Trial Run

‘ঘুম ভেঙে যাওয়ায়’ ছয় বছরের শিশুর শরীরে ফুটন্ত ভাত ঢেলে দিলেন আপন চাচা

ছবি: ডেইলিস্টার

গত সোমবার সকালে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় ভাংবাড়িয়া গ্রামে তুচ্ছ অভিযোগ এনে ছয় বছরের এক শিশুর ওপর ফুটন্ত গরম ভাত ঢেলে দেন তারই আপন বড় চাচা আব্দুর রশীদ।

শিশুটির নাম রাব্বি হোসেন। তার মাথার পেছনে ঘাড়ের ওপর-নিচ ও কানসহ শরীরের বিভিন্নস্থান ঝলসে গিয়ে দগদগে ক্ষত সৃষ্টি হয়েছে। কথা বলতে পারছে না। গলা দিয়ে শুধু হালকা আওয়াজ বের হয় ব্যথার।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের চিকিৎসক জানিয়েছেন, শিশুটির অবস্থা আশঙ্কাজনক। হাসপাতালের সার্জারি বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডা. ওয়ালিউর রহমান নয়ন বলেন, ‘শিশুটির অবস্থা আশঙ্কাজনক বলে মনে হচ্ছে। প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পরামর্শও দেওয়া হয়েছে।’

সূত্র মতে, মালয়েশিয়া প্রবাসী ভাইয়ের সঙ্গে বিরোধের জের ধরে অবুঝ শিশুটিকে এমন অত্যাচার করেন তার আপন বড় চাচা। 

শিশুর মা রোমানা খাতুন বলেন, ‘গত সোমবার সকালে রাব্বি বাড়ির মধ্যে অন্য শিশুদের সঙ্গে খেলছিল। আমি ভাত রান্না করছিলাম। সেসময় পাশের একটি কক্ষে তার বড় চাচা ঘুমাচ্ছিলেন।’

‘খেলতে থাকা শিশুদের চিৎকারে ঘুম ভেঙে যায় রশিদের। রেগে গিয়ে চুলার ওপর থেকে ফুটন্ত ভাতের হাড়ি নিয়ে রাব্বির মাথায় ঢেলে দেন আব্দুর রশীদ।’

‘এতে রাব্বির মাথা, ঘাড় ও কানসহ শরীরের বিভিন্নস্থান ঝলসে যায়’ উল্লেখ করে তিনি আরও বলেন, ‘স্থানীয়ভাবে চিকিৎসার পর রাব্বির শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় তাকে গতকাল রাতে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির বলেন, ‘খুবই মর্মান্তিক ঘটনা। একজন অফিসার পাঠিয়ে খোঁজ নিয়েছি। এখনো ওই বিষয়ে অভিযোগ করেনি শিশুটির পরিবার। 

‘অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অভিযুক্ত রশিদের কোনো খোঁজ পাওয়া যায়নি। তিনি পালিয়ে যেতে পারেন।’

এসডব্লিউ/ডিএস/এসএস/১৯১৩ 


State watch সকল পাঠকদের জন্য উন্মুক্ত সংবাদ মাধ্যম, যেটি পাঠকদের অর্থায়নে পরিচালিত হয়। যে কোন পরিমাণের সহযোগিতা, সেটি ছোট বা বড় হোক, আপনাদের প্রতিটি সহযোগিতা আমাদের নিরপেক্ষ সাংবাদিকতার ক্ষেত্রে ভবিষ্যতে বড় অবদান রাখতে পারে। তাই State watch-কে সহযোগিতার অনুরোধ জানাচ্ছি। 

ছড়িয়ে দিনঃ
 • 6
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
  6
  Shares

আপনার মতামত জানানঃ