ইসরায়েলি পতাকা দেখে বিক্ষুব্ধ মুসলিম শিশুকে ‘মাথা কেটে ফেলার হুমকি’ দেয়ার অভিযোগে মার্কিন স্কুল শিক্ষককে গ্রেফতার করা হয়েছে।
সিএনএন এক প্রতিবেদনে জানিয়েছে, শেরিফের ডেপুটির লেখা অভিযোগ অনুসারে, বেঞ্জামিন রিস নামে ৫১ বছর বয়সী মাধ্যমিক বিদ্যালয়ের এক শিক্ষককে চিৎকার করতে শোনা গেছে। তিনি ৭ ডিসেম্বর তিন ছাত্রীকে বলেছেন, তোমাদের মাথা কেটে ফেলা হবে।
তাকে আরো বলতে শোনা গেছে, ‘আমার গাড়ির পেছনে (এক ছাত্রীকে) টেনে আনুন’ এবং সে তার গলা কেটে ফেলবে।
প্রতিবেদনে বলা হয়েছে, স্কুলের নজরদারি ভিডিওতে রিসকে জর্জিয়ার ওয়ার্নার রবিন্সের ওয়ার্নার রবিন্স মিডেল স্কুলের হলওয়েতে তিন শিক্ষার্থীর পিছু নিতে দেখা যায়।
শিক্ষার্থীদের মধ্যে একজন শেরিফের ডেপুটিকে জানান, তিনি রিসকে জিজ্ঞাসা করেছিলেন যে কেন ক্লাসরুমে একটি ইসরাইলি পতাকা ঝুলছে। গাজায় ইসরাইলের পদক্ষেপের কারণে তিনি এটিকে আপত্তিকর বলে মনে করেছেন। পরে তিনি ক্লাশরুম থেকে বের হওয়ার চেষ্টা করলে তাকে বাধা দেন রিস।
রিসকে গত সপ্তাহে গ্রেফতার করা হয়েছে। সিএনএন জানিয়েছে, ২০ জনেরও বেশি প্রত্যক্ষদর্শীর অভিযোগ অনুসারে তৃতীয় ডিগ্রিতে সন্ত্রাসবাদী হুমকি এবং শিশুদের প্রতি নিষ্ঠুরতার অভিযোগ আনা হয়েছিল। তিনি জামিনে মুক্ত আছেন।
পশ্চিমা বিশ্বে প্রতিনিয়ত ইসলাম বিদ্বেষ ও মুসলিম নিপীড়ন আশঙ্কাজনক হারে বেড়েই চলছে। বর্ণবাদী ইউরোপ-আমেরিকায় শান্তির ধর্ম ইসলাম ও মুসলিমদের নিয়মিত টার্গেট করে বিদ্বেষী আক্রমণের পেছনে ক্রুসেডার রাষ্ট্রগুলোর উগ্রবাদী রাজনৈতিক নেতাদের উষ্কানিকেই প্রধান কারণ হিসাবে বিশ্লেষকরা দায়ী করেন।
সর্বশেষ তথ্য-উপাত্ত অনুযায়ী, যুক্তরাজ্যের ইংল্যান্ড ও ওয়েলস রাজ্যে ধর্মীয় কারণে শতকরা ৫০% জঘন্য আক্রমণ মুসলিম ও ইসলামকে টার্গেট করে করা হয়েছে।
এদিকে, দ্রুত বর্ধনশীল ধর্ম হিসাবে শীর্ষে আছে ইসলাম। বিশ্বে মুসলিম জনসংখ্যা ১৮০ কোটি থেকে বেড়ে ২০৬০ সালে ৩০০ কোটিতে উন্নীত হবে। পিউ রিসার্চ সেন্টারের (Pew Research Center) তথ্যের সাহায্যে এ বছর বিশ্বব্যাপী প্রধান প্রধান ধর্মের মানচিত্র প্রকাশ ধরেছে ভিজ্যুয়াল ক্যাপিটালিস্ট ওয়েবসাইট (www.visualcapitalist.com)। পিউ রিসার্চ সেন্টার বিশ্বের ধর্মগুলোকে সাতটি প্রধান শ্রেণিতে বিভক্ত করেছে। এর মধ্যে প্রধান ধর্ম পাঁচটি খ্রিষ্ট ধর্ম, ইসলাম, বৌদ্ধ, হিন্দু ও ইহুদি ধর্ম। যার ফলে মুসলিম বিদ্বেষ বেড়ে যাচ্ছে বহুগুণে, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা।
আপনার মতামত জানানঃ