চট্টগ্রাম উত্তর জেলার ঐতিহ্যবাহী উপজেলা হাটহাজারীতে চলছে পরিবেশ আইন অমান্য করার অস্থির প্রতিযোগিতা। বন উজাড়, পাহাড় কাটা চলছিলো এতোদিন। এবার তাতে নতুন এক মাত্রা পেয়েছে ফসলি জমির মাটিকে কেন্দ্র করে।
অনুসন্ধানে জানা যায়, হাটহাজারী উপজেলার গুমানমর্দন ইউনিয়ন একটি জমিবহুল জনপদ হিসেবে পরিচিত। জনবসতির তুলনায় জমির পরিমাণ এখানে অনেক বেশি। বছরের দুই মাস বন্যা মোকাবেলা করেও এখানে দুই বা তিন ফসলি চাষাবাদ করা হয়। কিন্তু এইবার সেই ফসলি জমির উপরও পড়েছে লোভী বণিক ও নেতাদের কুদৃষ্টি। স্বল্প টাকার বিনিময়ে দরিদ্র চাষিরা নিজেদের চাষাবাদের জমিকে অপরিকল্পিত জলাশয় বানিয়ে ফেলছে নিজেদের জমিকে।
গুমানমর্দনের বিলে এখন দিনের আলোতেই দেখা মিলছে মাটিকাটার বড়সড় স্কেবেটরের। হঠাৎ দেখলে মনে হবে উঠতি কোনও শিল্প এলাকা। কিন্তু না, শিল্প এলাকা নয়; এগুলো মূলতঃ পরিবেশ বিপন্ন করবার অপরিণামদর্শী পাঁয়তারা। যার খেসারত হয়তো বেশ চড়াভাবেই দিতে হবে আগামী বর্ষার মওসুমে।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, বর্ষার প্লাবন থেকে রক্ষার জন্য হালদার অদূরবর্তী স্থানে যে বেড়িবাঁধটি দেয়া হয়েছে, সেই বেড়িবাঁধের গোড়া ঘেঁষেই শত শত অপরিকল্পিত খন্দক খুঁড়েছে অবৈধ মাটি ব্যবসায়ীরা। কয়েকদিন আগে একটি স্কেবেটরের চাবি ছিনিয়ে নিয়েছিলো জমির এক মালিক, পরে সেই জমি থেকে আর মাটি কাটা হবে না বলে মুচলেকা দিয়ে চাবি ফেরত নেয়। কিন্তু এর পাশের জমিতে পরবর্তীতে এমনভাবে খোঁড়া হয়েছে যে সামান্য বৃষ্টি নামলেই এক ঘন্টার মধ্যে আশপাশের জমিগুলোও ভেঙে পড়ে চাষের অযোগ্য হয়ে যাবে।
স্থানীয়দের কয়েকজন এই প্রতিবেদককে জানালেন, “আমরা এর প্রতিকার চেয়েও পাইনি। উপজেলা ও ইউপি প্রশাসন দেখবে বলে আশ্বাস দিয়েও কথা রাখেনি। এখন এখানে রীতিমতো মাটিকাটার উৎসব শুরু হয়েছে। আমরা কোথায় গেলে এর প্রতিকার পাবো
আমাদেরও জানা নেই ঠিক কোথায় গেলে এর প্রতিকার মিলবে। তবে পরিবেশের সুরক্ষা ও আসন্ন বর্ষার মওসুমে শতশত একর ফসলি জমিকে চাষাবাদযোগ্য রাখবার প্রয়োজনে এখনই কঠোর পদক্ষেপ নেয়া জরুরি বলে মনে করছেন বিশেষজ্ঞমহল।
State watch সকল পাঠকদের জন্য উন্মুক্ত সংবাদ মাধ্যম, যেটি পাঠকদের অর্থায়নে পরিচালিত হয়। যে কোন পরিমাণের সহযোগীতা, সেটি ছোট বা বড় হোক, আপনাদের প্রতিটি সহযোগিতা আমাদের নিরপেক্ষ সাংবাদিকতার ক্ষেত্রে ভবিষ্যতে বড় অবদান রাখতে পারে। তাই State watch-কে সহযোগিতার অনুরোধ জানাচ্ছি। [wpedon id=”374″ align=”center”]
আপনার মতামত জানানঃ