পৃথিবীর একমাত্র উপগ্রহ চাঁদ। কিন্তু আরও একটি ছোট চাঁদও কি পৃথিবীকে প্রদক্ষিণ করে চলেছে। বিজ্ঞানীরা তেমনই মনে করছেন। কি সেই ছোট চাঁদ তাও জানিয়েছেন তাঁরা।
পৃথিবীর চারধারে চাঁদ ঘুরে চলেছে। চাঁদ নির্দিষ্ট কক্ষে পৃথিবীকে প্রদক্ষিণ করে চলেছে। আর পৃথিবীর যে একটিই উপগ্রহ রয়েছে তাও সকলের জানা। তবে ২০১৬ সালে আরও একটি প্রস্তরখণ্ডকে পৃথিবীর চারধারে ঘুরতে দেখেন বিজ্ঞানীরা।
আয়তনে খুবই ছোট ওই প্রস্তরখণ্ড আসলে একটি গ্রহাণু বলে জানান তাঁরা। সেই গ্রহাণুটিও পৃথিবীকে প্রদক্ষিণ করে চলেছে। তাই তাকে মিনি মুন নামে ডাকা হতে থাকে।
কিন্তু সে গ্রহাণু এল কোথা থেকে? তারও একটি উত্তর খুঁজে পেয়েছেন বিজ্ঞানীরা। গ্রহাণুটির আকার বিজ্ঞানীদের সেই অনুমানকে শক্তিশালী করেছে।
কামোয়ালেওয়া নামে এই গ্রহাণুটির সঙ্গে চাঁদের একটি অংশের ক্রেটারের মিল খুঁজে পান বিজ্ঞানীরা। বিজ্ঞানীদের অনুমান, মহাকাশে ভেসে বেড়ানো কোনও একটি অতিকায় এমন প্রস্তরখণ্ড কোনও সময় চাঁদে ধাক্কা মারে। তার ফলে চাঁদের একটি অংশ ভেঙে বেরিয়ে যায়। সেটাই ভেঙে বেরিয়ে যাওয়া চাঁদের অংশই হল এই কামোয়ালেওয়া।
কেন এমন অনুমান করছেন বিজ্ঞানীরা? তাঁরা পরীক্ষা করে দেখেছেন চাঁদের গায়ে থাকা জিওর্দানো ব্রুনো ক্রেটারটির মাপের সঙ্গে কামোয়ালেওয়া-র মাপ মিলে যাচ্ছে। তাই তাঁরা মনে করছেন চাঁদের গায়ে যে খোঁদলটি তৈরি হয়েছে, তা ওই প্রস্তরখণ্ড ভেঙে বেরিয়ে যাওয়ার ফল।
তাতে চাঁদে ক্রেটার তৈরি হয়েছে। আর সেই ভাঙা প্রস্তরখণ্ড দিয়ে তৈরি হয়েছে কামোয়ালেওয়া নামে একটি গ্রহাণু। যদিও এনিয়ে আরও গবেষণার কাজ চলছে।
আপনার মতামত জানানঃ