আফগান সেনাবাহিনীর বিরুদ্ধে তালিবানের যুদ্ধকে ‘নাজায়েজ’ বা ধর্মীয় রীতি-বিরোধী বলে মন্তব্য করেছেন আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনি। আফগানিস্তানের বার্তা সংস্থা আরিয়ানা নিউজ এ খবর জানিয়েছে।
এর আগে দেশের নিয়ন্ত্রণ তালিবানের হাতে ছেড়ে দেওয়ার পরিকল্পনা সরকারের নেই জানিয়ে প্রেসিডেন্ট আশরাফ গনি বলেছিলেন, তালিবান যদি মনে করে আমরা আত্মসমর্পণ করব তাহলে আগামী ১০০ বছরেও তাদের সে আশা পূরণ হবে না।
গত বৃহস্পতিবার রাজধানী কাবুলের প্রেসিডেন্ট প্রাসাদে আশরাফ গনি কয়েকজন পদস্থ আফগান সেনা কমান্ডারের সঙ্গে বৈঠক করেন। এই বৈঠকে তিনি বলেন, ধর্মীয় দৃষ্টিকোণ থেকে যেমন তালিবানের যুদ্ধ অবৈধ তেমনি এ আগ্রাসন জাতীয়তাবাদী চেতনারও পরিপন্থি।
একই সাথে তালেবান হামলার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলায় প্রেসিডেন্ট আশরাফ গনি আফগান সেনা কমান্ডার ও সাধারণ সৈনিকদের প্রতি কৃতজ্ঞতা জানান।
পাশাপাশি তিনি প্রত্যয় জানিয়ে বলেন, তালিবানের হাতে বেদখল হয়ে যাওয়া জেলাগুলো আমরা শিগগিরই পুনরুদ্ধার করব।
আফগানিস্তান থেকে বিদেশি সেনা প্রত্যাহার করা শুরু করার পর থেকে গত কয়েক সপ্তাহ ধরে দেশটির সেনাবাহিনীর ওপর তালিবানের হামলা বেড়ে গেছে। এরইমধ্যে দেশের ৯০ শতাংশ এলাকা দখল করার দাবি করেছে তালিবান।
এদিকে, আফগানিস্তানের বর্তমান সরকারকে তালিবান ‘পুতুল সরকার’ বলে অভিহিত করে থাকে।
তালিবান এর আগে বলেছিল, তাদের যুদ্ধ শুধু বিদেশি সেনা উপস্থিতির বিরুদ্ধে। বিদেশি সেনারা আফগানিস্তান ত্যাগ করলে তারা অস্ত্র সমর্পণ করে দ্বীনি শিক্ষায় ফিরে যাবে।
কিন্তু বিদেশি সেনা চলে গেলেও আফগানিস্তানে যুদ্ধ বন্ধের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না।
এদিকে, সংবাদমাধ্যম স্পুটনিকের প্রতিবেদন অনুযায়ী, আফগানিস্তানের তালিবানকে নিষিদ্ধ গোষ্ঠীগুলোর তালিকা থেকে বাদ দেয়ার কোনো পরিকল্পনা রাশিয়ার নেই।
রুশ প্রেসিডেন্টের আবাসিক প্রাসাদ ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ শুক্রবার এক বিবৃতিতে একথা জানিয়েছেন।
বিবৃতিতে তিনি বলেন, আফগানিস্তানের চলমান পরিস্থিতি যেন রাশিয়ার মিত্রদের হুমকি হয়ে না দাঁড়ায়, সেদিকে গভীর দৃষ্টি রেখেছে মস্কো।
আফগানিস্তানসহ মধ্য এশিয়ার পরিস্থিতি রাশিয়া ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে জানিয়ে পেসকভ বলেন, এ অঞ্চলে বিশেষ করে আফগানিস্তানে যা কিছু ঘটছে তা রাশিয়ার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ক্রেমলিনের মুখপাত্র এর আগেও আফগান পরিস্থিতির ব্যাপারে উদ্বেগ প্রকাশ করে বলেছিলেন, মস্কো আফগানিস্তানে অস্থিতিশীলতা বৃদ্ধিতে উদ্বিগ্ন।
এদিকে, আফগানিস্তানের কান্দাহার প্রদেশে তালেবান অবস্থানে বিমান হামলা চালিয়েছে আমেরিকা। মার্কিন কর্মকর্তারা বলেছেন, দেশটির সেনারা গত কয়েকদিনে আফগান নিরাপত্তা বাহিনীর সমর্থনে তালেবান অবস্থানে কয়েক দফা বিমান হামলা চালিয়েছে।
তালিবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ কান্দাহারসহ আরও কয়েকটি অঞ্চলে তাদের অবস্থানে মার্কিন বিমান বাহিনীর বোমাবর্ষণের খবর নিশ্চিত করে বলেছেন, এ ধরনের হামলার ব্যাপারে তালিবান নির্লিপ্ত থাকবে না।
মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগনের মুখপাত্র জন এফ কিরবি গত বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে আফগানিস্তানে তালিবান অবস্থানে কয়েক দফা বিমান হামলার কথা নিশ্চিত করলেও এ সম্পর্কে বিস্তারিত তথ্য জানাতে অপারগতা প্রকাশ করেন।
এসডব্লিউ/এমএন/ডব্লিউজেএ/১৪৪৯
আপনার মতামত জানানঃ