গুপ্তচর মানেই যেন রোমাঞ্চকর ব্যাপার। দেশের জন্য তারা লড়েন বিদেশের মাটিতেও। নিজের দেশের সুরক্ষায় মিশন শেষ করে আবার নিজের মাতৃভূমিতে ফিরে আসেন গুপ্তচরেরা। তবে শত্রু দেশের হাতে ধরা পড়লে আর রক্ষা নেই।
নিজের দেশের সুরক্ষা এবং নিরাপত্তার জন্য অনেকেই গুপ্তচরবৃত্তির সঙ্গে জড়িত থাকেন। দেশের গোয়েন্দা সংস্থাগুলো শত্রু দেশের গোপন তথ্য জানতে গুপ্তচর পাঠিয়ে থাকে। অন্য দেশে নিজেদের কাজ করে সেখান থেকে আবার নিজের দেশে ফিরে আসেন গুপ্তচরেরা। তবে শত্রু দেশের হাতে ধরা পড়লে প্রাণও যেতে পারে এসব গুপ্তচরদের। ইতিহাসে এমন নজির অনেক আছে।
দ্য সানের খবরে বলা হয়, এসব গুপ্তচরেরা খুব একটা সাধারণ হন না। বিশেষ কিছু দক্ষতা তাদের অসাধারণ এবং অসামান্য করে তোলে। বেশিরভাগ গুপ্তচরই নিজেদের বুদ্ধিমত্তা এবং কর্মক্ষমতার জন্য পরিচিত। তবে আজ যে গুপ্তচরের কথা বলা হবে, তার বিশেষ দক্ষতা জানতে পারলে আপনিও অবাক হবেন।
এমন এক গুপ্তচরের নাম আলিয়া রোজা। অবিভক্ত সোভিয়েত রাশিয়ায় তার জন্ম। ভ্লাদিমির জমানায় তিনি রাশিয়ার গুপ্তচরবৃত্তি করতেন বলে সম্প্রতি তিনি দাবি করেন। অনেকে তাকে রাশিয়ার ‘মাতা হারি’ বলে থাকেন। তবে তার পরিণতি বাস্তবের মাতা হারির মতো হয়নি।
রুশ গুপ্তচর হিসাবে মাত্র ১৮ বছর বয়স থেকেই তিনি জানতেন, কীভাবে কাউকে প্রলুব্ধ করে নিপুণভাবে নিজের কাজে ব্যবহার করতে হয়। এর জন্য তাকে শিখতে হয়েছিল, অন্যকে কীভাবে যৌন-ফাঁদে ফেলতে হয়।
রোজার যখন ২০ কুড়ি বছরের কিছু বেশি বয়স, তখন তাকে প্রথম বিশেষ একটি অভিযানে পাঠানো হয়েছিল। মাদকক্র এবং মানব পাচারকারীদের ধরার জন্য তাকে পাঠানো হয়েছিল।
রোজা বলেন, ‘আমার যখন ১৮ বছর বয়স, তখন আমাকে একটি সামরিক একাডেমিতে পাঠানো হয়েছিল। সেখানেই আমি সব বিশেষ কৌশল শিখেছি। আমাকে শেখানো হয়, কীভাবে অন্যদের প্রলুব্ধ করা যায়, কীভাবে ফাঁদে ফেলে নিজের কাজে লাগানো যায়। এ ছাড়াও বিভিন্ন ধরনের বন্দুক থেকে গুলি করতে হয়, মার্শাল আর্টের কৌশলও শিখতে হয়েছিল।’
নিজের পরিবারের কারণেই তিনি এই সামরিক একাডেমিতে যোগ দেন বলেও রোজা জানান। রোজার দাদু দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় দেশের জন্য লড়াই করে জাতীয় নায়কের তকমা পান। এমনকি রোজার নাম স্তালিনগ্রাদের মনুমেন্টে খচিত আছে। এই বিষয়টি তার পরিবারের জন্য অত্যন্ত গর্বের বলেও তিনি উল্লেখ করেন।
বর্তমানে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সামরিক একাডেমিতে তাদেরকে শেখানো হতো কীভাবে একজন পুরুষকে যৌন আবেদন সৃষ্টির মাধ্যমে ফাঁদে ফেলতে হয়। এভাবে মূলত গোপন তথ্য উদ্ধার করা হতো। প্রথম মিশনে আলিয়াকে যৌনকর্মী সাজতে হয়েছিল। এসময় তিনি একটি বড় সন্ত্রাসী গ্যাংয়ের প্রধানকে ফাঁদে ফেলে তার মাদক কারবার সম্পর্কে তথ্য উদ্ধার করেছিলেন।
তবে ২০০৪ সালে এমন এক টার্গেটকে ফাঁদে ফেলতে গিয়ে তার প্রেমে পরে যান আলিয়া। তিনি বলেন, সেসময় তার সঙ্গে আমি এমন জীবন পার করেছি যা ছিল আমার জন্য স্বপ্ন। তার জন্য নিজের ক্যারিয়ার ছেড়ে সন্ত্রাসের দুনিয়ায় চলে গিয়েছিলেন আলিয়া রোজা।
আলিয়া বলেন, সেসময় আমি সন্ত্রাসীদের মধ্যে ডুবে ছিলাম। আমার ধারণা সন্ত্রাসীরা পুলিশের থেকে ভালো। রাশিয়ায় পুলিশের কোনো নৈতিকতা নেই। এর থেকে সন্ত্রাসীরা বেশি নিয়ম মেনে চলতো। ভ্লাদিমির নামের ওই টার্গেটকে আমি ভালোবেসে ফেলেছিলাম। সে আমাকে সব কিছু থেকে বের হতে সাহায্য করেছে। যদিও ৯ মাসের মধ্যেই ভ্লাদিমিরের দল টের পেয়ে যায় যে সে পুলিশের সঙ্গে যুক্ত। সেসময় তার জীবন বাঁচিয়েছিল ভ্লাদিমিরই। যদিও ওই ঘটনার কয়েক মাসের মাথায় নিজের গ্যাংয়ের সদস্যদের হাতেই মারা যান ভ্লাদিমির। মারা যাওয়ার আগে আলিয়াকে তার কিছু বন্ধুর ফোন নাম্বার দিয়ে গিয়েছিলেন তিনি। আলিয়াকেও তখন পুলিশের হাত থেকে নিজেকে বাঁচানোর প্রয়োজন ছিল। মস্কোতে প্রায় এক বছর লুকিয়ে ছিলেন তিনি।
পরিস্থিতি কিছুটা শান্ত হলে ২০০৬ সালে একজনকে বিয়ে করেন সাবেক এই রুশ গুপ্তচর। যদিও সেই ব্যাক্তিকেও গ্রেপ্তার করে পুলিশ এবং জেলেই তার মৃত্যু হয়। তবে ভাগ্য সহায় থাকায় স্বামীর সম্পত্তি পান আলিয়া। তাদের প্লাটন নামের একটি সন্তানও ছিল। ওই অর্থ দিয়ে আলিয়া সুইজারল্যান্ড এবং পরে লন্ডন চলে আসেন। তার কয়েক বছরের মধ্যেই তিনি যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে থাকতে শুরু করেন।
রোজা বর্তমানে আমেরিকার স্থায়ী বাসিন্দা। তবে গুপ্তচর হিসেবে কাজ করার কোনো প্রমাণ তার কাছে নেই। তবে তিনি দাবি করেছেন যে, তার ডান চোখের উপর একটি দাগ গুপ্তচর হিসেবে কাজ করার প্রমাণ। গুপ্তচর পরিচয় ফাঁস হয়ে যাওয়ার পর একদল অপরাধীর সঙ্গে হাতাহাতি করার সময় চোট লেগে এই ক্ষতটি তৈরি হয়।
রোজা আমেরিকার বাসিন্দা হলেও তার পরিবার এখনও রাশিয়াতেই বসবাস করে। তবুও রাশিয়া-ইউক্রেন সংঘাতে কিভের সমর্থনে এসেই দাঁড়িয়েছেন রোজা। রোজার দাবি, আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়নের অতি সত্বর ইউক্রেনের আকাশে বিমান চলাচলে নিষেধাজ্ঞা জারি করা উচিত।
রাশিয়ার পেট্রল এবং গ্যাসেও নিষেধাজ্ঞা আরোপ করা উচিৎ বলেও তিনি উল্লেখ করেন। রাশিয়ার অধিকাংশ জনগণ যুদ্ধের বিপক্ষে থাকলেও তারা সরাসরি সরকারের বিরুদ্ধে কথা বলতে ভয় পাচ্ছেন বলেও তিনি দাবি করেন।
এসডব্লিউ/এসএস/১৭৪৫
আপনার মতামত জানানঃ