বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) কর্মকর্তারা সরকারের নতুন সময়সূচি অনুযায়ী সকাল ৮টায় অফিসে আসেন না। এ দৃশ্য সরাসরি সম্প্রচার (লাইভ) করা হচ্ছিল বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন নিউজে। এতে ক্ষিপ্ত হয়ে এটিএন নিউজের সাংবাদিকদের ওপর হামলা চালানো হয়েছে। ভেঙে ফেলা হয়েছে ক্যামেরা ও বুম।ক্যামেরা ভেঙে ফেলার কারণে এটিএন নিউজের লাইভ বন্ধ হয়ে যায়।
সোমবার (৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টায় বিএমডিএ কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় একজনকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলার প্রতিবাদে বিএমডিএ কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন সাংবাদিকরা।
ভুক্তভোগী সাংবাদিক বুলবুল হাবিব বলেন, অফিসের অ্যাসাইনমেন্ট ছিল। তারা বিএমডিএ থেকে লাইভে দেখাচ্ছিলেন যে সরকারের নির্দেশনা অনুযায়ী সকাল আটটায় অফিসে আসেন না কর্মকর্তারা। সকাল ৮টা ২০ মিনিটে লাইভ চলাকালে আসেন সংস্থাটির নির্বাহী পরিচালক আবদুর রশীদ। তিনি (রশীদ) বলেন, কার অনুমতি নিয়ে ভিডিও করা হচ্ছে? তিনি এ সময় তাদের সঙ্গে দুর্ব্যবহার করে নিজের কার্যালয়ে যান। কিছুক্ষণের মধ্যে বেশ কয়েকজন কর্মচারীকে নিচে পাঠিয়ে তাদের ওপর হামলা চালানো হয়। লাইভ চলাকালে তাকে (বুলবুলকে) ও তার সহকর্মী রুবেলকে মারধর করা হয়। ক্যামেরা ও বুম কেড়ে নিয়ে ভেঙে ফেলা হয়।
বুলবুল হাবিব বলেন, ‘তাদের হামলায় ক্যামেরাম্যান রুবেল গুরুতর আহত হয়েছে। রুবেলের শরীরে শক্ত কোনও কিছু দিয়ে জোরে আঘাত করেছেন তারা। বর্তমানে তার অবস্থা গুরুতর। তিনি রামেক হাসপাতালের ৩৩ নম্বর ওয়ার্ডে ভর্তি আছেন। এ ঘটনায় থানায় একটি অভিযোগ করা হবে।’
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক এনামুল হক বলেন, রুবেলের কানের পর্দা খানিকটা ফেটে গেছে। আমরা প্রাথমিক চিকিৎসা দিয়েছি।
পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে আমাদের সহকর্মীদের ওপর হামলা চালানো হয়েছে। এটি বিচ্ছিন্ন কোনও ঘটনা নয়। বিএমডিএর নানা অনিয়ম-দুর্নীতির সংবাদ প্রকাশ হওয়ায় পরিকল্পিতভাবে আমার সহকর্মীদের ওপর এই হামলা চালানো হয়েছে।
এদিকে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে দুই সাংবাদিকের ওপর হামলার ঘটনায় রাজশাহীতে কর্মরত সাংবাদিকরা বিএমডিএ কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন।
রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মেহেদী হাসান শ্যামল বলেন, ‘পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে আমাদের সহকর্মীদের ওপর হামলা চালানো হয়েছে। এটি বিচ্ছিন্ন কোনও ঘটনা নয়। বিএমডিএর নানা অনিয়ম-দুর্নীতির সংবাদ প্রকাশ হওয়ায় পরিকল্পিতভাবে আমার সহকর্মীদের ওপর এই হামলা চালানো হয়েছে। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সেই সঙ্গে হামলায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।’
রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) সভাপতি রফিকুল ইসলাম বলেন, ‘আমার সহকর্মীদের ওপর হামলা চালিয়ে বিএমডিএ কর্মকর্তা-কর্মচারীরা গণমাধ্যমের স্বাধীনতাকে পুরোপুরি হরণ করেছেন। পেশাগত দায়িত্ব পালনে তারা শুধু বাধাই দেননি, হামলা চালিয়ে বিএমডিএ কার্যালয়ের সামনে থেকে বের করে দেওয়ার চেষ্টা করেছেন। তাদের গালাগালিও করেছেন। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অনতিবিলম্বে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। অন্যথায় বিএমডিএর বিরুদ্ধে কঠোর আন্দোলন কর্মসূচি গ্রহণ করা হবে।’
এসডব্লিউ/এমএন/কেএইচ/১৩৫০
আপনার মতামত জানানঃ