রাজধানীর আগারগাঁওয়ে তাস খেলার সময় পুলিশের উপস্থিতি বুঝতে পেরে পালাতে গিয়ে নির্মাণাধীন ভবন থেকে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। তার নাম সবুজ হাওলাদার (৩৪)। তিনি পেশায় রাজমিস্ত্রি। বুধবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। সবুজের গ্রামের বাড়ি বরিশালের বাকেরগঞ্জে। ঢাকায় থাকতেন জনতা হাউজিং এলাকায়। শেরেবাংলা নগর থানার ওসি জানে আলম মুনশী জানান, পুলিশের গাড়ি ওই এলাকায় যাওয়ার পরপরই একজন ভবন থেকে পড়ে যান। তবে তার সঙ্গে পুলিশের কোনো কথা বা দেখা হয়নি। পুলিশ কাউকে আটকের চেষ্টা বা ধাওয়া করেনি। সেখানে তারা হয়তো কিছু করছিল, এর মধ্যে কেউ হয়তো ফোন করে পুলিশের উপস্থিতির খবর দিয়েছে। পুলিশ ঘটনাটি তদন্ত করে দেখছে।
সবুজের প্রতিবেশী বেলাল হোসেন জানান, আগারগাঁওয়ের জনতা হাউজিংয়ে নির্মাণাধীন একটি ভবনের সপ্তম তলায় কয়েকজন তাস খেলছিলেন। এ সময় শেরেবাংলা নগর থানার পুলিশ সেখানে যায়। আতঙ্কিত হয়ে দ্রুত পালাতে গিয়ে লিফটের জন্য রাখা ফাঁকা জায়গা দিয়ে নিচে পড়ে যান সবুজ। দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে রাত ৮টা ২০ মিনিটে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আপনার মতামত জানানঃ