বসনিয়া হার্জেগোভিনার স্রেব্রেনিৎসায় মুসলমানদের ওপর বর্বর সার্ব বাহিনীর ভয়াবহ গণহত্যার ২৭তম বার্ষিকী পালিত হয়েছে। গতকাল (সোমবার) এ উপলক্ষে স্রেব্রেনিৎসার পোটোচারি কবরস্থানে আয়োজিত এক অনুষ্ঠানে দেশটির রাজনৈতিক, সামাজিক, ধর্মীয় ও সামরিক ব্যক্তিত্ব, বিদেশি কূটনীতিকবৃন্দ, নিহতদের পরিবারবর্গসহ সর্বস্তরের হাজার হাজার মানুষ উপস্থিত ছিলেন।
পোতোচারিতে অনুষ্ঠিত স্রেব্রেনিৎসা গণহত্যার ২৭ বছর পূর্তির অনুষ্ঠানে ওলোঙ্গ্রেন বলেন, ‘‘সেদিন স্রেব্রেনিৎসার মানুষদের রক্ষায় পর্যাপ্ত ব্যবস্থা নিতে আন্তর্জাতিক সম্প্রদায় ব্যর্থ হয়েছে। ব্যর্থ হবার মতো পরিস্থিতি তৈরিতে ডাচ সরকারেরও দায় ছিল। আমরা সে কারণে গভীরভাবে দুঃখ প্রকাশ করছি।”
১৯৯৫ সালের ১১ জুলাই বসনিয়ান সার্ব বাহিনী আট হাজার বসনিয়াক মুসলিম পুরুষ ও বালককে নির্মমভাবে হত্যা করে। সেই গণহত্যার সময় ডাচ শান্তিরক্ষীদের প্রশ্নবিদ্ধ ভূমিকার জন্য এই প্রথম নেদারল্যান্ডস সরকারের পক্ষ থেকে তাদের প্রতিরক্ষামন্ত্রী নিহতদের স্বজনদের কাছে ক্ষমা চাইলেন।
স্রেব্রেনিৎসা হত্যাকাণ্ডকে ‘গণহত্যা’ আখ্যায়িত করে এর জন্য মূলত সাবেক যুগোস্লাভিয়াকে দায়ী করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। নারকীয় সেই ঘটনায় নিজেদের দায় স্বীকার করে নিহতদের স্বজনদের ক্ষতিপূরণ দিয়েছে ডাচ সরকার।
সোমবার ডাচ প্রতিরক্ষামন্ত্রী ওলোঙ্গ্রেন স্রেব্রেনিৎসায় নিহতদের স্বজনদের উদ্দেশ্যে আরো বলেন, ‘‘আপনাদের যে কষ্ট তা লাঘব করা আমাদের পক্ষে সম্ভব নয়, এখন আমরা শুধু ইতিহাসকে সোজা চোখে দেখতে পারি।”
স্রেব্রেনিৎসায় যা ঘটেছিল
স্রেব্রেনিৎসা গণহত্যা ঘটেছিল ১৯৯৫ সালের জুলাই মাসে; বলকান গৃহযুদ্ধের সময়। বসনিয়ার সার্ব সৈন্যরা যখন জাতিসঙ্ঘের শান্তিরক্ষী বাহিনী কর্তৃক নিরাপদ এলাকা বলে ঘোষণা করা স্রেব্রেনিৎসা শহর ও তার আশপাশের এলাকা দখল করে নিল, তখনই ঘটেছিল ভয়াবহ সেই গণহত্যা।
১৯৯৫ সালের জুলাই মাসে বসনিয়ার স্রেব্রেনিৎসা শহরে সাবেক বসনিয়ান সার্ব কমান্ডার রাতকো ম্লাদিচের নির্দেশে এই বর্বর হত্যাকাণ্ড ঘটে৷ উগ্র রাষ্ট্রপ্রধান কারাদজিচ এবং মিলোসেভিচের সবচেয়ে বড় মিত্র ছিলেন বসনিয়া যুদ্ধে বসনিয়া-সার্ব সামরিক অধিনায়ক রাতকো ম্লাদিচ। তিনি নিজে আগ্রাসনের রাজনীতিতে বিশ্বাস করতেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের মাটিতে ঘটা সবচেয়ে নৃশংস হত্যাকাণ্ড বলে পরিচিত এটি৷
১৯৯০ এর দশকের শুরুতে বলকান যুদ্ধ যখন শুরু হয়, তখন একটানা তিন বছর আট মাস ধরে বসনিয়ার সারায়েভো ছিল এক অবরুদ্ধ শহর। শহরটি ছিল প্রধানত বসনিয়াক মুসলিম অধ্যূষিত। চারপাশের পাহাড়ের আড়াল থেকে যখন সার্বিয়ান বন্দুকধারীরা গোলাগুলি শুরু করলো, শহরের মুসলিম বাসিন্দারা তখন নিজেদের শহরেই জিম্মি হয়ে পড়লেন।
সারায়েভো ধেকে ৮০ কিলোমিটার দূরের শহর স্রেব্রেনিৎসা। ওই এলাকার হাজার হাজার বেসামরিক লোকের সাথে মুসলিম যোদ্ধারাও ছিল। আর ওই এলাকাটি ঘিরে ছিল বসনিয়ান সার্ব বাহিনী; যাদের নেতৃত্বে ছিলেন জেনারেল রাতকো ম্লাদিচ।
সার্ব বাহিনীর সাথে অস্ত্রের শক্তিতে সেখানকার ডাচ শান্তিরক্ষীদের কোনভাবেই পেরে ওঠা সম্ভব ছিল না। জুলাই মাসের প্রথম দিকে ডাচ সৈন্যদেরকে তাদের নিয়ন্ত্রিত একটা ফাঁড়ি থেকে পিছিয়ে আসতে হয়। এর ফলে মুসলিম যোদ্ধারা শান্তিরক্ষীদের ওপর ক্ষিপ্ত হয়ে তাদের ওপর গ্রেনেড ছোঁড়ে; তাতে একজন ডাচ নিহত হলো।
এর কিছু পরই ৩০ জন ডাচ শান্তিরক্ষী সার্বদের কাছে আত্মসমর্পণ করলে তাদের জিম্মি করা হয়। জুলাই মাসের ১১ তারিখে ডাচ শান্তিরক্ষীরা সার্ব অবস্থানগুলোর ওপর ব্যাপক বিমান আক্রমণ চালানোর জন্য ন্যাটোকে অনুরোধ জানায়। তবে বোমা ফেলা হয় মাত্র দু’টো। কারণ তখন সার্বরা ডাচ জিম্মিদের হত্যা করার হুমকি দেয়। এরপর আর বিমান আক্রমণ চালানো হয়নি
এর কয়েকঘন্টা পরই সার্ব বাহিনীর হাতে স্রেব্রেনিৎসার পতনের খবর বিশ্ববাসী জানতে পায়। এরপরই শুরু হয় গণহত্যা। বসনিয়ান সার্বরা মুসলিম পুরুষ ও বালকদের ধরে নিয়ে যেতে শুরু করে। মোট ৮ হাজার লোককে তারা হত্যা করেছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপে এত বড় গণহত্যা আর হয় নি। তবে বসনিয়ার যুদ্ধে ছিল আরও একটি পক্ষ, এই ত্রিমুখী লড়াইয়ে সার্বিয়ান এবং মুসলিমরা ছাড়াও জড়িয়ে পড়েছিল ক্রোয়েশিয়ানরা।
১৯৯৫ সালে স্রেব্রেনিৎসায় আট হাজার মুসলিমকে হত্যা করা ছিল সেই যুদ্ধের সবচেয়ে নারকীয় হত্যাকান্ড। মুসলিম পুরুষ এবং বালকদের বেছে বেছে আলাদা করে হত্যা করা হয়, তারপর তাদের গণকবর দেয়া হয়।
জেনারেল রাতকো ম্লাদিচের নেতৃত্বে মুসলিমদের বিরুদ্ধে যেখানে এই অভিযান চালানো হয়, সেটি ছিল জাতিসংঘের ঘোষিত নিরাপদ অঞ্চল। সেখানে সার্বরা বেসামরিক বসনিয় পুরুষ ও কিশোরদের নারীদের থেকে আলাদা করে ফেলে। এসময় নারী ও কন্যা শিশুদের জোরপূর্বক বাসে তুলে বসনিয়-নিয়ন্ত্রণাধীন এলাকায় পাঠিয়ে দেয়া হয়।
গণ স্থানান্তরের এই সময়টা ছিল ভয়াবহ। তখন বসনিয় নারীদের বেশিরভাগ ধর্ষণ ও যৌন নিপীড়ণের শিকার হন। পেছনে রয়ে যাওয়া পুরুষ ও ছেলে শিশুদের উপর ব্রাশ ফায়ার করে তাৎক্ষণিকভাবে মেরে ফেলা হয়। অনেককে ধরে বধ্যভূমির দিকে নিয়ে যাওয়া হয়। ধারণা করা হয় সেদিন সার্বদের হাতে মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে খুন হয়েছিলেন প্রায় ৮ হাজার বসনিয় পুরুষ ও ছেলেশিশু।
১১ জুলাই, ১৯৯৫ থেকে ২২ জুলাই পর্যন্ত স্রেব্রেনিৎসায় মোট ৮,৩৭২ জনকে বসনিয়াক মুসলিমকে হত্যা করা হয়। এদের বেশিরভাগই ছিল পুরুষ ও ছেলেশিশু। সার্বদের বিরুদ্ধে ভবিষ্যতে যেন এরা লড়াই করতে না পারে সেজন্য এই কাজ করেছিলেন জেনারেল রাতকো ম্লাদিচ। এই গণহত্যার মূল লক্ষ্য ছিল স্রেব্রেনিৎসা থেকে নন-সার্ব জাতিদের পুরোপুরি বিতাড়িত করা। ফলে প্রায় ২০ হাজার বসনিয়াক মুসলিম নারী এবং কন্যা শিশুকে তাড়িয়ে দেয়া হয়। এছাড়া বহুসংখ্যক মানুষকে গ্রেফতার করা হয়। সার্ব সেনারা বসনিয়ান মুসলিম এবং ক্রোট নারীদের ধর্ষণ করার মতো ঘৃণ্য অপরাধেও লিপ্ত হয়। ম্লাদিচের নির্দেশে হাজার হাজার ক্রোট এবং মুসলিম নাগরিককে বন্দী করা হয়।
ইতিহাসের অন্যতম জঘণ্য স্রেব্রেনিৎসা গণহত্যায় ৮ হাজার মুসলিমকে নির্বিচারে হত্যা করে সার্ব বাহিনী। হত্যার পর স্রেব্রেনিৎসার নানা জায়গায় গণকবর দেয়া হয়। নিহতদের মধ্যে এখনো ১ হাজার মানুষের মরদেহ খুঁজে পাওয়া যায়নি।
এসডব্লিউ/এসএস/১৭১০
আপনার মতামত জানানঃ