দুই সংবাদ উপস্থাপক যথারীতি টিভি পর্দায় হাজির। একজন ইসরাত আমিন, অন্যজন ফারাবি হাফিজ। শুরু হলো সংবাদ উপস্থাপন। প্রায় ১১ মিনিট পর তাঁরা আরেকজন উপস্থাপককে ডেকে নেন সংবাদ পরিবেশনের জন্য। এই উপস্থাপকের পরিচয় দিতে গিয়ে ইসরাত আমিন বলেন, ‘দেশে এই প্রথমবারের মতো, আমাদের মতো করে নিউজ পড়ছে একটি কৃত্রিম বুদ্ধিমত্তা। এটাই সত্যি করতে যাচ্ছে চ্যানেল টুয়েন্টি ফোর।’
তারপর ফারাবি বলেন, ‘দেশে প্রথমবারের মতো আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স “অপরাজিতা” নিউজ এবং অনুষ্ঠান নিয়ে যুক্ত হচ্ছে আমাদের সাথে। অপরাজিতা, আপনাকে স্বাগত জানাচ্ছি চ্যানেল টুয়েন্টি ফোরে। দর্শকদের জন্য কী খবর নিয়ে এসেছেন, প্রথমদিন কী থাকছে আপনার কাছে?’
এ সময় স্ক্রিনের ডানে দেখা যায় তরুণী এক সংবাদ উপস্থাককে। নেভিব্লু শার্টের ওপর ঘি রঙের ব্লেজার পরেছেন। মাথা একটুখানি হেলানো, পরিপাটি চুল, ঠোঁটে গাঢ় গোলাপী লিপস্টিক, টানা চোখ। ঠিক জলজ্যন্ত এক তরুণী। একটু থেমে তিনি বললেন, ‘ফারাবি, আপনাকে ধন্যবাদ। আপনাদের মতো করে আমিও চেষ্টা করব নিউজ পড়ার। কতটুকু সম্ভব হবে, জানি না। দর্শক, স্বাগত জানাচ্ছি, আমি অপরাজিতা। বাংলাদেশের টেলিভিশন ইন্ডাস্ট্রিতে প্রথম আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স প্রেজেন্টার হিসেবে থাকছি চ্যানেল টুয়েন্টি ফোরে।’
এরপর সংবাদ পরিবেশন করেন অপরাজিতা। একটু থেমে থেমে উচ্চারণ করেন শব্দ, যদিও মুখে অভিব্যক্তি নেই। গলায় ধাতব ভাব স্পষ্ট। প্রায় পাঁচ মিনিট সংবাদ পরিবেশন করে, প্রতিবেদকদের সঙ্গে কথা বলে, দর্শকদের ধন্যবাদ জানিয়ে বিদায় নেয় অপরাজিতা। এর মাধ্যমে বেসরকারি টেলিভিশন চ্যানেল ২৪-এর হাত ধরে বাংলাদেশে শুরু হলো এআই প্রেজেন্টার, অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন সংবাদ উপস্থাপকের যাত্রা।
কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার ছড়িয়ে পড়ছে নানা ক্ষেত্রে। মিডজার্নি ব্যবহার করে টেক্সট বা বাক্য ইনপুট দিয়ে চিত্রশিল্প তৈরির মাধ্যমে এই বিপ্লবটির কথা টের পেতে শুরু করে সবাই। তারপর চ্যাটজিপিটি রাতারাতি বিপ্লব করে ফেলে কৃত্রিম বুদ্ধিমত্তার ধারণায়। বর্তমানে হলিউডের শিল্পীরা কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে আন্দোলনও করেছেন। কারণ, বিভিন্ন চলচ্চিত্রে এর ব্যবহার শুরু হয়েছে। সাম্প্রতিক ইন্ডিয়ানা জোনস অ্যান্ড দ্য ডায়াল অব ডেসটিনি চলচ্চিত্রে মেশিন লার্নিং ও সিজিআই প্রযুক্তি ব্যবহার করে বৃদ্ধ হ্যারিসন ফোর্ডের তরুণ রূপ ফুটিয়ে তোলাও এ আলোচনায় আন্দোলন তুলেছে।
সংবাদ পরিবেশনে কৃত্রিম বুদ্ধিমত্তার যাত্রা শুরু হয়েছে গত এপ্রিলে। কুয়েত নিউজের কৃত্রিম বুদ্ধিমত্তা ‘ফেদা’ প্রথম এআই সংবাদ পরিবেশক। গত ৯ জুলাই ভারতের একটি বেসরকারি টেলিভিশন, ওড়িশা টেলিভিশন লিমিটেড (ওটিভি) লিসা নামের একটি কৃত্রিম বুদ্ধিমত্তাকে দিয়ে সংবাদ পাঠ করায়। এরপর চ্যানেল ২৪ বাংলাদেশে নিয়ে এল এআই প্রেজেন্টার অপরাজিতা।
চ্যানেল ২৪–এর নির্বাহী পরিচালক তালাত মামুন এ বিষয়ে বিজ্ঞানচিন্তাকে বলেন, ‘আমরা চেয়েছি কাজটা শুরু করে দিতে। এমনিতে এ ধরনের বিভিন্ন সফটওয়্যার ও ওয়েবকিট পাওয়া যায়। তবে সেটাকে লাইভ টেলিভিশনের উপযুক্ত করে, সব মিলিয়ে পরিবেশন করাটা বেশ চ্যালেঞ্জিং ছিল। আমরা শুধু শুরুটা করেছি, তবে এখনো আমাদের অনেক কিছু করতে হবে। তবে শুরু হিসেবে আমরা এ নিয়ে মোটামুটি পরিতৃপ্ত।’
তিনি আরও বলেন, ‘একটি সংবাদে উপস্থাপক হিসেবে অপরাজিতা সবার সামনে হাজির হয়েছে। ধীরে ধীরে বিভিন্ন অনুষ্ঠানে তার উপস্থিতি থাকবে। প্রযুক্তিভিত্তিক কন্ট্রোল এ অনুষ্ঠানেও অপরাজিতাকে দেখা যাবে। ভবিষ্যতে এ ধরনের কৃত্রিম বুদ্ধিমত্তায় তৈরি উপস্থাপকের সংখ্যা বাড়ানো হবে। তাদের উপস্থাপনার সংখ্যাও বাড়বে।’
চ্যানেল ২৪-এর জ্যেষ্ঠ নিউজ এডিটর আব্দুল কাইয়ুম বলেন, ‘কৃত্রিম বুদ্ধিমত্তার নানা ধরনের ইতিবাচক সুবিধা রয়েছে। তাই আমরাও চেয়েছি সময়ের সঙ্গে সঙ্গে প্রযুক্তিগত দিক থেকে তাল মিলিয়ে এগিয়ে চলার। সে লক্ষ্যেই আমাদের এই আয়োজন। আশা করছি দেশের ইতিহাসে এক বিল্পব ঘটাবে এআই প্রযুক্তি।’
অপরাজিতার পুরোটাই কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির সফটওয়্যারে তৈরি। তাঁর যে অবয়ব, তা শুধু পর্দাতেই দেখা যাবে। তালাত মামুন জানান, মূল সফটওয়্যারটি কিনে এনে তাঁদের চ্যানেলের তথ্যপ্রযুক্তি বিভাগ ও প্রযোজনা বিভাগ অপরাজিতাকে তৈরি করেছে। চিন্তাভাবনা অনেক দিনের। তবে গত মাস দুয়েক ধরে পরিকল্পনাটি জোরেশোরে এগিয়েছে, এরপর ১৫ দিন ধরে অপরাজিতাকে ধীরে ধীরে তৈরি করা হয়েছে। বেশ কিছু নমুনা কণ্ঠস্বর ছিল, সেখান থেকে এখন একটা বেছে নেওয়া হয়েছে। সরাসরি সম্প্রচারের বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে কাজ করা হয়েছে, সেগুলো সমাধান করা হয়েছে।
তালাত মামুন বলেন, সংবাদ উপস্থাপকদের যেভাবে কিউ দেওয়া হয়, খবর দেওয়া হয়, অপরাজিতাকেও সেভাবে সব দেওয়া হয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে সেই লেখাকে কথায় রূপান্তর করে খবর পড়েছে অপরাজিতা। সে তার সহ–উপস্থাপকের সঙ্গে কথাও বলছে।
‘এআই সংবাদ উপস্থাপকের নাম অপরাজিতা কেন?’ এ প্রশ্নের জবাবে তালাত মামুন বলেন, ‘যাতে না হারে। দেশে যেহেতু প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তার সংবাদপাঠক, তাই এমন নাম রাখা হয়েছে।’
দিন দিন অপরাজিতার প্রযুক্তিগত উন্নয়ন হতে থাকবে। পর্দায় তাঁর উপস্থিতি বাড়বে। আজ থেকে আপাতত সপ্তাহে এক দিন চ্যানেল ২৪–এর পর্দায় দেখা যাবে অপরাজিতাকে।
তবে কৃত্রিম বুদ্ধিমত্তার এমন ব্যবহার বিভিন্ন চাকরি ক্ষেত্রে কেমন প্রভাব রাখবে, সে প্রশ্নটি রয়েই যায়। হলিউডের শিল্পীদের আন্দোলনের কথা বলেছি। এ ছাড়াও গ্রাফিক ডিজাইনার ও আর্টিস্ট বা শিল্পীরা কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে প্রশ্ন তুলেছেন। এ ধরনের কনটেন্টগুলোর কপিরাইট বা স্বত্ব নিয়েও রয়েছে নানা প্রশ্ন। এসব প্রশ্নের জবাব নিয়ে আলোচনা শুরু হয়েছে বিশ্বের বিভিন্ন দেশে। যুক্তরাষ্ট্র, ইউরোপিয়ান ইউনিয়নসহ বহু দেশ এবং অঞ্চল এ নিয়ে ইতিমধ্যে সংলাপে বসেছে। সবাই বুঝতে পারছে, এআই রেগুলেশন বা কৃত্রিম বুদ্ধিমত্তার বাজারজাতকরণ ও ব্যবহারের নীতিমালা তৈরি করতে হবে।
সে যাই হোক, কৃত্রিম বুদ্ধিমত্তা যে আমাদের জীবনের অংশ হয়ে যাচ্ছে, ইতিমধ্যেই হয়ে গেছে অনেকখানি, তা নিয়ে এখন আর কোনো সংশয় নেই। সূত্র: বিজ্ঞানচিন্তা
এসডব্লিউএসএস২৩০৫
আপনার মতামত জানানঃ