ঢাকা-৫ আসনের উপনির্বাচনে ৪৫ হাজার ৬৪২ ভোট পেয়ে বিজয়ী হয়েছে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কাজী মনিরুল ইসলাম। তাঁর প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী সালাহউদ্দিন আহমেদ পেয়েছেন ২ হাজার ৯২৬ ভোট।
এই উপনির্বাচনে মোট ভোটার ৪ লাখ ৭১ হাজার ৭১ জন। ভোট দিয়েছেন ৪৯ হাজার ১৪১ জন। ভোট পড়েছে ১০ দশমিক ৪৩ শতাংশ।
আজ শনিবার রাতে রিটার্নিং কর্মকর্তা জি এম সাহাতাব উদ্দিন আনুষ্ঠানিকভাবে এই ফল ঘোষণা করেছেন।
এই আসনে প্রার্থী ছিলেন পাঁচজন। বাকি তিনজন প্রার্থীর মধ্যে জাতীয় পার্টির প্রার্থী মীর আব্দুস সবুর লাঙল প্রতীকে পেয়েছেন ৪১৩ ভোট। ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) প্রার্থী মো. আরিফুর রহমান আম প্রতীকে পেয়েছেন ১১১ ভোট। আর বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী আনছার রহমান শিকদার ডাব প্রতীকে পেয়েছেন ৪৯ ভোট।
রিটার্নিং কর্মকর্তা ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা (ঢাকা অঞ্চল) জি এম সাহাতাব উদ্দিন প্রথম আলোকে বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট অনুষ্ঠিত হয়েছে। ইভিএম পদ্ধতিতে অনুষ্ঠিত এই উপনির্বাচনে কোনো ভোট বাতিল হয়নি।
আজ শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ১৮৭টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ চলে। বিএনপির প্রার্থীর সালাহউদ্দিন আহমেদের অভিযোগ, তারা জনগণকে উজ্জীবিত করার চেষ্টা করছিলেন। কিন্তু আওয়ামী লীগ ত্রাস ও ভয় সৃষ্টি করার কারণে ভোটারেরা কেন্দ্রে আসেননি।
অন্যদিকে আওয়ামী লীগের প্রার্থী কাজী মনিরুল ইসলাম বলেন, উৎসবমুখর পরিবেশে ভোট হয়েছে। কোথাও কোনো সমস্যা ছিল না।
আপনার মতামত জানানঃ