সোমবার ইরানের খ্যাতিমান নির্মাতা জাফর পানাহি গ্রেপ্তার হয়েছেন। তেহরান থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এমন খবরই দিলো সাপ্তাহিক মার্কিন বিনোদন ম্যাগাজিন ভ্যারাইটির অনলাইন ভার্সন।
তারা জানিয়েছে, ইরানের নিরাপত্তা বাহিনীর দমনপীড়ন নিয়ে প্রতিবাদ মুখর থাকায় দুই সহ নির্মাতা চলতি সপ্তাহেই গ্রেপ্তার হয়েছেন। তাদের নিয়ে সোচ্চার ছিলেন পানাহি। তারই প্রেক্ষিতে সোমবার ‘দ্য মিরর’ খ্যাত এই নির্মাতাকেও গ্রেপ্তার করা হলো।
পানাহির স্ত্রী বিবিসিকে জানান, জাফর পানাহিকে গার্ডরা জানিয়েছিল, তাকে বেশ দীর্ঘসময় জেল খাটতে হবে। তিনি বলেন, তাকে এভাবে আটক করা মূলত বেআইনিভাবে গুম করার শামিল।
তিনি বলেন, নাগরিক হিসেবে জাফরের কিছু অধিকার আছে। এভাবে কাউকে আটক করা যায় না। আটক করতে হলে, তাকে ডাকতে হয়। কেউ একজন জেলের বাইরে প্রতিবাদ করছে, প্রশ্ন করছে; তাকে আটক করাটা আসলে গুম করা, গ্রেপ্তার করা নয়।
সূত্র মতে, রাসউলফ, যিনি তার চলচ্চিত্রের জন্য ২০২০ সালে গোল্ডেন বিয়ার জিতেছিলেন, গত সপ্তাহে তার সহকর্মী মোস্তফা আল-আহামাদের সাথে গ্রেপ্তার করে ইরানের নিরাপত্তা বাহিনী।
ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় খুজেস্তান প্রদেশে ২৩ মে আবাদান শহরের একটি ১০ তলা মেট্রোপল কমপ্লেক্সের মারাত্মক ধসে ৪৩ জন নিহত হয়। এর ফলে বিক্ষুব্ধ বিক্ষোভের জন্ম দেহ এবং কর্মকর্তাদের বিরুদ্ধে বিচার ও শাস্তির আহ্বান জানানক হয় বিভিন্ন সচেতন মহল থেকে।
এদিকে, সাধারণ জনগণের বিক্ষোভে নিরাপত্তা বাহিনী দমনপীড়ন চালায়। এর বিরুদ্ধে সোচ্চার ছিলেন আল আহমেদ ও রাসুলফ। ‘পুট ইওর গান ডাউন’ হ্যাশট্যাগে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেওয়ার পর তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে ইরানের বার্তাসংস্থা ইরনা।
তাদের মামলার ব্যাপারে খোঁজ নিতে আইনজীবীর কাছে গিয়েছিলেন পানাহি। সেখানেই তাকে গ্রেপ্তার করা হয়।
ইরানের কট্টর ইসলামিক সরকারের সমালোচনার দায়ে এরআগেও একাধিকবার গ্রেপ্তার হয়েছেন গোল্ডেন বিয়ারজয়ী জাফর পানাহি। সিনেমা নির্মাণ ও চিত্রনাট্য লেখার পাশাপাশি তার দেশত্যাগেও নিষেধাজ্ঞা রয়েছে।
ইরানের প্রভাবশালী চলচ্চিত্রকারদের মধ্যে অন্যতম জাফর পানাহি। দেশটিতে নিউ ওয়েভ ফিল্ম মুভমেন্ট বা চলচ্চিত্রে পরিবর্তনের যে আন্দোলন, তার অত্যতম অগ্রনায়ক তিনি।
পানাহি একটি গোল্ডেন বিয়ার জিতেছে, বার্লিন ফিল্ম ফেস্টিভ্যালে শীর্ষ পুরস্কার- ২০১৫ সালে তার ফিল্ম ট্যাক্সির জন্য এবং ২০১৮ সালে কানে থ্রি ফেসেসের জন্য সেরা চিত্রনাট্য জিতেছিল।
‘দ্য সার্কেল’, ‘অফসাইড’, ‘ট্যাক্সি’র মতো ছবি তৈরি করে বিশ্ব জুড়ে পরিচিতি পেয়েছেন ইরানের অন্যতম সেরা চলচ্চিত্রকার পানাহি।
সরকারের সমালোচক হিসেবে পরিচিত পানাহি এক প্রতিবাদে অংশ নেওয়ার কারণে ২০১০ সালে গ্রেপ্তার হন। তখন তার ছয় বছরের জেল হয়। সিনেমা তৈরি ও চিত্রনাট্য লেখার পাশাপাশি পানাহির দেশত্যাগের ওপরও নিষেধাজ্ঞা রয়েছে।
এক সপ্তাহের মধ্যে তিন চলচ্চিত্র পরিচালকের গ্রেপ্তার হওয়ার বিষয়টিকে নজরবিহীন ঘটনা বলে মনে করছে বিশ্ব চলচ্চিত্র পরিচালক সমাজ। তারা বিভিন্ন মাধ্যমে এ বিষয়ে প্রতিবাদ জানাচ্ছেন। কান চলচ্চিত্র উৎসব কর্তৃপক্ষ এক বিবৃতিতে তিন নির্মাতার মুক্তির দাবি তুলেছে।
এসডব্লিউ/এসএস/১৩০০
আপনার মতামত জানানঃ