মুঘল সহ বহু বিদেশী শক্তি কয়ক শত বছর ধরে ভারত শাসন করেছে। যার প্রত্যক্ষ প্রভাব পড়েছে ভারতের সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক জীবনে। দেশের ধার্মীক পরিস্থিতিও ব্যাপক ভাবে পরিবর্তিত হয়েছে। শিল্প, টেকনোলজি ও স্থাপত্যকেও সম্পূর্ণ রূপে পালটে দিয়েছে বিদেশী আক্রমনকারীরা।
তবে মুঘল সহ অন্য বিদেশী শক্তি যদি ভারত দখল করতে না পাড়ত, তাহলে কেমন হত আজকের ভারতবর্ষ। সেই দৃশ্যই কল্পনা করল কৃত্যিম বুদ্ধিমত্তা (AI)। কল্পিত এই সুন্দর ছবিগুলো আপনাকে অবাক করে দেবে। আসুন দেখে নেওয়া যাক কতটা উন্নত হতে পারত ভারত।
মন্দির
প্রাচিন ভারতের অন্যতম একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ছিল মন্দির। যার গুরুত্ব আজও কমেনি। কিন্তু মুঘল শাসনকালে ব্যাপক হারে হিন্দু মন্দির ধ্বংস করা হয়। মুঘলদের আগে দিল্লি সুলতানিও একই কাজ করে। ভারতে অনুমানিক 40 হাজার মন্দির ধ্বংস করেছিল মুঘল শক্তি। যদি তাদের শাসন প্রতিষ্ঠিত না হত তাহলে আজ ভারতের বহু প্রাচিন মন্দির টিকে থাকত ও আমাদের অবাক করত।
শহর
মুঘল ও দিল্লি সুলতানির সময় বহু ভারতীয় শহরের পতন ঘটে। সাধারণ মানুষকে হত্যা করা হয়। শহরগুলির পরিকাঠামো সম্পূর্ণ ভাবে ভেঙে ফেলে তাকে নতুন রুপ দেওয়ার চেষ্টা করা হয়।
যার থেকে জন্ম নেয় ইন্দ-ইসালামীয় শিল্প রীতির। বাংলার গৌড়, মধ্য ভারতের কনৌজ এবং বর্তমান পাকিস্তানের লাহোর সহ একাধিক গুরুত্বপূর্ণ শহর এই আক্রমনগুলির শিকার হয়। যার ফলে দেশের পরিকাঠামোর বহু শতাব্দি পিছিয়ে যায়।
বিশ্ববিদ্যালয়
দিল্লি সুলতানির আক্রমনকালে ভারতে নালন্দা ও বিক্রমশীলার মত একাধিক বৃহৎ শিক্ষা প্রতিষ্ঠানের অস্তিত্ব ছিল। যেখানে কোনও খরচ ছাড়াই শিক্ষা দেওয়া হত। এই বিশ্ববিদ্যালয়গুলির খরচ দিত স্থানিয় রাজারা। এদের শিক্ষার মান এতটাই উন্নত ছিল যে সারা বিশ্ব থেকে শিক্ষার্থীরা এখানে আসতেন।
কিন্তু বিদেশী আক্রমনকালে এই শিক্ষাকেন্দ্রগুলি ধ্বংস হওয়ায় দেশের শিক্ষা ব্যবস্থার ব্যাপক ক্ষতি হয়। যদি ভারত কখনও পরাধীন না হত, তাহলে আজও এই বিশ্ববিদ্যালয়গুলি টিকে থাকত।
গঙ্গা অববাহিকা
পরবর্তি বৈদিক যুগ থেকেই ভারতীয় উপমহাদেশে গঙ্গা নদী ও তার অববাহিকার গুরুত্ব বৃদ্ধি পায়। বড় বড় শহর ও যোগাযোগ ব্যবস্থা গড়ে ওঠে। নদী ভিত্তিক বাণিজ্যেরও ব্যাপক উন্নতি হয়।
কিন্তু মুঘল ও দিল্লি সুলতানি আক্রমনে এই অঞ্চলটি সম্পূর্ণ রূপে পালটে যায়। ফলে যদি কোনও কারণে মুঘল ও দিল্লি সুলতানির শাসন না প্রতিষ্ঠিত হত, তাহলে অঞ্চলটি আজ থেকে অনেক অন্য রকম দেখতে হত বলে মনে করা হয়।
অর্থনীতি
ভারতে বহু বিদেশী শক্তি আক্রমন করেছে। সুলতাম মাহমুদের ১৭ বার ভারত আক্রমন থেকে শুরু করে ব্রিটিশ সাম্রাজ্যের শাসন। যার কোনটাই ভারতের অর্থনীতির জন্য ভালো হয়নি। ব্যপক লুঠ ও বহু মানুষের মৃত্যু দেশের অর্থনীতিকে বহু বার ধ্বংস করেছে। যদি এই আক্রমন না হত দেশের অর্থনীতি অনেক বড় হত বলে বিশেষঞ্জদের এক অংশ মনে করেন।
এসডব্লিউএসএস১৩২৫
আপনার মতামত জানানঃ