পদত্যাগ করেছেন পাকিস্তানের অর্থমন্ত্রী মিফতাহ ইসমাইল। নজিরবিহীন বন্যায় দেশের অর্থনীতির নাজুক পরিস্থিতির মধ্যে পদত্যাগের ঘোষণা দেন তিনি।
আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা না দিলেও মৌখিকভাবে ইতোমধ্যেই অর্থমন্ত্রীর পদ ছাড়ার ঘোষণা দিয়েছেন তিনি।
রোববার (২৫ সেপ্টেম্বর) গভীর রাতে টুইটারে দেওয়া এক বার্তায় এই তথ্য নিজেই সামনে এনেছেন তিনি। সোমবার (২৬ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স এবং সংবাদমাধ্যম আলজাজিরা।
প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান আগে থেকেই অর্থনৈতিক সংকট মোকাবিলা করছিল। আর সাম্প্রতিক বিধ্বংসী বন্যার কারণে সেই সংকট আরও চরম আকার ধারণ করেছে।
আলজাজিরা বলছে, পদত্যাগের ঘোষণা দেওয়ার পর চার বছরেরও কম সময়ের মধ্যে পদত্যাগকারী পঞ্চম পাকিস্তানি অর্থমন্ত্রী হলেন মিফতাহ ইসমাইল। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে একটি বৈঠকে পদত্যাগের পরিকল্পনার কথাও জানিয়েছেন তিনি।
রোববার গভীর রাতে টুইটারে দেওয়া এক বার্তায় মিফতাহ ইসমাইল বলেন, ‘আমি মৌখিকভাবে অর্থমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছি। পাকিস্তানে পৌঁছে আমি আনুষ্ঠানিক পদত্যাগ করব।’
মিফতাহ ইসমাইল এবং শেহবাজ শরিফ বর্তমানে লন্ডনে অবস্থান করছেন এবং আগামী সপ্তাহের শুরুতে পাকিস্তানে ফিরবেন।
এদিকে ডন জানিয়েছে, পাকিস্তানের ক্ষমতাসীন রাজনৈতিক জোটের একের পর এক নেতার গোপন অডিও ফাঁস অব্যাহত রয়েছে। শনিবার (২৪ সেপ্টেম্বর) প্রথমে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও এক সরকারি কর্মকর্তার মধ্যকার কথোপকথন ফাঁস হয়। দুই মিনিটের একটি অডিও ক্লিপটি টুইটারে শেয়ার করেন প্রধান বিরোধী দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নেতা ফাওয়াদ চৌধুরী।
অডিওটিতে এক সরকারি কর্মকর্তার উদ্দেশে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে বলতে শোনা যায়, ভারত থেকে বিদ্যুৎ প্লান্টের যন্ত্রপাতি আনার জন্য পাকিস্তান মুসলিম লিগের ভাইস প্রেসিডেন্ট মরিয়ম নওয়াজ তার মেয়ের জামাইয়ের জন্য বিশেষ সুবিধা চেয়েছেন।
আমি মৌখিকভাবে অর্থমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছি। পাকিস্তানে পৌঁছে আমি আনুষ্ঠানিক পদত্যাগ করব।’
আরেকটি অডিও ক্লিপে ক্ষমতাসীন পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের (পিএমএল-এন) বেশ কয়েকজন সিনিয়র নেতার কথোপকথন শোনা গেছে। স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানউল্লাহ, প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ, আইনমন্ত্রী আজম তারার ও আরেক মন্ত্রী আয়াজ সাদিককে অর্থমন্ত্রী মিফতাহ ইসমাইলের রাজনৈতিক ভাগ্য ও বিরোধী দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) সংসদ সদস্যদের পদত্যাগ নিয়ে কথা বলতে শোনা যায়।
এরপর রোববার (২৫ সেপ্টেম্বর) মরিয়ম নওয়াজ ও প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের কথোপকথনের আরেকটি অডিও ফাঁস হয়। তাতে মরিয়মকে পাকিস্তানের অর্থমন্ত্রী মিফতাহ ইসমাইলের সমালোচনা করতে শোনা যায়। তাতে শাহবাজের উদ্দেশে মরিয়ম বলছেন, তিনি (মিফতাহ) কোনো দায়িত্ব নেন না। টিভিতে অদ্ভুত সব কথা বলেন যার জন্য লোকে তাকে উপহাস করে।
তিনি জানেন না, তার কাজ কী। জবাবে শাহবাজ শরিফ বলছেন, ‘তিনি স্পষ্টতই তাড়াহুড়ো করছেন।’ এর প্রত্যুত্তরে মরিয়ম বলেন, ‘চাচা, তিনি জানেন না, আসলে তার কাজ কী
চতুর্থ আরেকটি ফাঁস হওয়া অডিওতে সাবেক সেনাপ্রধান ও প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মোশাররফের দেশে ফেরা নিয়ে আইএসপিআরের মহাপরিচালকের মন্তব্যের বিষয়ে প্রধানমন্ত্রী শাহবাজ ও মরিয়ম নওয়াজের কথোপকথন শোনা গেছে।
আইএসপিআরের মহাপরিচালক মেজর জেনারেল বাবর ইফতিখার সাবেক প্রেসিডেন্টের দেশে ফেরার সম্ভাবনা নিয়ে কথা বলায় উস্মা প্রকাশ করতে শোনা গেছে মরিয়ম নওয়াজকে। তিনি প্রধানমন্ত্রী শাহবাজকে বলছেন, সরকারের সঙ্গে কোনো আলোচনা না করে আইএসপিআরের প্রধান কী করে এ ধরনের মন্তব্য করেন।
পাকিস্তানের অর্থনৈতিক পরিস্থিতি
পাকিস্তানের অর্থনীতি ক্রমাগতভাবে অস্থির সময় পার করছে। দেশটিতে চলতি হিসাবের ঘাটতি ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে এবং ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি পরিবার ও ব্যবসা উভয়ের ওপরই চাপ সৃষ্টি করেছে। এছাড়া সাম্প্রতিক বিধ্বংসী বন্যা আগে থেকেই বিদ্যমান অর্থনৈতিক সংকটকে চরম মাত্রায় বাড়িয়ে দিয়েছে। বন্যায় পাকিস্তানের আনুমানিক ৩০ বিলিয়ন মার্কিন ডলারের ক্ষতি হয়েছে এবং দেড় হাজারেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে।
গত শনিবার বিশ্বব্যাংক পাকিস্তানকে প্রায় ২ বিলিয়ন মার্কিন ডলার সহায়তা দেওয়ার কথা জানিয়েছে। বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়ার ভাইস প্রেসিডেন্ট মার্টিন রাইজার শনিবার পাকিস্তানে তার প্রথম সরকারি সফর শেষ করার পর এক বিবৃতিতে এই অঙ্গীকার করেন।
তিনি বলেন, ‘বিধ্বংসী বন্যার কারণে জীবন ও জীবিকার ক্ষয়ক্ষতিতে আমরা গভীরভাবে শোকাহত এবং যারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত তাদের তাৎক্ষণিক ত্রাণ প্রদানের জন্য আমরা ফেডারেল ও প্রাদেশিক সরকারের সাথে কাজ করছি।’
বিশ্বব্যাংক গত সপ্তাহে পাকিস্তানের জন্য বন্যা ত্রাণে ৮৫ কোটি মার্কিন ডলার প্রদানের জন্য জাতিসংঘের সাধারণ পরিষদের সাইডলাইনে প্রধানমন্ত্রী শরিফের সাথে একটি বৈঠকে সম্মত হয়। সেই সহায়তার মধ্যেই সর্বশেষ ঘোষিত এই ২ বিলিয়ন ডলারের সহায়তাও অন্তর্ভুক্ত রয়েছে।
আলজাজিরা বলছে, গত দুই মাসে কেবল সিন্ধ প্রদেশেই প্রায় ১০ হাজার ডাক্তার, নার্স এবং অন্যান্য চিকিৎসা কর্মী পাঠিয়েছে পাকিস্তান। মূলত বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্তদের সহয়তা করার জন্য এই বিপুল সংখ্যক স্বাস্থকর্মী প্রদেশটিতে পাঠাতে হয়েছে।
শাহবাজের বড় ভাই নওয়াজ পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী। তিনি ক্ষমতাসীন পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের (পিএমএল-এন) সর্বোচ্চ নেতা। নওয়াজ দুর্নীতির মামলায় দণ্ডিত হওয়ার পর চিকিৎসার কথা বলে ২০১৯ সালে লন্ডনে যান। সেখানে তিনি স্বেচ্ছানির্বাসিত জীবন যাপন করছেন। নওয়াজের অনুপস্থিতিতে শাহবাজ পিএমএল-এনের নেতৃত্ব দিচ্ছেন।
পাকিস্তানের বিরোধী জোটের আনা অনাস্থা প্রস্তাবে হেরে গত ৯ এপ্রিল বিদায় নেয় ইমরান খানের নেতৃত্বাধীন সরকার। পরে জাতীয় সরকারের আদলে সরকার গঠন করে বিরোধী দলগুলো। এই সরকারের প্রধানমন্ত্রী হন পিএমএল-এনের সভাপতি শাহবাজ শরিফ।
এসডব্লিউ/এমএন/কেএইচ/১০৫২
আপনার মতামত জানানঃ