ভারতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা ৷ একদিনের সংক্রমণের সংখ্যা ফের একবার ৩ লক্ষ ছাড়াল ভারতে ৷ সংক্রমণের উর্ধ্বগতিতে ভেঙে পড়ছে ভারতের স্বাস্থ্যব্যবস্থা। হাসপাতালগুলোতে জায়গা করতে না পেরে ট্রেন, স্টেডিয়াম, এমনকি মসজিদ ও আশ্রমগুলোকেও করা হচ্ছে অস্থায়ী কোভিড হাসপাতাল।
সূত্র মতে, গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা আক্রান্ত ৩ লাখ ২৩ হাজাত ১৪৪ জন ৷ মৃত্যু হয়েছে ২ হাজার ৭৭১ জনের৷ পাশাপাশি সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ২ লাখ ৫১ হাজার ৮২৭ জন৷
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, ভারতে এখন করোনা অ্যাকটিভ রোগীর সংখ্যা ২৮ লাখ ৮২ হাজার ২০৪ জন ৷ কোভিডের ভ্যাকসিন নিয়েছেন ১৪ কোটি ৫২ লাখ ৭১ হাজার ১৮৬ জন৷ মোট মৃত্যুর সংখ্যা ১ লাখ ৯৭ হাজাত ৮৯৪৷
ট্রেনগুলো এখন মেডিকেল ওয়ার্ড
ভারতে করোনা সংক্রমণের উর্ধ্বগতিতে সংকট দেখা দিয়েছে হাসপাতালগুলোতে। রোগীদের জন্য নেই পর্যাপ্ত বেড। তাই ভারতীয় কর্তৃপক্ষ ট্রেনের বগিগুলোকে আইসোলেশন ওয়ার্ড হিসেবে ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে।
সূত্র মতে, ভারতের প্রায় ৪ হাজার রেলগাড়ি হালকা থেকে পরিমিত উপসর্গযুক্ত রোগীদের জন্য ব্যবহার করা হবে। এর ফলে প্রায় ৬৪ হাজার রোগী সাময়িকভাবে চিকিৎসা পাবে এই রেলগাড়িগুলোতে।
গতবছর এই ধরনের পদক্ষেপের প্রয়োজন পড়েনি দেশটিতে। লকডাউন, সরকারের কড়াকড়ি, মানুশের সচেতনতায় করোনা সংক্রমণ ছিল নিম্নমুখী।
ট্রেনগুলোতে রোগীদের জন্য বেড, বাথরুমের সুবিধা, চিকিৎসার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম এবং অক্সিজেনের ব্যবস্থা করা হচ্ছে।
মসজিদ যখন হাসপাতাল
ভারতে করোনার ভয়াবহ সংক্রমণে প্রবল সঙ্কটের মুখে সাধারণ মানুষ। এমন পরিস্থিতিতে অভিনব পদক্ষেপ নিয়েছে বরোদার এক মসজিদ। রাতারাতি মসজিদটিকে ৩০ শয্যার কভিড হাসপাতালে পরিণত করা হয়েছে।
এ প্রসঙ্গে মসজিদের ট্রাস্টি জানিয়েছেন, ‘হাসপাতালগুলিতে অক্সিজেন ও বেড নেই। পরিস্থিতি দেখে আমরা সিদ্ধান্ত নিই মসজিদটিকেই কভিড হাসপাতাল হিসেবে গড়ে তোলার। রমজানের মাসে এর চেয়ে ভাল উদ্যোগ আর কী হতে পারে?’
আশ্রম-স্টেডিয়াম বদলে যাচ্ছে কোভিড হাসপাতালে
খেলার মাঠ, স্টেডিয়াম, এমনকি আশ্রমগুলোকে করোনা রোগীদের চিকিৎসার জন্য বদলে ফেলা হচ্ছে হাসপাতালে।
বেঙ্গালুরুর কোরামঙ্গল ইনডোর স্টেডিয়াম, গুয়াহাটির দ্য ইন্দিরা গান্ধী এথলেটিক স্টেডিয়াম, দিল্লীর রাধা সোয়ামি সৎসঙ্গ ক্যাম্পাসকে কোয়ারেন্টাইন সেন্টার করা হয়েছে।
গত বছরই দিল্লীর রাধা সোয়ামি আশ্রমকে দশ হাজার বেডের ‘সর্দার প্যাটেল কোভিড কেয়ার সেন্টার’-এ পরিবর্তন করা হয়। এর মধ্যে এক হাজার বেডের অক্সিজেন সাপোর্ট আছে। এটি প্রায় ১১ হাজার মানুষের চিকিৎসা দিয়েছিল। গত ফেব্রুয়ারিতে এটা বন্ধ করে দেয়া হয়।
এবার এই সেন্টারটি, যেটা কিনা ২০ টি ফুটবল মাঠের সমান, প্রত্যাশা করা হচ্ছে শুরুতেই ২ হাজার ৫০০ থেকে ৫ হাজার রোগীকে চিকিৎসা সেবা দিতে পারবে।
এসডব্লিউ/এমএন/এসএস/২০০৪
State watch সকল পাঠকদের জন্য উন্মুক্ত সংবাদ মাধ্যম, যেটি পাঠকদের অর্থায়নে পরিচালিত হয়। যে কোন পরিমাণের সহযোগীতা, সেটি ছোট বা বড় হোক, আপনাদের প্রতিটি সহযোগিতা আমাদের নিরপেক্ষ সাংবাদিকতার ক্ষেত্রে ভবিষ্যতে বড় অবদান রাখতে পারে। তাই State watch-কে সহযোগিতার অনুরোধ জানাচ্ছি। [wpedon id=”374″ align=”center”]
আপনার মতামত জানানঃ