ফ্রান্সের প্রোভিন্স অঞ্চলে ৫৭ মিলিয়ন ইউরো (প্রায় ৫৮১ কোটি ৯০ লাখ টাকা) খরচ করে এক মনোরম প্রাসাদ গড়ে তুলেছিলেন ব্রিটিশ ডেভেলপার প্যাট্রিক ডাইটার। বিনা অনুমতিতে বানানোয় সেই প্রাসাদ ভেঙ্গে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে তাকে।
২০২২ সালের জুন মাসেও যদি প্রাসাদটি সরিয়ে ফেলা না হয়, তাহলে দিনপ্রতি প্রায় ৫০ হাজার ৮৩৬ টাকা জরিমানা গুনতে হবে ডাইটারকে, যা বছরপ্রতি দাঁড়াবে প্রায় ১ কোটি ৮৬ লাখ ৪০ হাজার টাকা।
এক দশকেরও বেশি সময় আগে নিজের নামে ‘সাতু ডাইটার’ প্রাসাদ গড়ে তোলেন ডাইটার। কিন্তু ফ্রান্সের সর্বোচ্চ আদালতের আপিল বিভাগ এটি সম্পর্কে সম্প্রতি তাদের চূড়ান্ত রায় জানিয়ে দিয়েছেন: প্রাসাদটি সরাতেই হবে। ৩২ হাজার স্কয়ার ফুটের ওই প্রাসাদ পুরোপুরি সরাতে মাত্র ১৮ মাস সময় পাবেন ডাইটার।
আমদানিকৃত ইতালিয়ান পাথর দিয়ে ২০০৫ থেকে শুরু করে ২০০৯ সাল পর্যন্ত এ প্রাসাদ বানাতে ওই বিপুল পরিমাণ অর্থ ডাইটার ব্যয় করেছেন বলে জানিয়েছে ডেইলি মেইল।
মোনাকোর কাছাকাছি অবস্থিত প্রাসাদটিতে রয়েছে দুটি হেলিপ্যাড, একটি সল্ট ওয়াটার সুইমিং পুল, একটি মধ্যযুগীয় ক্লইস্টার, একটি বেল টাওয়ার ও একটি গ্রিনহাউস। আরও রয়েছে ১৭ একর জায়গাজুড়ে বিভিন্ন বাগান, আঙুরক্ষেত, জলপাই উদ্যান ও লিলি পন্ড। প্যাট্রিক ডাইটার এর সেই প্রাসাদ নিয়ে এই ছবিঘর।
[soliloquy id=”5820″]
সূত্র : নিউইয়র্ক পোস্ট
আপনার মতামত জানানঃ