ঈদুল ফিতর উপলক্ষে সোমবার (১০মে) তিন দিনের যুদ্ধবিরতি ঘোষণা করেছে আফগান তালেবান। টুইটারে দেওয়া এক পোস্টে দলের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ এ ঘোষণা দিয়েছেন। এক প্রতিবেদেনে এ খবর জানিয়েছে তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি।
জাবিউল্লাহ মুজাহিদ জানিয়েছেন, তালেবান নেতৃত্ব ঈদের সময় সারাদেশে অপারেশন স্থগিত রাখতে যোদ্ধাদের নির্দেশ দিয়েছে। তিনি বলেন, দেশবাসী যেন নিরাপদ ও শান্তিপূর্ণভাবে ঈদ উৎসব পালন করতে পারে সেজন্য ঈদের তিন দিন যাবতীয় অপরাশেন বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। তবে যুদ্ধবিরতির এই সময়ে শত্রুর দিক থেকে যদি কোনও আঘাত আসে তাহলে সেটি থেকে নিজেকে এবং নিজেদের এলাকা নিরাপদ রাখার জন্য মুজাহিদিনদের প্রস্তুত থাকতে হবে।
চাঁদ দেখা সাপেক্ষে ঈদুল ফিতর উদ্যাপিত হবে। গত বছরও তালেবান একই ধরনের যুদ্ধবিরতি ঘোষণা করেছিল। উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে আগামী বুধ বা বৃহস্পতিবার আফগানিস্তানে ঈদুল ফিতর পালিত হওয়ার কথা রয়েছে।
শান্তি আলোচনার প্রধান সমঝোতাকারী আবদুল্লাহ আবদুল্লাহর মুখপাত্র তালেবানের এই যুদ্ধবিরতির ঘোষণাকে স্বাগত জানিয়েছেন। আফগান সরকারও শিগগির একই ধরনের যুদ্ধবিরতি ঘোষণা করবে বলে জানানো হয়েছে।
কাবুলের স্কুলে বোমা হামলা
তালেবানের যুদ্ধবিরতি ঘোষণা দুদিন আগে গত শনিবার (৮মে ) সন্ধ্যায় আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি স্কুলের বাইরে বোমা হামলার ঘটনা ঘটে। এ হামলায় ৬০ জনের বেশি মানুষ নিহত হয়েছে। আহত অন্তত দেড় শ জন। শনিবার শিয়া–অধ্যুষিত অঞ্চল দস্ত-ই-বার্চি অঞ্চলে এই হামলার ঘটনা ঘটে। নিহত ব্যক্তিদের অধিকাংশই ছাত্রী, যারা স্কুল শেষে বাড়ি ফিরছিল। শনিবারের রক্তক্ষয়ী হামলার জন্য তালেবানকে দায়ী করেছে আফগান সরকার। তবে হামলার দায় অস্বীকার করেছে তালেবান।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানান, স্থানীয় সময় শনিবার বিকেলে কাবুলের সায়েদ উল সুহাদা নামের একটি স্কুলে বিস্ফোরণের এসব ঘটনা ঘটে। এ সময় শিক্ষার্থীরা স্কুল থেকে বেরিয়ে আসছিল।
গণমাধ্যমে প্রচারিত ভিডিও ফুটেজে স্কুলটির সামনের রাস্তায় শিক্ষার্থীদের রক্তের পাশাপাশি ব্যাগ আর বই ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখা যায়। এ সময় স্থানীয় লোকজন রক্তাক্ত শিক্ষার্থীদের উদ্ধার করতে এগিয়ে আসেন।
যুক্তরাষ্ট্র ১ মে থেকে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের প্রক্রিয়া শুরু করেছে। আগামী ১১ সেপ্টেম্বরের মধ্যে সব মার্কিন সেনা দেশে ফিরিয়ে নেবে যুক্তরাষ্ট্র। আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহারের ঘোষণার পর থেকেই দেশব্যাপী তালেবান হামলা বৃদ্ধি করেছে।
এসডব্লিউ/এমএন/ এফএ/১৪৩৩
State watch সকল পাঠকদের জন্য উন্মুক্ত সংবাদ মাধ্যম, যেটি পাঠকদের অর্থায়নে পরিচালিত হয়। যে কোন পরিমাণের সহযোগিতা, সেটি ছোট বা বড় হোক, আপনাদের প্রতিটি সহযোগিতা আমাদের নিরপেক্ষ সাংবাদিকতার ক্ষেত্রে ভবিষ্যতে বড় অবদান রাখতে পারে। তাই State watch-কে সহযোগিতার অনুরোধ জানাচ্ছি। [wpedon id=”374″ align=”center”]
আপনার মতামত জানানঃ