মানুষের দৈনন্দিন কাজের ফলে এই কার্বন নিঃসরণের মাত্রাও তাই বাড়ছে আশঙ্কাজনকহারে। যুক্তরাষ্ট্রের এনভায়রনমেন্ট প্রটেকশন এজেন্সি (ইপিএ) কার্বন নিঃসরণ তথা গ্রীন হাউজ গ্যাস নিঃসরণের ছয়টি প্রধান উৎস ভাগ করে দেখিয়েছে। সংস্থাটি বলছে, যানবাহন, বিদ্যুৎ উৎপাদন, শিল্পকারখানা, আর্থিক ও ব্যক্তিগত আবাসন, কৃষি এবং জমির যাচ্ছেতাই ব্যবহার থেকে সবচেয়ে বেশি নিঃসরণের ঘটনা ঘটছে। তবে জলবায়ু পরিবর্তনে বিশ্বের ১ শতাংশ মানুষের ভূমিকা জানলে আপনার কপালে ভাঁজ পড়বে।
মিলিয়নিয়ার কিংবা বিলিয়নিয়ার ব্যক্তি হিসেবে পরিচিত যারা, তাদের সাধারণত একাধিক বাড়ি থাকে, থাকে একাধিক গাড়িও। তাদের অনেকেরই ব্যক্তিগত বিমানও রয়েছে। কার্বন নিঃসরণে তাই তাদের দায় অনেক।
যে ব্যক্তি বছরে ১ লক্ষ ৭২ হাজার ডলার আয় করে থাকেন, তাকেই ধনী বলা হয়। এই আয়ের মানুষের সংখ্যা বিশ্বে ১ শতাংশ। এরাই মূলত শীর্ষ ধনী। এর বাইরে যারা অন্তত ৫৫ হাজার ডলার আয় করেন, তাদের সংখ্যা প্রায় ১০ শতাংশ। গবেষণা বলছে, এই ১০ শতাংশ ব্যক্তিরা নয় গুণ বেশি কার্বন নিঃসরণের জন্য দায়ী। সময়ের সাথে সাথে অবশ্য এই শ্রেণীর লোকদের কার্বন নিঃসরণের হার তেমন একটা বাড়েনি।
১৯৯০ সালের সাথে তুলনা করলে দেখা যায়, সেই বছর এই ১০ শতাংশের ব্যক্তিগত কার্বন নিঃসরণের পরিমাণ ছিল জনপ্রতি ২১ টন। ২০৩০ সালে যখন পৌঁছাবে পৃথিবী, তখনও খুব একটা পার্থক্য আসবে না এই হারে। তবে সবচেয়ে বড় লাফ দেবে ১ শতাংশ শীর্ষ ধনীরা।
১৯৯০ সালে তাদের যেখানে জনপ্রতি কার্বন নিঃসরণের পরিমাণ ছিল ৫৬ টন, ২০৩০ সালে গিয়ে এই সংখ্যা বৃদ্ধি পেয়ে দাঁড়াবে ৭০ টনে। বিবিসি জানিয়েছে, নিঃসরণ ২০১৫ পর্যন্ত যে হারে বাড়ছিল, তাতে শঙ্কাই দেখা দিয়েছিল জলবায়ু পরিবর্তন মোকাবিলার পদক্ষেপে। সে বছর প্যারিস জলবায়ু চুক্তির ফলে অস্বাভাবিক এই বৃদ্ধিতে লাগাম টেনে ধরা সম্ভব হয়।
এরপরও ২০৩০ সালের মধ্যে বিশ্বের ১ শতাংশ শীর্ষ ধনী পুরো পৃথিবীর ১৬ শতাংশ কার্বন নিঃসরণের জন্য দায়ী হবেন। আন্তর্জাতিক সংস্থা অক্সফাম ও স্টকহোম এনভায়রনমেন্ট ইনস্টিটিউট তাদের প্রকাশিত এক প্রতিবেদনে এমন তথ্য দিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৫ সাল পর্যন্ত শীর্ষ এক শতাংশ ধনীরা যে পরিমাণ কার্বন ব্যবহার করেছেন, তা গরীব বিশ্বের অর্ধেক জনসংখ্যার ব্যবহারের দ্বিগুণ। সংস্থা দুটি বলছে, ২০৩০ সালে এই শ্রেণির মানুষের কার্বন ব্যবহারের মাত্রা ১৯৯০ সালের মাত্রার চেয়ে ২৫ ভাগ বেড়ে যেতে পারে। শঙ্কার ব্যাপার হচ্ছে, এই মাত্রা প্যারিস জলবায়ু চুক্তিতে অনুমিত মাথাপিছু মাত্রার চেয়ে ৩০ গুণ বেশি।
২০১৮ সালে সুইডেনের লিনিয়াস বিশ্ববিদ্যালয়ের ভ্রমণ বিষয়ক অধ্যাপক স্টিফান গসলিং এবং তার দল বেশ কয়েকজন ধনী তারকার সামাজিক যোগযোগমাধ্যমের প্রোফাইল বিশ্লেষণ করেন। এই ধনীদের তালিকায় প্যারিস হিলটন থেকে শুরু করে ছিলেন অপরাহ্ উইনফ্রে পর্যন্ত। গসলিং ও তার দল দেখতে চাচ্ছিল, তারা ঠিক কতবার বিমানে চড়েন।
তারা যে ফলাফল পেয়েছে তা প্রকৃতপক্ষেই শঙ্কাজাগানিয়া। মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস ২০১৭ সালে ৫৯ বার বিমানে চড়েছেন। গসলিং বলছেন, তার হিসেবে এই ভ্রমণের দূরত্ব প্রায় ৩ লাখ ৪৩ হাজার ৫০০ কিলোমিটার। এই দূরত্বে যেতে সাধারণত ১,৬০০ টন গ্রীনহাউজ গ্যাস নিঃসরণ হয়। এই পরিমাণ ১০৫ জন আমেরিকানের বার্ষিক গড় নিঃসরণের সমান।
গসলিংয়ের লক্ষ্য ছিল, শীর্ষ ধনী ব্যক্তিদের ব্যক্তিগত খরচের মাত্রা উন্মোচন করার চেষ্টা করা, যাদের জীবনধারা প্রায়শই গোপনীয়তায় ঘেরা থাকে। তার দলের এই গবেষণা গ্রেটা থুনবার্গের (সুইডিশ কিশোরী, যিনি জলবায়ু পরিবর্তনের ভয়াবহতার বিরুদ্ধে আন্দোলন করছেন) নেতৃত্বে ক্রমবর্ধমান পরিবেশ আন্দোলনের সাথে মিলে যায়, যা ব্যক্তিগত দায়বদ্ধতার উপর আলোকপাত করে। বিমানযাত্রাকে দেখা হয় কার্বন নিঃসরণের সবচেয়ে উচ্চ মাত্রার একটি হিসেবে।
গসলিং বলছেন, আপনি বিমান চড়ছেন, এর মানে আপনি অভিজাত শ্রেণীর অন্তর্ভুক্ত হয়ে গেলেন। তার মতে, ৯০ শতাংশেরও বেশি মানুষ কখনও বিমান চড়ে নি। আর বাকি ১০ শতাংশের মধ্যে অন্তত ১ শতাংশই পৃথিবীর অর্ধেক কার্বন নির্গমনের জন্য দায়ী।
লিনিয়াস বিশ্ববিদ্যালয়ের এই অধ্যাপক বলেছেন, বিশ্বজুড়ে ব্যবসায়িক অভিজাত ব্যক্তি থেকে শুরু করে সেলিব্রিটি, যারা ভ্রমণকে তাদের ব্যক্তিগত ব্র্যান্ডের অংশ বানিয়েছেন, তাদের আচরণ উচ্চ কার্বন জীবনযাত্রাকে উচ্চাকাঙ্খী এবং পছন্দসই করে তুলতে সাহায্য করেছে।
এ তো গেল আকাশযাত্রার বিশ্লেষণ। ধনীদের এমন আরো দুটি বিষয় চিন্তার ভাঁজ ফেলছে পরিবেশ বিজ্ঞানীদের কপালে।
সাম্প্রতিক বছরগুলোয় বিশ্বের নানা রাষ্ট্রের প্রেসিডেন্ট, ব্যবসায়িক ম্যাগনেট, সেলিব্রিটি, এমনকি মধ্যবিত্ত শ্রেণীর মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠতে দেখা গেছে স্পোর্ট ইউটিলিটি ভেহিকল বা এসইউভি (SUV) গাড়িকে। ব্যক্তিগত গাড়ি হিসেবে পছন্দের শীর্ষে উঠে আসা এই এসইউভি কীভাবে কার্বন নিঃসরণে ভূমিকা রাখছে তা বোঝাতে একটি তথ্য দিতে চাই আপনাদের।
এই মুহূর্তে রাস্তায় যেসব এসইউভি চলছে, তারা সকলে মিলে প্রতি বছর গড়ে ৭০০ মেগা টন কার্বন ডাইঅক্সাইড নির্গমন করে। ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সির ভাষ্যমতে, ২০১০ সাল থেকে এই এসইউভিগুলো বায়ুমন্ডলে কার্বন নিঃসরণে দ্বিতীয় সর্বোচ্চ ভূমিকা রাখছে। সবচেয়ে আশঙ্কার তথ্য হচ্ছে, এসইউভি-ই একমাত্র সেক্টর যেখানে ২০২০ সালে নিঃসরণের উচ্চহার দেখা গেছে।
নিঃসরণের ভয়াবহতায় আবাসনকেও দায়ী করছেন পরিবেশ বিজ্ঞানীরা। প্রয়োজনের তুলনায় বৃহৎ এবং চাকচিক্যপূর্ণ বাড়ি পরিবেশের জন্য বিপদ ডেকে আনছে।
সুইডেনের লুন্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী কিম্বারলি নিকোলাস ও তার সহ-লেখকদের প্রকাশিত এক গবেষণায় বলা হয়েছে, ব্যক্তিগত বাড়ি এখন শুধু থাকার প্রশ্নে তৈরি হচ্ছে না, এটি হয়ে উঠছে সামাজিক মর্যাদা এবং প্রতিপত্তি প্রকাশের হাতিয়ার। ইউরোপের ১১ শতাংশ নিঃসরণের জন্য দায়ী করা হচ্ছে ব্যক্তিগত বাড়িকে, যাদের ১ শতাংশেরই প্রয়োজনের তুলনায় বৃহৎ এবং একাধিক বাড়ি রয়েছে।
এসডব্লিউ/এসএস/১৫৩০
আপনার মতামত জানানঃ