দেশে করোনা ভাইরাসের ভয়াবহ প্রাদুর্ভাবে সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বাড়ছে প্রতিদিন। সারাদেশে চলছে কঠোর লকডাউন। সেজন্য রাস্তায় তৎপর পুলিশ। মানুষের অপ্রয়োজনে ঘর থেকে বের হওয়া নিয়ন্ত্রণে নিজেদের দায়িত্ব পালন করছেন তারা। তবে করোনা দায়িত্ব বোঝে না। পেশা বোঝে না।
সূত্র মতে, গত ১০ দিনে সম্মুখযোদ্ধা হিসেবে পরিচিত ৬১৩ পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। রোববার পুলিশ সদর দফতর সূত্রে এ তথ্য জানা গেছে। পুলিশ সদর দফতরের সর্বশেষ তথ্যানুযায়ী, প্রতিদিন গড়ে ৬১.৩ জন করে পুলিশ করোনায় আক্রান্ত হয়েছেন।
পুলিশ সদর দফতর জানায়, গত বছর থেকে শুরু হওয়ায় করোনায় এখন পর্যন্ত ২২ হাজার ৩০৮ জন পুলিশ আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়েছেন ২১ হাজার ১৯০ জন। এছাড়া বর্তমানে এক হাজার ২০ জন পুলিশ করোনায় আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
অন্যদিকে ২০২০ সালের মার্চ থেকে শুরু হওয়ায় করোনা মহামারিতে এখন পর্যন্ত ৯৮ জন পুলিশ মারা গেছেন।
শুরু থেকেই করোনার বিরুদ্ধে সম্মুখ যোদ্ধা হিসেবে কাজ করে যাচ্ছে পুলিশ। ফলশ্রুতিতে শুরুর দিকে পুলিশে করোনা আক্রান্তের হার ছিল উদ্বেগজনক। পরবর্তীতে সদর দফতরের পক্ষ থেকে নানা পদক্ষেপ নেয়ায় পুলিশে করোনায় আক্রান্তের হার কমে আসে। নতুন করে আবারও পুলিশ সদস্যরা করোনায় আক্রান্ত হচ্ছেন বলে তথ্য পাওয়া যাচ্ছে।
পুলিশ সদর দফতরের তথ্য অনুযায়ী, ২০১৩ সাল থেকে পরবর্তী বছরগুলোতে দায়িত্বরত অবস্থায় জঙ্গি ও সন্ত্রাসীদের ধারাবাহিক হামলায় অনেক পুলিশ সদস্য নিহত হন। সড়ক দুর্ঘটনা ও অসুস্থতার কারণেও মারা গেছেন অনেকে। কিন্তু জঙ্গি ও সন্ত্রাসী হামলার চেয়েও দায়িত্ব পালন করতে গিয়ে করোনার নির্মম শিকার হয়েছেন এমন পুলিশের সংখ্যা বেশি।
করোনা সংক্রমণ শুরুর পর ২০২০ সালের মার্চ মাস থেকে চিকিৎসকদের পাশাপাশি সম্মুখ যোদ্ধা হিসেবে দায়িত্ব পালন করা পুলিশ সদস্যরা করোনায় আক্রান্তদের পাশে দাঁড়ান। চিকিৎসায় সহায়তা ছাড়াও লাশ দাফন ও সৎকারে পুলিশ সদস্যরা সামনে থেকে দায়িত্ব পালন করেন। করোনায় দ্বিতীয় ঢেউ মোকাবিলায়ও পুলিশ বাহিনী পিছপা হবে না বলে জানিয়েছেন পুলিশ সদর দফতরের জনসংযোগ বিভাগের এআইজি মো. সোহেল রানা।
তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি দেশে করোনা সংক্রমণের শুরু থেকে মানুষকে সেবা দিতে গিয়ে পুলিশ সদস্যরা সম্মুখ সারির যোদ্ধা হিসেবে কাজ করেছেন। আর বর্তমান পরিস্থিতি মোকাবিলায়ও পুলিশ তার সর্বোচ্চ শক্তি দিয়ে মানুষের পাশে দাঁড়াবে।
এ সংক্রান্ত ডিএমপির এক প্রতিবেদনে জানানো হয়, করোনাকালে পুলিশ কর্মকর্তা ও সদস্যরা অনেক মানবিক আচরণ করেছেন। আক্রান্তদের সহায়তা থেকে শুরু করে হাসপাতাল পর্যন্ত নিয়ে সেবা দিয়েছেন। অনেক আক্রান্ত পরিবারের ঘরে খাওয়ার পৌঁছে দিয়েছেন।
এমনকি করোনায় মারা যাওয়া ব্যক্তির জানাজা ও দাফনের ব্যবস্থাও করেছেন পুলিশ সদস্যরা। এখানেও থেমে থাকেননি তারা, অনেক পুলিশ কর্মকর্তা ও সদস্য সুস্থ হয়ে করোনা আক্রান্তদের চিকিৎসায় প্লাজমা দিয়েছেন।
এসডব্লিউ/এমএন/ওজেএ/৪৭১৫
আপনার মতামত জানানঃ