চীনের শিয়ানে ফুড মার্কেট কমপ্লেক্সে বিস্ফোরণ ঘটেছে। এ ঘটনায় অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে বহু কর্মী।
রোববার শিয়ান শহরের এক মার্কেট কমপ্লেক্সে এই বিস্ফোরণ হয়েছে। বিস্ফোরণে বহু বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেকগুলো গাড়ির ক্ষতি হয়েছে। এখনো অনেকে ধ্বংসস্তূপের তলায় আটকা পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে। প্রাকৃতিক গ্যাসের থেকে এই বিস্ফোরণ বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।
হুবেই প্রদেশের শিয়ান শহরে প্রায় ৩০ লাখ মানুষের বাস। সেখানেই ফুড মার্কেট কমপ্লেক্সে এই বিস্ফোরণে ১২ জন মারা গেছেন। ১৫০ জন হাসপাতালে। তার মধ্যে ৩৭ জনের অবস্থা আশঙ্কাজনক। কর্মকর্তারা জানিয়েছেন, ১৫০ জনকে উদ্ধার করা হয়েছে। কিন্তু অনেকে আটকা পড়ে আছেন। স্থানীয় সময় সকাল সাড়ে ৬টায় এই বিস্ফোরণ হয়েছে।
সকালেই বাজার পুরো ভর্তি ছিল। অনেকে জিনিস কিনতে এসেছিলেন। হংকংয়ের সংবাদপত্র অ্যাপল ডেইলি প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলে জানিয়েছে, অনেকে ওই সময় প্রাতরাশ সারছিলেন। হঠাৎ, ভয়ঙ্কর শব্দে বিস্ফোরণ হয়।
সামাজিক মাধ্যমে পোস্ট করা ভিডিওতে দেখা গেছে, বাড়ির ক্ষতি হয়েছে। প্রচুর গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। হুবই প্রদেশের কমিউনিস্ট পর্টির নেতারা জানিয়েছেন, উদ্ধারের কাজ চলছে। বিস্ফোরণ নিয়ে তদন্তও শুরু হয়েছে।
শিয়ানের হাসপাতাল কর্তৃপক্ষ স্থানীয় মানুষকে রক্ত দেয়ার জন্য অনুরোধ করেছেন। তারা জানিয়েছেন, আহতদের চিকিৎসার জন্য রক্ত লাগবে।
এক দিন আগেই গুইয়াং শহরে একটি কেমিক্যাল কারখানার সামনে গাড়ি থেকে বিষাক্ত গ্যাস লিক হয়ে আটজন মারা গেছেন। তারপরই শিয়ানের ঘটনা ঘটল। মনে করা হচ্ছে, সুরক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়নি। তাছাড়া রক্ষণাবেক্ষণের কাজও ঠিকমতো হয় না। তাই চীনে এই ধরনের দুর্ঘটনা এত বাড়ছে।
উল্লেখ্য ২০১৫ সালে বেইজিংয়ের পূর্ব দিকে তিয়ানজিন শহরে একটি রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণে ১৭০ জন মানুষ প্রাণ হারায়৷ ২০১৬ সালে সরকারি তদন্তের পর ঐ ঘটনায় ১২৩ ব্যক্তিকে শাস্তির আওতায় আনা হয়েছিলো।
মঙ্গলগ্রহ থেকে সেলফি পাঠাল চীনের ‘জুরং’
এদিকে লালগ্রহ মঙ্গল থেকে বেশ কিছু নতুন ছবি পৃথিবীতে পাঠিয়েছে চীনের রোবটযান ‘জুরং’, এর মধ্যে একটি সেলফিও আছে। বিবিসি জানিয়েছে, গত মে মাসে মঙ্গলে পৌঁছানো এই রোভার সেলফি তোলার জন্য প্রথমে মাটিতে তারবিহীন একটি ক্যামেরা বসিয়েছে। তারপর ছয় চাকায় কিছুটা পিছিয়ে গিয়ে নিজের ছবিটি তুলেছে।
মঙ্গলের উত্তর গোলার্ধের যে বিস্তৃত ভূখণ্ডকে ইউটোপিয়া প্লানিশা নাম দেওয়া হয়েছে, গত ১৫ মে সেই এলাকায় অবতরণ করে সৌরবিদ্যুতচালিত এই রোবট যান। সেই অবতরণের স্থান থেকে মঙ্গলের দিগন্ত দেখা যাচ্ছে জুরংয়ের পাঠানো আরেকটি ছবিতে। রোভার জুরংয়ের সাফল্য উদযাপনের জন্য এই ছবিগুলো প্রকাশ করেছে চীনা স্পেস এজেন্সি।
বিজ্ঞানীর আশা করছেন, মঙ্গলের বুক থেকে ৯০ দিন পর্যন্ত বিভিন্ন তথ্য পাঠাতে পারবে রোভার ‘জুরং’। চীনের পাঠানো এই রোবটটি দেখতে অনেকটা যুক্তরাষ্ট্রের মহাকাশ সংস্থা নাসার রোভার স্পিরিট ও অপর্চুনিটির মতই।
জুরংয়ের পাঠানো দ্বিতীয় ছবিতে রোভারটির নিজের প্ল্যাটফর্মকেই দেখা যাচ্ছে। ঢালু র্যাম্পটি ব্যবহার করেই প্ল্যাটফর্ম থেকে মঙ্গলের মাটি ছুঁয়েছিল এই রোবটযান। লাল ধুলোর ওপর রয়েছে তার ঘুরে বেড়ানোর চিহ্ন।
ছবিতে জুরংয়ের ডান পাশে যে রকেট চালিত প্ল্যাটফর্মটি দেখা যাচ্ছে, সেটার পিঠে চেপেই গত মাসে মঙ্গলের বুকে নেমে এসেছিল জুরং। রোভার আর প্ল্যাটফর্ম, দুই জায়গাতেই শোভা পাচ্ছে গণচীনের লাল পতাকা।
এসডব্লিউ/এমএন/এফএ//১৭৩৩
State watch সকল পাঠকদের জন্য উন্মুক্ত সংবাদ মাধ্যম, যেটি পাঠকদের অর্থায়নে পরিচালিত হয়। যে কোন পরিমাণের সহযোগিতা, সেটি ছোট বা বড় হোক, আপনাদের প্রতিটি সহযোগিতা আমাদের নিরপেক্ষ সাংবাদিকতার ক্ষেত্রে ভবিষ্যতে বড় অবদান রাখতে পারে। তাই State watch-কে সহযোগিতার অনুরোধ জানাচ্ছি। [wpedon id=”374″ align=”center”]
আপনার মতামত জানানঃ