বিগত কয়েকবছরের এক চাঞ্চল্যকর পরিসংখ্যান এবার সামনে এসেছে। মূলত, বর্তমানে ভারতীয় নাগরিকত্ব ত্যাগ করার প্রবণতা দিন দিন বাড়ছে।
শুধু তাই নয়, শুধুমাত্র ২০২১ সালেই ১ লক্ষ ৬৩ হাজারেরও বেশি ভারতীয় তাদের নাগরিকত্ব ছেড়ে বিদেশে বসতি স্থাপন করেছেন। এমনকি, গত সাত বছরে ভারতীয় নাগরিকত্ব ত্যাগের পরিপ্রেক্ষিতে এটাই সবচেয়ে বড় সংখ্যা।
গত তিনবছর মিলে এই সংখ্যা ৩ লাখ ৯২ হাজারেরও বেশি। এরমধ্যে প্রায় ১ লাখ ৭০ হাজার মানুষ আমেরিকার নাগরিকত্ব গ্রহণ করেছেন। এর মধ্যে ৪৮ ব্যক্তি ভারতের নাগরিকত্ব বাতিল করে নিয়েছেন। পাকিস্তানের নাগরিকত্ব মঙ্গলবার দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্র রাষ্ট্রমন্ত্রী নিত্যানন্দ রাই এ তথ্য জানান।
এরমধ্যে বেশিরভাগই ব্যক্তিগত কারণ দেখিয়ে নাগরিকত্ব ছেড়েছেন। বিশ্বের ১২০টি দেশে নাগরিকত্ব গ্রহণ করেছেন তারা।
একটি প্রশ্নের লিখিত জবাবে কেন্দ্রীয় মন্ত্রী জানান, ২০১৯, ২০২০ ও ২০২১ সালে মোট ৩ লাখ ৯২ হাজার ৬৪৩ জন ভারতীয় নাগরকিত্ব ত্যাগ করেছেন।
২০১৯ সালে ১.৪৪ লক্ষ ভারতীয় নাগরিকত্ব ছেড়েছেন। তথ্য বলছে, ২০২০ সালে সেই সংখ্যাটা কিছুটা কমে। ২০২০ সালে ৮৫ হাজার ২৫৬ জন দেশের নাগরিকত্ব ত্যাগ করে বিদেশে বসবাস শুরু করেন। এর অন্যতম কারণ হল, করোনা অতিমারির কারণে বিমান পরিষেবা ও আন্তর্জাতিক সীমানা বন্ধ থাকা।
মূলত, বিএসপি সাংসদ হাজি ফজলুর রহমান সংসদে প্রশ্ন তোলেন এই বিষয়ে। তার জবাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই জানান, কেন্দ্রীয় বিদেশ মন্ত্রকের তথ্য অনুযায়ী ব্যক্তিগত কারণে এত সংখ্যক ভারতীয় নাগরিকত্ব ছেড়েছেন।
এরমধ্যে ১ লাখ ৭০ হাজার ৭৯৫ জন মার্কিন নাগরিকত্ব গ্রহণ করেছেন, ৬৪ হাজার ৭১ জন কানাডার নাগরিকত্ব নিয়েছেন।
এছাড়া, অস্ট্রেলিয়ার নাগরিকত্ব নিয়েছেন ৫৮ হাজার ৩৯১ জন, যুক্তরাজ্যের ৩৫ হাজার ৪৩৫ জন, ইতালির নাগরিকত্ব নিয়েছেন ১২ হাজার ১৩১ জন, নিউজিল্যান্ডের নাগরিকত্ব নিয়েছেন ৮ হাজার ৮৮২ জন, সিঙ্গাপুরের নাগরিকত্ব নিয়েছেন ৭ হাজার ৪৬ জন, জার্মানির নাগরিকত্ব নিয়েছেন ৬ হাজার ৬৯০ জন, ৩ হাজার ৭৫৪ জন নিয়েছেন সুইডেনের নাগরিকত্ব।
অন্যদিকে, ৪৮ ব্যক্তি ভারতের নাগরিকত্ব বাতিল করে নিয়েছেন পাকিস্তানের নাগরিকত্ব।
ভারতীয়রা কেন নাগরিকত্ব ছেড়ে দেওয়ার কারণ অনুসন্ধান করে জানা যায়, ভারতীয়রা নানান দেশের পাসপোর্ট ব্যবহার করে সুবিধা পাওয়ার জন্য এটি করে থাকে।
এছাড়া পাসপোর্ট সূচকের রাঙ্কিং যত বেশী হবে, তারা ভিসা বিহীন অনেক দেশে যাওয়ার সুযোগ পাবেন। ব্যবসায়ীদের ক্ষেত্রে এটা বেশী লাভজনক কারণ অভিভাসন প্রকিয়ায় আমলাতান্ত্রিক বিলম্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
জেনে নেওয়া যাক এখনও পর্যন্ত কতজন ভারতীয় নাগরিকত্ব বর্জন করেছেন। এই প্রসঙ্গে সংসদের বিভিন্ন অধিবেশনে সরকারের উপস্থাপিত তথ্য অনুসারে জানা গিয়েছে যে, ২০১৫ থেকে ২০২১ সাল পর্যন্ত মোট ৯ লক্ষ ৩২ হাজার ২৭৬ জন ভারতীয় নাগরিকত্ব ছেড়ে দিয়েছেন।
পাশাপাশি, ২০২১-এর ৯ ফেব্রুয়ারি কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই লোকসভায় জানিয়েছিলেন যে, ২০১৫ সালে ১ লক্ষ ৪১ হাজার ৬৫৬ জন ভারতীয় নাগরিকত্ব বর্জন করেন। একইভাবে, ২০১৬ সালে ১ লক্ষ ৪৪ হাজার ৯৪২ জন, ২০১৭ সালে ১ লক্ষ ২৭ হাজার ৯০৫ জন এবং ২০১৮ সালে ১ লক্ষ ২৫ হাজার ১৩০ জন ভারতীয় নাগরিকত্ব ছেড়েছিলেন। যদিও, এই বিষয়ে সরকারের বক্তব্য, মূলত ব্যক্তিগত কারণেই ভারতীয় নাগরিকত্ব ত্যাগ করছেন অধিকাংশজন।
এসডব্লিউ/এসএস/১৫৫৮
আপনার মতামত জানানঃ