মাছির ডিম ভর্তি চোখে। এমনই এক ভয়ঙ্কর রোগের সন্ধান পাওয়া গিয়েছে ফ্রান্সে। ফ্রান্সের ৫৩ বছরের এক পুরুষের চোখের মধ্যে মাছির ডিম খুঁজে পেয়েছেন বিজ্ঞানীরা।
এর ফলে কার্যত দৃষ্টিশক্তি হারাতে বসেছেন ওই রোগি। বাধ্য হয়ে তাকে ভর্তি করা হয়েছে একটি হাসপাতালে। সেখানে তার চিকিৎসা চলছে।
চিকিৎসকরা জানিয়েছেন, ৫৩ বছরের ওই ব্যক্তির হঠাৎ করে চোখ চুলকাতে শুরু করেছিল। তিনি প্রাথমিক ভাবে সেটিকে বিশেষ পাত্তা দিতে চাননি। কিন্তু ক্রমে তার ডান চোখে এই সমস্যা আরও বাড়তে থাকে।
তারপর চিকিৎসকরা ওই ব্যক্তির চোখের একটি স্ক্যান করেন। আর তার পরেই তারা যা দেখতে পেয়েছিলেন, তাতে চোখ কপালে উঠেছিল। নিউ ইংল্যান্ড জার্নাল অফ মেডিসিনে পত্রিকায় এই নিয়ে একটি লেখাও প্রকাশিত হয়েছে।
চিকিৎসকরা তার ডান চোখ দ্রুত স্ক্যান করে দেখেন চোখের মধ্যে মাছির ডজনখানেক ডিম রয়েছে। নিউ ইংল্যান্ড জার্নাল অফ মেডিসিনে প্রকাশিত প্রতিবেদন অনুসারে, চোখের পরীক্ষায় কর্নিয়ার চারপাশে এক ডজনেরও বেশি মাছির লার্ভা বা ডিম দেখা গেছে৷
ওই আক্রান্ত ব্যক্তি জানিয়েছেন, তিনি এক দিন বাগানে একটি ঘোড়া ও একটি ভেড়ার সামনে কাজ করছিলেন। তখনই প্রথম তিনি চোখের ভিতরে কিছু উপস্থিতি বোধ করেন।
চিকিৎসকরা বিষয়টি নিয়ে নিশ্চিত হওয়ার পর চিকিৎসা শুরু করেন। একে বারে অস্ত্রোপচার করে সেই লার্ভা সরিয়ে দেওয়ার ব্যবস্থা করেন। এগুলিকে মাছির লার্ভা বলে চিহ্নিত করেন তারা।
চিকিৎসকরা জানিয়েছেন, চোখের মণিতে লার্ভা প্রবেশ করলে তা সহজে সরানো যায় না, পানি দিয়ে ধুলে তা যায় না, আলাদা করে সেগুলিকে সরাতে হয়।
চিকিৎসকরা কনজেক্টিভা, চোখের পাতার আস্তরণের ঝিল্লির ভিতরে আরও লার্ভা খুঁজে পান৷ চিকিৎসকরা জানিয়েছেন ডিম বা লার্ভাগুলি ছিল অস্ট্রাস ওভিসের, এছাড়াও এটি শিপ বট ফ্লাই নামেও পরিচিত।
মূলত এই ধরনের মাছি একবার কোন ব্যক্তির চোখের মধ্যে ডিম পাড়লে সেক্ষেত্রে জল দিয়ে চোখ ধুলেও কোন কার্যকরী ফল পাওয়া যায় না। বিশেষজ্ঞদের মতে, তাদের অপসারণের একমাত্র উপায় হল ফোরশেপ ( এক ধরনের চিমটি) ব্যবহার করে শারীরিকভাবে চোখ থেকে বের করে দেওয়া।
অন্য যে কোনও পদ্ধতি ঝুঁকিপূর্ণ হতে পারে কারণ প্রাণীদের ‘ওরাল হুক’ থাকে, যা তারা কর্নিয়াকে আঁকড়ে ধরে রাখতে ব্যবহার করে।
এই বিশেষ ক্ষেত্রে, লোকটি ভাগ্যবান যে লার্ভা কেবল তার একটি চোখে ছিল। আপাতত ওই ব্যক্তি চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছেন।
এদিকে, চলতি বছর ফেব্রুয়ারি মাসে এক মার্কিন নারী আমাজন বন ঘুরে আসলে তার চোখে টিস্যু সংক্রমণের বিরল ধরন মিয়াসিস শনাক্ত হয়।
দিল্লির একটি বেসরকারি হাসপাতালে তার সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, অস্ত্রোপচারের সময় তিনটি ২ সেন্টিমিটার আকারের মাছির লার্ভা বের করে আনা হয়েছে।
মিয়াসিস হলো মানুষের টিস্যুতে একটি মাছি লার্ভা (ম্যাগট) সংক্রমণ। এটি গ্রীষ্মমন্ডলীয় এবং উপক্রান্তীয় অঞ্চলে ঘটে। রোগী জরুরি বিভাগে ভর্তি হন ডান চোখের ওপরের পাতা ফুলে যাওয়া ও লাল হয়ে যাওয়া নিয়ে।
ওই নারী জানান, তিনি গত ৪-৬ সপ্তাহ ধরে মাঝে মাঝে তার চোখের পাতার ভিতরে কিছুর নড়াচড়া অনুভব করছেন।
ডা. মোহাম্মদ নাদীম তার অস্ত্রোপচারকারী দলের প্রধান। এই চিকিৎসক বলেন, এটি মিয়াসিসের একটি খুব বিরল কেস ছিল। দুই মাস আগে ওই নারী আমাজন জঙ্গলে ভ্রমণ করেছিলেন।
সে সময় তার দেহের বাইরে থেকে কিছু ঢুকে সংক্রমণ ঘটাতে পারে বলে সন্দেহ করা হচ্ছিল। পরে তা শনাক্ত করে অস্ত্রোপচার করে বের করে আনা হয়।
হাসপাতালের বিবৃতিতে বলা হয়, সার্জারি বিভাগের ডা. নারোলা ইয়াঙ্গার অস্ত্রোপচারের মাধ্যমে ২ সেন্টিমিটার সাইজের তিনটি জীবন্ত মাছির লার্ভা বের করে এনেছেন।
যার মধ্যে ডান চোখের ওপরে পাতা থেকে একটি, তার ঘাড়ের পেছন থেকে দ্বিতীয়টি এবং তার ডান বাহু থেকে তৃতীয়টি বের করে আনা হয়।
অস্ত্রোপচারটি সম্পন্ন হতে ১০-১৫ মিনিট সময় লাগে। পরবর্তীতে জরুরি বিভাগ থেকে ওই নারীকে ওষুধ দিয়ে ছেড়ে দেওয়া হয়।
এসডব্লিউ/এসএস/১৪১০
আপনার মতামত জানানঃ