এস্কেটোলজি হলো ধর্মতত্ত্বের এমন একটি অংশ যেখানে বিশ্বজগতের শেষ সময়ের (End of the World) রাজনৈতিক, অর্থনৈতিক ও ধর্মীয়সহ সব বিষয় নিয়ে আলোচনা করা হয়। এস্কেটোলজি শব্দটি গ্রিক শব্দ ‘এস্কেটোস’ থেকে এসেছে যার অর্থ ‘শেষ’ এবং ‘লজি’ শব্দের অর্থ ‘অধ্যয়ন’। ১৮৪৪ সালের দিকে ইংরেজিতে প্রথম এই শব্দটি ব্যবহার হয়েছিল। The Oxford English Dictionary এস্কেটোলজির সংজ্ঞা এভাবে দিয়েছে-
“ধর্মতত্ত্বের সেই অংশ যা মৃত্যু, বিচার এবং আত্মার ও মানবজাতি চূড়ান্ত নিয়তির সাথে সম্পর্কিত।”
ইহুদি এস্কেটোলজিতে মূলত পৃথিবীর শেষ দিনগুলোর ঘটনাসমূহ নিয়ে বিভিন্ন ইহুদি নবি ও পন্ডিতদের ভবিষ্যদ্বাণী ও তত্ত্ব সম্পর্কে আলোচনা করা হয়। এর আলোচিত নানা বিষয়ের মাঝে রয়েছে নির্বাসিত ইহুদিদের পুনরায় ইসরাইলের ভূমিতে আগমন, একজন ইহুদি মেসিয়াহর আগমন, মৃত্যু পরবর্তী জীবন, পুনরুত্থান ও হারানো যাদিকিমের (Tzadikim) পুনঃআবির্ভাব ইত্যাদি। জুদাইজমে পৃথিবীর ধ্বংসের পূর্ব সময় বা শেষ সময়কে ‘আহারিত হা-ইয়ামিম’ হিসেবে আখ্যায়িত করা হয়েছে। শব্দটি হিব্রু বাইবেলের (Numbers 24:14) অংশ থেকে নেওয়া হয়েছে। এছাড়াও আহারিত হা-ইয়ামিমের কথা হিব্রু বাইবেল তথা তানাখে একাধিকবার উল্লেখিত রয়েছে। মূলত এই শব্দটি দ্বারা মেসিয়ানিক যুগকে বোঝানো হয়।
জুদাইজমে পৃথিবীর শেষ দিনগুলো এবং সেই সংক্রান্ত ঘটনাসমূহের ওপর বিশ্বাসের মূল ভিত্তি হলো তানাখ বা হিব্রু বাইবেল। ইহুদি এস্কেটোলজির মূলে রয়েছে হিব্রুদের নির্বাসন-পূর্ববর্তী নবিগণ যেমন : ইয়েসাইয়াহু ও ইয়ারমেইয়াহু, এবং নির্বাসিত নবিগণ যেমন : ইয়েহেজকিয়েল ও দ্বিতীয় ইয়েসাইয়াহুর ঘটনা ও বাণীসমূহ।
ইহুদি এস্কেটোলজির মূল বিশ্বাসগুলো হলো :
১. ইয়াহওয়েহ (ঈশ্বর) ইহুদিদের আবারো মুক্ত করবেন; যেমনভাবে তিনি তাদের ব্যাবিলনীয় নির্বাসন থেকে মুক্ত করেছিলেন।
২. ইয়াহওয়েহ আবারো ইহুদিদের ইসরাইলের পবিত্র ভূমিতে ফিরিয়ে আনবেন।
৩. গৌগ মাগৌগের মহাযুদ্ধ।
৪. ইয়াহওয়েহ আবারো ডেভিডের বংশধরদের ওপর কর্তৃত্ব দান করবেন এবং জেরুজালেমের টেম্পল পুনরুদ্ধার করবেন।
৫. ইয়াহওয়েহ ডেভিডের বংশ থেকে ইহুদি জাতি ও বিশ্বকে নেতৃত্ব দিয়ে ন্যায় ও শান্তির দিকে পরিচালনা করার জন্য একজন শাসক (Jewish Messiah) প্রেরণ করবেন।
৬. সমগ্র বিশ্ব বুঝতে পারবে ইসরাইলের ইয়াহওয়েহই একমাত্র সত্য ঈশ্বর।
৭. পৃথিবী ও বিশ্বজগতের সমাপ্তি ঘটবে।
৮. ইয়াওয়েহ মৃতদের পুনরুজ্জীবিত করবেন।
৯. ইয়াহওয়েহ একটি নতুন পৃথিবী ও স্বর্গ সৃষ্টি করবেন।
এগুলো সম্পর্কে হিব্রু বাইবেলের Book of Isaiah, Book of Jeremiah এবং Book of Ezekiel অংশে বিস্তারিত আলোচনা রয়েছে।
বর্তমান বিশ্বের পরিস্থিতিগুলো পর্যবেক্ষণ করলে খুব সহজেই ইহুদি এস্কেটোলজির এই বিশ্বাসগুলোর সাথে বর্তমান প্রেক্ষাপটের মিল পাওয়া যায়। দীর্ঘ দুই হাজার বছর পর ইহুদিরা নির্বাসন থেকে মুক্তি পেয়ে প্যালেস্টাইনের ভূমিতে রাষ্ট্র প্রতিষ্ঠা করেছে। বর্তমানে তারা মেসিয়াহর আগমন এবং পুনরুত্থানের অপেক্ষা করছে।
তথ্যসূত্র :
জুদাইজম – মাশরুর ইশরাক
jstor.org
আপনার মতামত জানানঃ