যেসব দেশে সবচেয়ে বেশিজন সাংবাদিককে আটকে রাখা হয়েছে তাদের মধ্যে রয়েছে চীন, মিয়ানমার এবং ইসরায়েল।
পেশাগত দায়িত্ব পালনের সময় বিশ্বজুড়ে ২০২৪ সালে ৫৪ জন সাংবাদিক প্রাণ হারিয়েছেন। এদের মধ্যে পাঁচজন বাংলাদেশী। নিহতের তালিকায় বাংলাদেশের অবস্থান তৃতীয়। বিশ্বব্যাপী সাংবাদিকদের অধিকার নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংগঠন রিপোর্টার্স উইদাউট বর্ডারসের (আরএসএফ) বার্ষিক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, নিহত ৫৪ সাংবাদিকের মধ্যে ১৮ জন নিহত হয়েছেন ইসরায়েলি বাহিনীর হাতে। এর মধ্যে গাজায় নিহত হয়েছেন ১৬ জন এবং লেবাননে দুজন সাংবাদিক নিহত হয়েছেন। এরপরই আছে পাকিস্তানের নাম। সেখানে সাত সাংবাদিক প্রাণ হারিয়েছেন। আর মেক্সিকো ও বাংলাদেশে পাঁচজন করে সাংবাদিকের প্রাণ গেছে।
যেসব দেশে সবচেয়ে বেশিজন সাংবাদিককে আটকে রাখা হয়েছে তাদের মধ্যে রয়েছে চীন, মিয়ানমার এবং ইসরায়েল। চীনে ১২৪ জন, মিয়ানমারে ৬১ জন এবং ইসরায়েলে ৪১ সাংবাদিককে বন্দী করা হয়েছে।
মুক্ত গণমাধ্যম সূচকে ২০০৯ সালে বাংলাদেশের অবস্থান ছিল ১২১তম এবং ১০০ এর মধ্যে বাংলাদেশের স্কোর ছিল ৪২ দশমিক ২। গত বছর মুক্ত গণমাধ্যম সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ১৬২তম এবং স্কোর ছিল ৩৬ দশমিক ৬৩।
আজ বুধবার প্রকাশিত সূচকে দেখা যায়, ২০২৩ সালে আরও একধাপ পিছিয়ে বাংলাদেশের অবস্থান হয়েছে ১৬৩তম। এ বছর বাংলাদেশের স্কোর ৩৫ দশমিক ৩১।
রিপোর্টার্স উইদাউট বর্ডার্রস (আরএসএফ) প্রতিবছর ১৮০টি দেশ ও অঞ্চলের মধ্যে থেকে এই বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচক প্রকাশ করে। আরএসএফের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, তারা ২০০২ সাল থেকে এই সূচক প্রকাশ করছে।
২০০২ সালে বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ১১৮তম। ২০০৩ সালে তা অবনতি হয়ে দাঁড়ায় ১৪৩তম। ২০০৪ ও ২০০৫ সালে এই অবস্থান ছিল ১৫১তম এবং ২০০৮ সালে সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ১৩৬তম।
আপনার মতামত জানানঃ