চিকিৎসাবিজ্ঞানের দুর্লভ কিছু অসুখের মধ্যে অন্যতম কোটার্ড সিনড্রোম। এতটাই দুর্লভ এই সমস্যা যে বিভিন্ন বৈজ্ঞানিক জার্নালে বিশেষ বিশেষ রোগীর বর্ণনাই কেবল আমাদের তথ্যের মূল উৎস। রোগ নিয়ে বড় আকারে গবেষণার সুযোগ এখন পর্যন্ত পাওয়া যায়নি।
কিন্তু কী এই কোটার্ড সিনড্রোম? এটি মূলত মস্তিষ্কের অসুখ, যেখানে রোগীর মধ্যে ভ্রান্ত কিছু ধারণার উৎপত্তি হয়। রোগী নিজের শরীরের এক বা একাধিক অঙ্গের অস্তিত্ব অস্বীকার করতে পারেন। উদাহরণস্বরূপ, সবাই দেখতে পাচ্ছে রোগীর দু’হাতই সুস্থ-সবল, কিন্তু রোগী নিজে বলতে থাকেন তার বাম বা ডান হাত নেই। সেই হাতে কোনো অনুভূতিও পান না তিনি।
এটাই হলো কোটার্ড সিনড্রোম। চিকিৎসাবিজ্ঞানের দুর্লভ কিছু অসুখের মধ্যে ‘কোটার্ড সিনড্রোম’ একটি। নিজেকে মৃত ভাবার এক অদ্ভুত অসুখ হিসেবে এই রোগের পরিচিতিও রয়েছে বিশ্বব্যাপী। কিন্তু কী এই কোটার্ড সিনড্রোম? কিভাবে উৎপত্তি? কোটার্ড সিনড্রোম নাম কেমন করে এলো?
কোটার্ড সিনড্রোম মূলত মস্তিষ্কের অসুখ, যেখানে রোগীর মধ্যে ভ্রান্ত কিছু ধারণার উৎপত্তি হয়। রোগী নিজের শরীরের এক বা একাধিক অঙ্গের অস্তিত্ব অস্বীকার করতে পারেন। উদাহরণস্বরূপ, সবাই দেখতে পাচ্ছে রোগীর দুহাতই সুস্থ-সবল, কিন্তু রোগী নিজে বলতে থাকেন তার বাম বা ডান হাত নেই। সেই হাতে কোনো অনুভূতিও পান না তিনি।
চরম ক্ষেত্রে রোগী এমনকি নিজের অস্তিত্বই অস্বীকার করে বসতে পারেন। তার বয়ানে তিনি মৃত, এই পৃথিবীতে তার কোনো অস্তিত্ব নেই। কেউ কেউ তো মৃত মানুষের পচনশীল দেহের গন্ধ পেতে থাকেন।
কোটার্ড সিনড্রোম নিশ্চয়ই বহু আগে থেকেই ছিল, তবে বিজ্ঞানের নজরে প্রথম এর আবির্ভাব ঘটে ১৭৮৮ সালে। যুক্তরাজ্যের চিকিৎসক ড. চার্লস বনেট প্রথম এর সন্ধান পান। বনেটের কাছে এসেছিলেন এক বৃদ্ধা নারী। তিনি খাবার তৈরির সময় হঠাৎ শরীরের একপাশ অবশ হয়ে যায়। কিছুক্ষণ পর অবশভাব কেটে গেলে তিনি মেয়েদের বলেন তাকে উপযুক্ত কাপড় পরিয়ে কফিনে শুইয়ে দিতে।
প্রথমে মেয়ে আর আত্মীয়স্বজনেরা তার কথাকে সাময়িক প্রলাপ বলে উড়িয়ে দেয়। কিন্তু বৃদ্ধা দিনের পর দিন একই কথা বলতে থাকেন- তিনি মৃত, তাকে যেন কবরে রেখে আসা হয়। আত্মীয়রা শেষ পর্যন্ত তাকে ঠাণ্ডা করতে অন্ত্যেষ্টিক্রিয়ার আয়োজন করল। কিন্তু মৃত নারী সেখানেও নানা অনুযোগ করতে থাকেন, যে কাপড় পরানো হয়েছিল সেটার রঙ পছন্দ হয়নি তার।
নারী অবশেষে ঘুমিয়ে পড়লে পোশাক পাল্টে তাকে বিছানায় শুইয়ে দেয় পরিবার। এরপর ডাক্তারকে খবর দেয় তারা। বনেট কিছু পথ্য দিয়ে চিকিৎসা করার পর তার সমস্যা দূরীভূত হয়েছে বলে মনে হয়, তবে মাসখানেক পরই তা ফিরে আসে। এই ঘটনাই বনেট বর্ণনা করেছিলেন।
এই নাম ফরাসি চিকিৎসক জুলস কোটার্ডের নামানুসারে দেয়া। বনেট প্রথমে কোটার্ড সিনড্রোম শনাক্ত করলেও তিনি এর কোনো নাম দেননি। পরবর্তীতে ১৮৮০ সালে জুলস কোটার্ড যখন একই রকম রোগী পান, তিনি এর নাম দেন ‘নেতিবাচক বিশ্বাসের রোগ’ (delire de negation)। তার মৃত্যুর পর যা কোটার্ড সিনড্রোম নামে পরিচিতি পায়।
জুলস কোটার্ডের রোগী ছিলেন এক ৪৩ বছর বয়স্ক ভদ্রনারী। তিনি ডাক্তারের কাছে এসে জানান- তার মগজ, স্নায়ু, বুক, পেট কিচ্ছু নেই! কেবল পচতে থাকা দেহে চামড়া আর হাড়। নারীর দাবি ছিল- তার আত্মা, ঈশ্বর, শয়তান কিছুরই অস্তিত্ব নেই!
ঐ নারী বলেন, যেহেতু তিনি মৃত, তার খাবার খাওয়ারও দরকার নেই। তার পক্ষে স্বাভাবিক মৃত্যু দ্বিতীয়বার সম্ভব নয়, একমাত্র উপায় পুড়িয়ে ছাই করা। কেবল আগুনের মাধ্যমেই মুক্তি পেতে পারেন তিনি।
এখন অবধি মাত্র ২০০ রোগীর কোটার্ড সিনড্রোম আছে বলে শনাক্ত হয়েছে। ফলে খুব সামান্যই জানা গেছে এ নিয়ে। ধারণা করা হয়, যেকোনো বয়সেই এই রোগ হতে পারে, তবে বেশিরভাগ রোগীই পঞ্চাশোর্ধ্ব।
এই রোগীরা যে সবসময়েই নিজেদের মৃত বলে দাবি করেন তা নয়। অনেক সময় তারা অদৃশ্য কণ্ঠ শুনতে পান, যা তাদের মৃত বলে বর্ণনা করে। অনেকে একেবারেই কথাবার্তা বন্ধ করে সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে যান। কোনো কোনো ব্যক্তি খাওয়াদাওয়া ছেড়ে দেন, এমনকি ইচ্ছাকৃতভাবে নিজের ক্ষতির চেষ্টাও করেন কেউ কেউ।
বিজ্ঞানীরা জানতে পেরেছেন, মানসিক অন্যান্য কিছু রোগের বহিঃপ্রকাশ হিসেবে কোটার্ড সিনড্রোম দেখা যেতে পারে। এগুলোর মধ্যে অন্যতম স্কিৎজোফ্রেনিয়া, বাইপোলার ডিজঅর্ডার, মস্তিষ্কে টিউমার, মস্তিষ্কে রক্তপাত, উচ্চমাত্রায় শক্তিশালী মাদক সেবন ইত্যাদি।
১৯৯৬ সালে এক স্কটিশ মোটরসাইকেল দুর্ঘটনায় পড়েন। মাথায় আঘাত নিয়ে হাসপাতালে ভর্তি হতে হয় তাকে। সেরে ওঠার পর তার ধারণা হলো আসলে তিনি মারা গেছেন। এরপর তার মা ছেলেকে নিয়ে দক্ষিণ আফ্রিকায় চলে যান। সেখানে চিকিৎসকদের কাছে তিনি একই কথা বলেন, দাবি করেন- দক্ষিণ আফ্রিকার গরম আবহাওয়ায় তার বিশ্বাস জন্মেছে তিনি আসলে নরকে আছেন, কেবল নরকই এত গরম হতে পারে।
গ্রীসে ২০০৩ সালে চিকিৎসকরা এক অদ্ভুত রোগীর সন্ধান পান। রোগীর ধারণা, তার মাথার ভেতর ফাঁপা, হাড়-মগজ কিছুই নেই। আত্মহত্যার চেষ্টা করতে গেলে পরিবারের লোকেরা তাকে ধরে-বেঁধে নিয়ে আসে। প্রশ্নের উত্তরে সে জানায়- যেহেতু তার মগজ নেই, তাই বেঁচে থাকার কোনো কারণ খুঁজে পাচ্ছে না সে। সেই বছর তাকে ছেড়ে দেয়া হলেও পরের বছর আবার সে ফিরে আসে। এবার চিকিৎসা করা হলে বেশ সুস্থ হয়ে ওঠে সে।
২০০৫ সালে ইরানের একদল চিকিৎসক ৩২ বছরের এক রোগীর কথা জানান। এই ব্যক্তি হাসপাতালে এসে বলেন, তিনি শুধু মারাই যাননি, মৃত্যুর পর পরিবর্তিত হয়েছেন কুকুরে। এমনকি তার স্ত্রীও নাকি সেই দুর্ভাগ্য বরণ করেছেন। তার তিন কন্যাও মৃত, এবং প্রত্যেকে রূপান্তরিত হয়েছেন ভেড়ায়।
রোগী এটুকুতেই সীমাবদ্ধ থাকেননি। আত্মীয়স্বজনের বিরুদ্ধে বিষ দেয়ার অভিযোগ তোলেন তিনি। তবে সৃষ্টিকর্তার ইচ্ছায় তিনি মৃত হলেও তার কোনো ক্ষতি হয়নি বলে দাবি করেন। চিকিৎসকরা তাকে বৈদ্যুতিক শক চিকিৎসা দেন। অধিকাংশ সমস্যা এরপর সেরে যায়।
নিউ ইয়র্কের মনোচিকিৎসকেরা ২০০৮ সালে এক রোগীর কথা রিপোর্ট করেন। লি তার পরিবারকে অনুরোধ করছিলেন তাকে মর্গে রেখে আসতে। তারা জরুরি নাম্বারে কল দিয়ে সাহায্য চাইলে প্যারামেডিকরা হাজির হয়। নারীকে হাসপাতালে নিয়ে আসে তারা।
লি নামের সেই নারী চিকিৎসকদের জানান- তিনি মরে গেছেন, এবং তার দেহ পচতে শুরু করেছে। নাকে সেই গন্ধ পাচ্ছেন তিনি। তিনি অভিযোগ করেন- যে লোকেরা তাকে হাসপাতালে এনেছে তারা তার বাড়ি পুড়িয়ে দেয়ার ষড়যন্ত্র করছে। প্রায় এক মাস চিকিৎসার পর কিছুটা সুস্থ হন তিনি।
২০০৯ সালে ৮৮ বছর বয়স্ক এক বেলজিয়ান বৃদ্ধ হাসপাতালে আসেন। তার বিষণ্নতার সমস্যা আগে থেকেই ছিল। তিনি জানান, এই সমস্যা আরো বেড়ে গেছে, কারণ তিনি মৃত, কিন্তু কেউ তাকে কবর দিচ্ছে না!
কোটার্ড সিনড্রোমের কোনো নির্দিষ্ট চিকিৎসা নেই। যদি অন্তর্নিহিত কোনো কারণ খুঁজে পাওয়া যায়, তাহলে তার চিকিৎসা দিলে রোগী সুস্থ হতে পারেন। কিছু কিছু ক্ষেত্রে বৈদ্যুতিক শক বা ইলেক্ট্রোকনভালসিভ থেরাপি শেষ চেষ্টা হিসেবে দেওয়া হয়। তবে রোগমুক্তির কোনো নিশ্চয়তা নেই।
এসডব্লিউ/এসএস/২২৩৫
আপনার মতামত জানানঃ