স্টেটওয়াচ রিসার্চ নেটওয়ার্ক কাজ করছে বাংলাদেশে আইনপ্রয়োগের সার্বিক চিত্র তুলে ধরার পাশাপাশি মতপ্রকাশের স্বাধীনতা সংক্রান্ত বাস্তবতা নিয়ে। এর অংশ হিসেবে স্টেটওয়াচ নিউজে আমরা প্রতিদিনকার আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা ও গণমাধ্যম সংক্রান্ত খবরাখবরগুলো সংক্ষেপে তুলে ধরার উদ্যোগ নিয়েছি। প্রতিদিন নিম্নোক্ত মাধ্যমসমূহ থেকে সংবাদগুলো সংগ্রহ ও তা নথিবদ্ধ করছে আমাদের কর্মীরা: প্রথম আলো, কালের কণ্ঠ, যুগান্তর, সমকাল, নয়া দিগন্ত, ইত্তেফাক, দেশ রূপান্তর, ডেইলি স্টার, নিউ এজ, দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেস, বাংলা ট্রিবিউন, বিডিনিউজ২৪ ডটকম, আমাদের সময়, মানবজমিন। আমরা আশা করি, এই প্রতিবেদন নিয়মিত প্রকাশের মাধ্যমে জনগণের তথ্যপ্রাপ্তির অধিকার আরো শক্তিশালী হবে।
২৪ ফেব্রুয়ারি ২০২১ বুধবার, ১১ ফাল্গুন ১৪২৭ পত্র-পত্রিকায় প্রকাশিত
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গণমাধ্যম সংক্রান্ত নির্বাচিত খবরের সার-সংক্ষেপ।
পুলিশ হতে পারে হ্যামিলনের বাঁশিওয়ালা: আইজিপি
বাংলা ট্রিবিউন
বিভাগ: রাষ্ট্রীয় বাহিনী
পুলিশের মহাপরিদর্শক (আইজি) ড. বেনজীর আহমেদ নবীন কর্মকর্তাদের উদ্দেশে বলেছেন, ‘পুলিশ বাহিনীতে দুর্নীতির কোনও সুযোগ নেই। এই বাহিনীতে এসে কারও অবৈধ উপায়ে অবৈধ অর্থ আয়ের ইচ্ছা থাকলে তারা চাকরি ছেড়ে চলে যান। জনগণের কল্যাণে কাজ করার অপার সুযোগ রয়েছে পুলিশের। পুলিশ হতে পারে হ্যামিলনের বাঁশিওয়ালা, সোশ্যাল লিডার। মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে পুলিশ সদর দফতরের সম্মেলন কক্ষে ৩৮তম বিসিএস (পুলিশ) ব্যাচের নবীন কর্মকর্তাদের ব্রিফিং অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ উন্নত দেশে পরিণত হওয়ার দিকে এগিয়ে যাচ্ছে। উন্নয়নের অন্যতম প্রধান শর্ত আইনশৃঙ্খলা স্থিতিশীল থাকা। পুলিশ আইনশৃঙ্খলা রক্ষার মাধ্যমে দেশে শান্তি বজায় রাখার জন্য নিরলস কাজ করে যাচ্ছে। ফলে দেশের অর্থনৈতিক উন্নয়ন হচ্ছে। সামাজিক সূচকেও দেশ এগিয়ে যাচ্ছে। ২০৪১ সালে আমাদের দেশ উন্নত দেশ হবে। বাংলাদেশ পুলিশকেও উন্নত দেশের উপযোগী পুলিশ হতে হবে। আজকের নবীন পুলিশ কর্মকর্তাদেরই ২০৪১ সালের উন্নত দেশের উপযোগী পুলিশ হিসেবে গড়ে উঠতে হবে।
পানি ছিটিয়ে শাহবাগ অবরোধকারীদের সরালো পুলিশ
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
বিভাগ: রাষ্ট্রীয় বাহিনী
সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহালের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধকারীদের জলকামান ব্যবহার করে ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ নামের একটি সংগঠনের নেতাকর্মীরা মঙ্গলবার বেলা ১১টার দিকে শাহবাগ মোড়ে অবস্থান নিলে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ফলে চারপাশের রাস্তায় তীব্র যানজট দেখা দেয়। জনদুর্ভোগের কারণে কয়েক দফা অনুরোধের পরও তারা রাস্তা না ছাড়লে সন্ধ্যা ৬টার দিকে বিপুল সংখ্যক পুলিশ জলকামান নিয়ে তাদের ধাওয়া দেয়। অবরোধকারীরা তখন ছত্রভঙ্গ হয়ে শাহবাগ মোড় ত্যাগ করেন। এ সময় বেশ কয়েকজন আহত হয়েছেন বলে দাবি করেছেন মুক্তিযোদ্ধা সন্তান সংসদের নেতারা।
পুলিশ হেফাজত থেকে পালাল বন্দি
যুগান্তর
বিভাগ: রাষ্ট্রীয় বাহিনী
আদালতের হাজতখানায় পুলিশ হেফাজত থেকে এক বন্দি পালিয়ে গেছেন বলে জানা গেছে। ওই বন্দির নাম হারুনুর রশিদ (২৭)। কেরানীগঞ্জ থানায় দায়ের করা এক মামলায় হাজিরার জন্য তাকে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়েছিল। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে আদালতের হাজতখানা থেকে পালিয়ে যান ওই বন্দি।
ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার মাহবুবুল ইসলাম যুগান্তরকে বিষয়টি নিশ্চিত করেছেন। ভোলার লালমোহন থানার মফিজ মিয়ার ছেলে হারুনুর রশিদ গত বছরের ৮ ডিসেম্বর থেকে কারাগারে বন্দি ছিলেন। কেরানীগঞ্জ ও রমনা মডেল থানায় তার বিরুদ্ধে হত্যাচেষ্টা, চুরি, ডাকাতির পাঁচটি মামলা রয়েছে। জেলার মাহবুবুল ইসলাম বলেন, পুলিশের হেফাজত থেকে ওই ব্যক্তি পালিয়েছেন। তাকে পুলিশ খুঁজছে।
মাদক মামলায় এএসআই কারাগারে
সমকাল
বিভাগ: রাষ্ট্রীয় বাহিনী
চট্টগ্রামে মাদক মামলায় পুলিশের এএসআই (সাময়িক বরখাস্ত) গোলাম মোস্তফাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার চট্টগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ওসমান গণির আদালতে আত্মসমর্পন করলে আদালত তাকে জেল হাজতে পাঠানোর আদেশ দেন। এএসআই গোলাম নোয়াখালীর চরজব্বার থানার চরহাসান সিকদার বাড়ির সাইদুর রহমানের ছেলে। চট্টগ্রাম মহানগর পুলিশের সহকারী কমিশনার কাজী শাহাবুদ্দিন আহমেদ জানান, মাদক মামলায় এএসআই গোলাম মোস্তফা আদালতে আত্মসমর্পণ করলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়।
২০২০ সালের ২১ অক্টোবর বিকেলে নগরের ওয়াসা মোড়ের হক লাইব্রেরির সামনে থেকে ২ হাজার ৮০০ পিস ইয়াবাসহ র্যাবের হাতে ধরা পড়েন রাঙ্গুনীয়া থানার কনস্টেবল মোশররফ হোসেন। পরদিন নগরের চকবাজার থানায় একটি মামলা দায়ের করে র্যাব। গত ১২ জানুয়ারি কনস্টেবল মোশাররফ হোসেন ও এএসআই গোলাম মোস্তফাকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মাঈনুর রহমান।
পুলিশের ভ্যানচাপায় অটোরিকশাচালক নিহত
বাংলা টিব্রিউন
বিভাগ: রাষ্ট্রীয় বাহিনী
ঢাকা-সিলেট মহাসড়কের বাহুবল উপজেলায় হাইওয়ে পুলিশের ভ্যানচাপায় তোফায়েল মিয়া (২২) নামে অটোরিকশার এক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিন জন। এসময় ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন স্থানীয় সিএনজি শ্রমিক ও সাধারণ মানুষ। বিক্ষোভ চলাকালে ট্রাফিক পুলিশের একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা। মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে সাড়ে ১২টার দিকে বাহুবল উপজেলার বাগান বাড়ি পয়েন্টে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত অটোরিকশা চালক তোফায়েল মিয়া হবিগঞ্জ সদর উপজেলার সুলতানশী গ্রামের ফজলু মিয়ার ছেলে।
নোয়াখালীতে সাংবাদিক বোরহান হত্যার তদন্তে পিবিআই
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
বিভাগ: গণমাধ্যম
নোয়াখালীর কোম্পানীগঞ্জে আওয়ামী লীগের সংঘর্ষে সাংবাদিক বোরহান উদ্দিন মুজাক্কির হত্যা মামলার তদন্তভার পেয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন-পিবিআই। পুলিশ সদরদপ্তর থেকে এই নির্দেশনা এসেছে বলে নোয়াখালীর পুলিশ সুপার মো. আলমগীর হোসেন জানিয়েছেন।
এসপি আলমগীর বলেন, বোরহানের বাবা নুরুল হুদা ওরফে নোয়াব আলী মাস্টারের দায়ের করা মামলাটি পিবিআইতে হস্তান্তরের জন্য পুলিশ সদরদপ্তর নির্দেশনা মঙ্গলবার বিকালে হাতে এসেছে। বুধবার সকাল নাগাদ মামলাটি পিবিআইয়ে হস্তান্তর করা হবে বলে জানান তিনি। কোম্পানীগঞ্জ থানার ওসি মীর জাহিদুল হক রনি বলেন, বোরহানের বাবা চর ফকিরা ইউনিয়নের নোয়াব আলী মাস্টার বাদী হয়ে মঙ্গলবার সকালে কোম্পানীগঞ্জ থানায় অজ্ঞাত আসামিদের নামে মামলা দায়ের করেছেন।
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন মেলেনি লোকমানের
ইনকিলাব
বিভাগ : ডিজিটাল নিরাপত্তা আইন
ডিজিটাল নিরাপত্তা আইনে দায়েরকৃত মামলায় হাকিম মো. লোকমান হোসেনের জামিন আবেদন নামঞ্জুর করেছেন হাইকোর্ট। ১৫ আগস্ট জাতীয় শোক দিবস সম্পর্কে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিরূপ মন্তব্য করেছিলেন লোকমান হোসেন। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা হয়। মামলায় তাকে গ্রেফতার করা হয়। ওই মামলায় তার পক্ষে জামিন চাওয়া হলে বিচারপতি একেএম আসাদুজ্জামান এবং বিচারপতি কাজী মো.ইজারুল হক আকন্দের ডিভিশন বেঞ্চ শুনানি শেষে আবেদন নামঞ্জুর করেন। ওই আদালতের ডেপুটি অ্যাটর্নি জেনারেল আমিনুল ইসলাম জানান, ১৫ আগস্ট জাতীয় শোক দিবস নিয়ে ফেসবুকে বিরূপ মন্তব্য করেন হাকিম মো. লোকমান হোসেন। এ ঘটনায় অগত বছর ২০ আগস্ট কুষ্টিয়া মডেল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে লোকমানের বিরুদ্ধে মামলা করেন কালাম শেখ । এ মামলায় পরদিনই লোকমানকে গ্রেফতার করে পুলিশ। এ মামলায় তিনি জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত আবেদনটি খারিজ করে দেন।
শোক দিবস নিয়ে বিরূপ মন্তব্য : জামিন মেলেনি লোকমানের
জাগো নিউজ
বিভাগ: ডিজিটাল নিরাপত্তা আইন
১৫ আগস্ট জাতীয় শোক দিবস নিয়ে ফেসবুকে বিরূপ মন্তব্য করার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে করা এক মামলায় মো. লোকমান হোসেন নামে এক ব্যক্তির জামিন মেলেনি হাইকোর্টে।
মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) হাইকোর্টের বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি কাজী মো.ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত বেঞ্চ তার জামিন আবেদনটি খারিজ করে দেন। আদেশের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আমিনুল ইসলাম। তিনি বলেন, ১৫ আগস্ট জাতীয় শোক দিবস নিয়ে ফেসবুকে বিরূপ মন্তব্য করার অভিযোগে গত বছরের ২০ আগস্ট কুষ্টিয়া মডেল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে হাকিম মো. লোকমান হোসেনের বিরুদ্ধে মামলা করেন কালাম শেখ নামে এক ব্যক্তি। মামলার পর ওই দিনই লোকমানকে গ্রেফতার করে পুলিশ। ওই মামলায় বিচারিক আদালতে জামিন না পেয়ে হাইকোর্টে আবেদন করেন লোকমান হোসেন। শুনানি শেষে হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চ আবেদনটি খারিজ করে দেন।
Limiting free speech undermines the fight against Covid-19
The Daily Star
Category: Digital Security Act
A group of citizens organised a protest at the Shaheed Minar in Dhaka on February 13, 2021 demanding the government abolish the Digital Security Act.
Activists are continuing to protest in Dhaka to demand the repeal of the Digital Security Act (DSA), a sweeping and vague law that the Bangladesh authorities are using to arrest critics, including those who speak out over the government’s handling of the Covid-19 pandemic.
Recent protests ignited when, on February 4, Ahmed Kishore, a cartoonist, and Mushtaq Ahmed, a writer, were charged under the act after being held in pre-trial detention for nine months. Shafiqul Islam Kajol, a journalist, was also charged on February 4 under the DSA for posting defamatory information about Awami League leaders. The charges against Kajol come after he was allegedly forcibly disappeared for 53 days and held in pre-trial detention for seven months.
Ahmed, Kishore, and nine others named in the complaint were charged for posting on Facebook “propaganda, false or offensive information, and information that could destroy communal harmony and create unrest.” What did they post that was so offensive? Cartoons and political commentary criticising the government’s response to the pandemic.
Review, amend DSA, stop its abuse
Say speakers at programme
The Daily Star
Category: Digital Security Act
The Digital Security Act 2018 needs to be reviewed and amended with more clarity, and abuse of this act to stifle journalists and others should be stopped, speakers at a programme in the capital said yesterday. Society for Media and Suitable Human-communication Techniques (SoMaSHTe) recommended immediate amendment of the act, especially sections 25 and 31, at a programme at The Daily Star Centre.
“DSA prevents journalists from reporting on many issues. Self-censorship is common among journalists and sections 25 and 31 of the DSA are particular barriers for the free press,” said SoMaSHTe director (programme) Mir Shahidul Alam. Journalists need to be united, and journalists’ associations need to be more united to defend their rights, he recommended.
আপনার মতামত জানানঃ