ভারতের রাজস্থানের কংগ্রেস সরকারের জনস্বাস্থ্য প্রকৌশলী মন্ত্রী মহেশ জোশীর ছেলে রোহিত জোশীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছিল। বছর ২৩-এর এক তরুণী মন্ত্রীপুত্রের বিরুদ্ধে একাধিকবার ধর্ষণের অভিযোগ আনেন। বিচারের পরিবর্তে তাকেই জনসমক্ষে ‘শাস্তি’ দেওয়া হলো। গতকাল শনিবার(১১ জুন) ভারতের রাজধানী দিল্লির শাহিনবাগে এ ঘটনা ঘটেছে।
ভারতের সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, দিল্লির রাস্তায় মায়ের সঙ্গে বেরিয়েছিলেন ওই নির্যাতিতা। তার মুখে কালির মতো দেখতে রাসায়নিক ছুড়ে দেওয়া হয় বলে অভিযোগ। ঘটনায় বিধ্বস্ত ওই তরুণী এখন এমস-এর ট্রমা সেন্টারে চিকিৎসাধীন।
২৩ বছরের ওই তরুণী ধর্ষণের অভিযোগ করেছিলেন রাজস্থানের কংগ্রেস সরকারের মন্ত্রী মহেশ জোশীর ছেলে রোহিত জোশীর বিরুদ্ধে। সেই সূত্রে শুক্রবারই রোহিতকে দিল্লি পুলিশ জিজ্ঞাসাবাদ করে। তবে ধর্ষণের অভিযোগ সত্ত্বেও রোহিতকে গ্রেপ্তার করা হয়নি। কারণ, আগেই এই মামলায় রোহিতকে আগাম জামিন দিয়ে রেখেছিলেন আদালত।
বিজেপির অভিযোগ, মন্ত্রীর ছেলে হওয়ায় মামলাটি চেপে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। বিজেপির তথ্যপ্রযুক্তি সেলের প্রধান অমিত মালবীয় এ ব্যাপারে একটি টুইট করে জানতে চেয়েছেন, ‘এখন কংগ্রেসের দুই নেতা এবং নেত্রী রাহুল গান্ধী এবং প্রিয়ঙ্কা গান্ধীর দেখা নেই কেন!’
দিল্লির রাস্তায় মায়ের সঙ্গে বেরিয়েছিলেন ওই নির্যাতিতা। তার মুখে কালির মতো দেখতে রাসায়নিক ছুড়ে দেওয়া হয় বলে অভিযোগ।
বিজেপি-শাসিত রাজ্য উত্তরপ্রদেশে হওয়া একের পর এক ধর্ষণের ঘটনায় প্রিয়ঙ্কা উত্তরপ্রদেশে পৌঁছে নির্যাতিতার পরিবারের পাশে দাঁড়িয়ে বিজেপি সরকারকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেছেন বহুবার। অমিতের দাবি, এই ঘটনাটিও ধর্ষণের। আর তাতে অভিযুক্ত খোদ কংগ্রেসেরই মন্ত্রী। তবে রাহুল বা প্রিয়ঙ্কা এখন নীরব কেন?
তরুণীর মুখে কালি ছেটানোর ঘটনায় পুলিশ মামলা দায়ের করেছে।
প্রসঙ্গত, ২৩ বছরের ওই তরুণীকে গত এক বছর ধরে কংগ্রেসের মন্ত্রীপুত্র দিল্লি এবং রাজস্থানে অনেকবার ধর্ষণ করেছেন বলে অভিযোগ। পুলিশকে তিনি জানিয়েছেন, রোহিত তাকে খুনের হুমকি দিয়েছেন। ধর্ষণের অভিযোগের কথা জানাতেই রোহিত তাকে তার মন্ত্রী-বাবার ক্ষমতার কথা জানিয়ে বলেন, ‘অভিযোগ করলে নির্যাতিতাকে হয়তো আর খুঁজেই পাওয়া যাবে না’।
তরুণীর অভিযোগের ভিত্তিতে গত ৮ মে এফআইআর দায়ের করে দিল্লি পুলিশ। ওই তরুণী অভিযোগ করেন, গত বছরের ৮ জানুয়ারি থেকে চলতি বছরের ১৭ এপ্রিলের মধ্যে তাকে একাধিক বার ধর্ষণ করেছে মন্ত্রীর ছেলে। তরুণীকে বিয়ের প্রতিশ্রুতিও দিয়েছিল রোহিত।
তরুণী জানিয়েছিলেন, রোহিতের সঙ্গে তার আলাপ হয় ফেসবুকে। প্রথমবার তারা জয়পুরে দেখা করেন। এরপর ২০২১ সালের ৮ জানুয়ারি তাকে সওয়াই মাধোপুরে আসতে বলে রোহিত। সেবারই তার পানীয়তে মাদক মিশিয়ে দেয় রোহিত। পরদিন সকালে তার নগ্ন ছবি ও ভিডিও দেখানো হয়। যা দেখে চিন্তিত হয়ে পড়েন তরুণী।
একবার দিল্লিতেও তার সঙ্গে দেখা করেন রোহিত। সেবার তারা স্বামী-স্ত্রী পরিচয়ে একটি হোটেলে ওঠেন। বিয়ের প্রতিশ্রুত দেয় রোহিত। যদিও তারপর মদ খেয়ে তরুণীকে মারধর করে সে। তরুণীর অশ্লীল ভিডি তৈরি করে। তা ভাইরাল করে দেওয়ার হুমকি দেয়।
গত বছরের ১১ আগস্টে তরুণী বুঝতে পারেন তিনি গর্ভবতী হয়ে পড়েছেন। যদিও রোহিত সন্তান চায়নি। ফলে সে ভ্রুণ নষ্ট করার ওষুধ খাওয়ানোর চেষ্টা করে। তবে তরুণী তা খাননি। এরপরেই মন্ত্রীর ছেলের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করে তদন্ত নামে দিল্লি পুলিশ।
করোনা ভাইরাসের মহামারির মধ্যেও ভারতে ধর্ষণ-গণধর্ষণ একটুও কমেনি বরং কিছু কিছু ক্ষেত্রে আরও বেড়েছে। নারী নির্যাতনের দিক দিয়েও বেশ এগিয়ে ভারত। প্রতিদিন গড়ে ৭৭ জন নারী ধর্ষণ শিকার হচ্ছে। দেশটিতে প্রতিদিন গড়ে ৮০ জন খুনের শিকার হোন। গত তিন বছরে দেশটিতে শিশুদের বিরুদ্ধে অপরাধের সংখ্যার তীব্র বৃদ্ধি ঘটেছে। গত মঙ্গলবার ভারতের ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর (এনসিবি) প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
রিপোর্ট অনুসারে, দিল্লিতে ২০২০-তে অপহরণ ও তুলে নিয়ে নিয়ে যাওয়ার মামলার সংখ্যা ছিল ৪,০৬২। রিপোর্ট অনুসারে, ২০২০-তে ৮৪,৮০৫ টি অপহরণের মামলার শিকারের সংখ্যা ছিল ৮৮,৫৯০। এর মধ্যে সংখ্যাগরিষ্ঠ ৫৬,৫৯১ জন ছিল শিশু। বাকিরা প্রাপ্তবয়স্ক।
বিশ্ব মানবাধিকারকর্মীরা বলছেন, ভারত নিজেকে দক্ষিণ এশিয়ার উদীয়মান পরাশক্তি হিসেবে পরিচয় দিয়ে থাকে। অথচ মানবাধিকারসহ নানা সূচকে অনেক পিছিয়ে বিশ্বের দ্বিতীয় বৃহৎ জনগোষ্ঠীর এই দেশটি। অন্তত এ ধরণের ঘটনা পিছিয়ে থাকা ভারতকেই পরিচিত করছে বিশ্ব দরবারে। যদিও সাম্প্রদায়িক বিভিন্ন ইস্যুতে উত্তাল ভারতে অপরাধের হার আরও অনেক বেশি বলে মত মানবাধিকারর্মীদের।
এসডব্লিউ/এমএন/কেএইচ/১৫৫০
আপনার মতামত জানানঃ