদ্ধির জন্য নির্বাচন অনুষ্ঠান, ধর্মীয় উৎসব ও খেলাধুলার আয়োজনকে দায়ী করা হচ্ছে।
এসডব্লিউ/এমএন/ এফএ/১২৩৩
State watch সকল পাঠকদের জন্য উন্মুক্ত সংবাদ মাধ্যম, যেটি পাঠকদের অর্থায়নে পরিচালিত হয়। যে কোন পরিমাণের সহযোগিতা, সেটি ছোট বা বড় হোক, আপনাদের প্রতিটি সহযোগিতা আমাদের নিরপেক্ষ সাংবাদিকতার ক্ষেত্রে ভবিষ্যতে বড় অবদান রাখতে পারে। তাই State watch-কে সহযোগিতার অনুরোধ জানাচ্ছি। [wpedon id=”374″ align=”center”]
আপনার মতামত জানানঃ