যারা টিকা নেয়নি, তাদের কোয়ারেন্টাইনে থাকাকালীন ক্ষতিপূরণ দেবে না জার্মানি। যা কার্যকর করা হবে ১ নভেম্বর থেকে। দেশটির স্বাস্থ্যমন্ত্রী ইয়েন্স স্পান গত বুধবার এ কথা বলেন। কারণ হিসাবে বলেন, যারা টিকা নিতে অস্বীকার করছে, করদাতাদের টাকায় তাদের ভর্তুকি দেয়াটা অনুচিত।
জার্মানির ১৬ টি ফেডারেল প্রদেশেই এই আইন কার্যকর হবে ১১ই অক্টোবর থেকে। এই আইন তাদের উপর কার্যকর হবে, যারা টিকা না নেয়ার কারণে করোনা ভাইরাসে পজিটিভ হবে এবং যারা জার্মানি কর্তৃক ঘোষিত উচ্চ ঝুঁকিতে থাকা দেশে ভ্রমণ করবে; যার মধ্যে আছে ব্রিটেন, তুরস্ক এবং ফ্রান্সের কিছু অংশ।
ওইসব দেশের টিকা না নেয়া ভ্রমণকারীদের অন্তত ৫ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে। যারা টিকা নিয়েছেন এবং সম্প্রতি সুস্থ হয়ে উঠেছেন তাদের কোয়ারেন্টিনে থাকার প্রয়োজন নেই।
বিশেষজ্ঞদের মতে, এই আইন কোভিড-১৯ টিকাকরণকে জোরালে করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কারণ অনেক কর্মীরই বেতন ছাড়া বাসায় থাকার সামর্থ্য নেই।
স্পান এক সংবাদ সম্মেলনে বলেন, আমাদের এটাকে ভিন্নভাবে দেখা উচিত। এটা সুবিচারের বিষয়। যারা টিকা নেয়ার মাধ্যমে নিজেকে ও অন্যদের সংক্রমণ থেকে রক্ষা করছে, তাদের জিজ্ঞেস করার অধিকার আছে যে, কেউ টিকা নিতে অস্বীকার করলে বা কেউ ঝুঁকিপূর্ণ এলাকায় ভ্রমণ করলে, তাদের জন্য যারা টিকা নিচ্ছে তারা কেন অর্থ সহায়তা দেবে।
Germany to end quarantine pay for those without vaccinations https://t.co/bHFY70iORe pic.twitter.com/lZ6vTclnfV
— Reuters (@Reuters) September 22, 2021
প্রসঙ্গত, জার্মানিতে সুযোগ সত্ত্বেও করোনা টিকা নিতে অস্বীকার করা মানুষের মধ্যেই মূলত মহামারি সীমাবদ্ধ হয়ে উঠছে৷ ফলে সরকারি ও বেসরকারি ক্ষেত্রে এমন মানুষের উপর চাপ আরও বাড়ছে৷
কোনো স্বাস্থ্যগত সমস্যা না থাকা সত্ত্বেও করোনা টিকা নিতে প্রস্তুত নয়, জার্মানিতে এমন মানুষের জন্য একের পর এক বাধা সৃষ্টি করা হচ্ছে৷ কোনো জটিলতা ছাড়াই বিনামূল্যে টিকা নেবার যাবতীয় সুযোগ পেয়েও জনসংখ্যার একটা উল্লেখযোগ্য অংশ এখনো সেই পথে যেতে নারাজ৷
এদিকে ডেল্টা ভেরিয়েন্টের কারণেই মূলত টিকা না নেওয়া মানুষের মাঝে সংক্রমণের হার দ্রুত বেড়ে চলেছে৷ হাসপাতালেও তাদের সংখ্যাই বেশি৷ হেমন্ত ও শীতকালে আরও বেশি মানুষ আক্রান্ত হবেন বলে আশঙ্কা করা হচ্ছে৷
সেক্ষেত্রে জার্মানির স্বাস্থ্য পরিষেবা কাঠামোর উপর অহেতুক প্রবল চাপ সৃষ্টি হতে পারে, গোটা দেশকে যার মূল্য চোকাতে হবে৷ এমন পরিস্থিতি এড়াতে সরকার ও বিভিন্ন বেসরকারি সূত্র থেকে সংখ্যালঘু এই গোষ্ঠীর উপর চাপ বাড়ছে৷
Should unvaccinated people in Germany face higher health insurance costs? https://t.co/GrtqwwiFyc
— Daily Round Up (@DailyRoundUp1) September 21, 2021
এতকাল করোনা ভাইরাসের কারণে বাধ্যতামূলক কোয়ারেন্টাইনের সময় সরকারই ভর্তুকি হিসেবে কর্মীদের বেতনের ব্যয়ভার গ্রহণ করে আসছিল৷ বুধবারের সিদ্ধান্ত অনুযায়ী টিকা না নেওয়া মানুষ সেই সুযোগ থেকে বঞ্চিত হবেন৷
জার্মান স্বাস্থ্যমন্ত্রী ইয়েন্স স্পান বলেন, বৃহত্তর সমাজের প্রতি ন্যায্য মনোভাব দেখাতেই এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে৷ যারা টিকা নিতে চান না, তাদের বিশেষ করে সেই সিদ্ধান্তের আর্থিক পরিণাম মেনে নিতে হবে৷ তাই এই নিয়ম চালু হওয়ার আগেই করোনা টিকা নেবার সুযোগের সদ্ব্যবহার করলে কোনো সমস্যা হবে না৷
জার্মানির একাধিক রাজ্যে হোটেল, রেস্তোরাঁসহ একাধিক স্থাপনা শুধু টিকাপ্রাপ্ত ও করোনাজয়ীদের প্রবেশাধিকার দিচ্ছে৷ অর্থাৎ দ্রুত করোনা টেস্ট করিয়ে আর সেই সুযোগ পাওয়া যাচ্ছে না৷ স্বাস্থ্য বিমার ক্ষেত্রেও করোনা টিকা নিতে অস্বীকার করা মানুষদের মাসুল বাড়ানোর প্রাথমিক উদ্যোগ দেখা যাচ্ছে৷ বিশেষ করে নতুন করে বেসরকারি স্বাস্থ্য বিমা করাতে গেলে অদূর ভবিষ্যতেই এমন শর্ত চালু করা হতে পারে৷
সূত্র মতে, জার্মানিতে ৬৩ শতাংশ পূর্ণবয়স্ক মানুষ টিকার সব ডোজ নিয়েছে ইতিমধ্যেই; যেখানে ইউরোপিয়ান ইউনিয়নে টিকা নিয়েছে ৭২.৩ শতাংশ।
এসডব্লিউ/এমএন/এসএস/১৯২১
আপনার মতামত জানানঃ