অস্তিত্বহীন প্রতিষ্ঠান, জালিয়াতি করে কাগজ তৈরি ও ক্ষমতার অপব্যবহার করে ঋণের নামে ন্যাশনাল ব্যাংকের ৯১০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে চারটি মামলা দায়েরের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
অস্তিত্বহীন প্রতিষ্ঠান, জালিয়াতি করে কাগজ তৈরি ও ক্ষমতার অপব্যবহার করে ঋণের নামে ন্যাশনাল ব্যাংকের ৯১০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে চারটি মামলা দায়েরের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল দুদকের মহাপরিচালক আকতার হোসেন এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, বকেয়া স্থিতিসহ বর্তমানে ১ হাজার ৪১৪ কোটি ৪৭ লাখ ৩৫ হাজার টাকা পাওনা ন্যাশনাল ব্যাংকের। মামলায় দেশ টেলিভিশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আরিফ হাসান ও ন্যাশনাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালকসহ অন্য কর্মকর্তাদের আসামি করা হয়েছে।
দুদকের পরিচালক মঞ্জুর মোর্শেদ, উপপরিচালক জিএম আহসানুল কবীর, সহকারী পরিচালক আশিকুর রহমান, উপসহকারী পরিচালক মোহাম্মদ শামীম খন্দকার এ অনুসন্ধান সম্পন্ন করেছেন।
দুদক জানিয়েছে, ব্রডওয়ে রিয়েল এস্টেট লিমিটেড, সিকদার পরিবার ও দেশ টেলিভিশনের এমডি আরিফ হাসান যোগসাজশে দেশ টেলিভিশনের কয়েকজন কর্মচারীর নামে ভুয়া তথ্য দিয়ে ব্রডওয়ে রিয়েল এস্টেট লিমিটেড নামে একটি কাগুজে ডেভেলপমেন্ট প্রতিষ্ঠান নিবন্ধিত করেন। তারা ব্যাংকিং নীতিমালা সম্পূর্ণরূপে উপেক্ষা করে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে ব্যাংকের নির্বাহী ও কিছু অসৎ কর্মকর্তার সহযোগিতায় অবৈধভাবে ৪৯০ কোটি টাকা ঋণ মঞ্জুর ও তা উত্তোলন করে ঋণের উদ্দেশ্যবহির্ভূত খাতে স্থানান্তর, রূপান্তর ও হস্তান্তরের মাধ্যমে আত্মসাৎ করেন। গত ৩০ নভেম্বর পর্যন্ত অনাদায়ে সুদ ও অন্যান্য চার্জ বাবদ প্রাপ্য ১৭৮ কোটি ৮৯ লাখ ১১ হাজার টাকা প্রতিষ্ঠানের আর্থিক ক্ষতি সাধন করেন। এ ঘটনায় ১৫ জনের নামে মামলা করা হয়।
মরিয়ম কনস্ট্রাকশন লিমিটেডের নামের জাল-জালিয়াতির মাধ্যমে পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে ন্যাশনাল ব্যাংকের গুলশান শাখা থেকে অবৈধভাবে ৩০০ কোটি টাকা ঋণ মঞ্জুর করে উত্তোলনের মাধ্যমে সুদ-আসলসহ মোট ৫৮৩ কোটি ১৩ লাখ ৩ হাজার টাকা আত্মসাৎ করা হয়। এ ঘটনায় ১২ জনের বিরুদ্ধে মামলা করা হয়।
প্রকৃতি অ্যাসোসিয়েটস লিমিটেডের নামে পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে অস্তিত্বহীন প্রতিষ্ঠানের নাম-ঠিকানা ব্যবহার করে পূর্বপরিকল্পিতভাবে মিথ্যা তথ্যসংবলিত ভুয়া কাগজপত্র তৈরি করে সঠিক মর্মে ব্যবহার করে ন্যাশনাল ব্যাংক মহাখালী শাখা থেকে ৮০ কোটি টাকা ঋণ মঞ্জুর ও বিতরণ দেখিয়ে ঋণের অর্থ স্থানান্তর, রূপান্তর ও হস্তান্তরের মাধ্যমে আত্মসাৎ করেন, যা গত ১৭ নভেম্বর পর্যন্ত অনাদায়ে সুদ বাবদ প্রাপ্য ২১ কোটি ২৪ লাখ টাকা প্রতিষ্ঠানের আর্থিক ক্ষতি সাধন করেছেন। এ ঘটনায় ১৪ জনের বিরুদ্ধে মামলা করা হয়।
দ্য ভিউ হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেডের নামে জাল-জালিয়াতির মাধ্যমে পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে ন্যাশনাল ব্যাংক পটুয়াখালীর কুয়াকাটা শাখা থেকে অবৈধভাবে ৪০ কোটি টাকা ঋণ মঞ্জুর করে উত্তোলনের মাধ্যমে সুদ ও আসলসহ মোট ৬১ কোটি ২১ লাখ ২০ হাজার টাকা আত্মসাৎ করেন। এ ঘটনায় ১১ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
আপনার মতামত জানানঃ