মেক্সিকোয় উৎপাদিত সিনথ্যাটিক ড্রাগের বড় বাজার যুক্তরাষ্ট্র৷ ২০২১ সালে অপিওয়েড সেবনে দেশটিতে লাখের বেশি মানুষের মৃত্যু হয়েছে৷ মানুয়েল লোপেজ ওবরাডোর এবং জো বাইডেন দুইজনই সিনথেটিক ড্রাগের বিরুদ্ধে লড়াই জোরদার ও অব্যাহত রাখার বিষয়ে একমত হয়েছেন৷
অন্যদিকে মেক্সিকো নিজেও এখন লাতিন অ্যামেরিকায় মাদকের ট্রানজিট বা উৎপাদক দেশে সীমাবদ্ধ নেই৷ সেখানেও ক্রমশ মাদকের ব্যবহার ও বেচাকেনা বেড়ে চলেছে৷ যার প্রমাণ মেলে হাসপাতালের রোগীদের তথ্যে৷ ২০১৩ থেকে ২০২০ সালে সিনথেটিক ড্রাগের কারণে চিকিৎসা নেয়া ব্যক্তির সংখ্যা দেশটিতে চারগুণের বেশি বেড়েছে৷
লাতিন অ্যামেরিকার মাদক চোরাকারবারি গোষ্ঠীগুলোর কাছে এখন কোকেন, গাঁজার চেয়ে সিনথেটিক মাদক বেশি আয়ের উৎস৷ এইসব মাদক সেবনে মেক্সিকোসহ বিভিন্ন দেশের মৃত্যুর সংখ্যাও বাড়ছে৷
এক কিলোগ্রাম ফেন্টানিল তৈরিতে মাত্র দুই ঘণ্টা সময় লাগে৷ মেক্সিকোতে যার গড়পতা দাম পাঁচ হাজার ডলার৷ আর মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে তা বিক্রি হয় দুই লাখ ডলারে৷
কারফেন্টানিল শক্তিশালী সিনথেটিক অপিওড ফেন্টানিল থেকে তৈরি হয়। সাধারণত হাতির মতো বৃহৎ বন্যপ্রাণী অচেতন করতে এই রাসায়নিক ব্যবহার করা হয়। এজন্য মাত্র দুই মিলিগ্রাম মাত্রা প্রয়োগ করলেই চলে, যা একজন মানুষের মৃত্যুর জন্য যথেষ্ট। হেরোইনের সঙ্গে তুলনা করলে ফেন্টানিল ৫০ গুণ আর মরফিনের তুলনায় শতগুণ বেশি শক্তিশালী। সাম্প্রতিক সময়ে মেক্সিকোর মাদক চোরাকারবারীদের জন্য আয়ের বড় উৎস হয়ে উঠেছে এই সিনথেটিক ড্রাগ।
প্রচলিত মাদকের চেয়ে এটি উৎপাদনে খরচ কম পড়ে। মেক্সিকোর স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, দেশটির কুখ্যাত মাদক চোরকারবারি গোষ্ঠী সিনালোয়া কোকেন, গাঁজা বা অন্য যেকোনো মাদকের চেয়ে এখন ফেন্টানিল থেকে বেশি আয় করে। জুলাইতে মেক্সিকোর সেনারা দেশটির কুলিয়াকান শহর থেকে ৫৪৩ কিলোগ্রাম ফেন্টানিল জব্দ করে। এটি এই মাদকের জব্দকৃত সবচেয়ে বড় চালান বলে অভিযান শেষে সরকার থেকে বলা হয়।
এর আগে মে মাসে সরকারের পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনে এই মাদকের দ্রুত বিস্তারের কারণ তুলে ধরা হয়েছিল। জননিরাপত্তা বিষয়ক কর্মকর্তা রিকার্ডো মেহিয়া সে সময় গণমাধ্যমকে জানান, এক কিলোগ্রাম ফেন্টানিল তৈরিতে মাত্র দুই ঘণ্টা সময় লাগে। মেক্সিকোতে যার গড়পড়তা দাম পাঁচ হাজার ডলার। আর মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে তা বিক্রি হয় দুই লাখ ডলারে।
এর আগে মে মাসে সরকারের পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনে এই মাদকের দ্রুত বিস্তারের কারণ তুলে ধরা হয়েছিল৷ জননিরাপত্তা বিষয়ক কর্মকর্তা রিকার্ডো মেহিয়া সেসময় গণমাধ্যমকে জানান, এক কিলোগ্রাম ফেন্টানিল তৈরিতে মাত্র দুই ঘণ্টা সময় লাগে৷ মেক্সিকোতে যার গড়পতা দাম পাঁচ হাজার ডলার৷ আর মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে তা বিক্রি হয় দুই লাখ ডলারে৷
এসডব্লিউ/এসএস/১১৫০
আপনার মতামত জানানঃ