সড়কে মৃত্যুর হার বেড়েছে আগের থেকে বেশি। গেলো ঈদুল আজহার ছুটিতে বাংলাদেশে সড়কপথে যাতায়াতের সময় জুলাই মাসের ১৪ তারিখ থেকে ২৮ তারিখ পর্যন্ত ১৫ দিনের দুর্ঘটনায় অন্তত ২৭৩ জন নিহত হয়েছে বলে জানিয়েছে বেসরকারি একটি সংস্থা।
এতদিন লকডাউনের কারণে জরুরি সেবা ছাড়া সকল প্রকার প্রতিষ্ঠান ও যানবাহন বন্ধ থাকায় সড়কে ছিলো না গাড়ির চাপ। গতকাল শনিবার (৩১ জুলাই) শ্রমিকের কর্মস্থলে ফেরা শুরু হতে না হতেই সড়কে মৃত্যুর ঘটনা পুনরাবৃত্তি ঘটতে শুরু করলো।
আজ রবিবার বগুড়ায় চলন্ত বাসের চাকায় পিষ্ট হয়ে আবু হাসান নামের ১ জন পোশাকশ্রমিক নিহত হয়েছেন। আজ রাজধানীতে আরেক সড়ক দুর্ঘটনায় ট্রাফিক পুলিশের ১ কনস্টেবল নিহত হয়েছেন। গতকাল শনিবার টাঙ্গাইলের মির্জাপুরে পৃথক স্থানে সড়ক দুর্ঘটনায় দুই পোশাকশ্রমিক নিহত হয়েছেন। আবার গতকাল মাদারীপুরের শিবচরে ট্রাক উল্টে নিহত ব্যক্তির সংখ্যা ৬ জন।
বগুড়ার ট্রাক চাপায় পিষ্ট হয়ে ১ জন পোশাক শ্রমিক নিহত
আজ রোববার (১ আগস্ট) সকালের দিকে রংপুর-ঢাকা মহাসড়কের বগুড়া শহরতলির মাটিডালি বিমান মোড় এলাকায় বাসের চাকায় পিষ্ট হয়ে আবু হাসান নামের একজন পোশাকশ্রমিক নিহত হয়েছেন। ওই বাসে পোশাক শ্রমিকদের বহন করা হচ্ছিল।
নিহত আবু হাসান (২২) জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার পূর্ব কড়িয়া গ্রামের বাসিন্দা। তিনি ঢাকার একটি পোশাক কারখানায় কাজ করতেন। কারখানা খুলে দেওয়ায় কঠোর বিধিনিষেধের মধ্যে তিনি কাজে যোগদান করতে বাস ধরার জন্য জয়পুরহাট থেকে বগুড়ায় এসেছিলেন।
বগুড়া সদর থানার ফুলবাড়ী পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুজন মিয়া বলেন, রংপুর থেকে শ্রমিকদের নিয়ে ঢাকা অভিমুখে ছেড়ে আসা ডলফিন পরিবহনের একটি বাস সকাল সাড়ে সাতটার দিকে বগুড়ার মাটিডালি মোড় অতিক্রম করছিল। এ সময় বাস ধরার জন্য আবু হাসান মহাসড়কের এক পাশ থেকে অন্য পাশে যাচ্ছিলেন। একপর্যায়ে বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তিনি নিহত হন। পরে তার পকেটে থাকা পোশাকশ্রমিকের পরিচয়পত্রের সূত্র ধরে লাশ শনাক্ত করা হয়। এরপর লাশ উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। চাপা দেওয়া ডলফিন পরিবহনের বাসটি জব্দ করা হয়েছে।
রাজধানীতে মাইক্রোবাসের ধাক্কায় ১ জন ট্রাফিক পুলিশ নিহত
রবিবার (১ আগস্ট) বেলা ১১ টায় রাজধানীতে সড়ক দুর্ঘটনায় ট্রাফিক পুলিশের ১ কনস্টেবল নিহত হয়েছেন। তার নাম মো. হেলাল (৫০)।
শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের সামনে দায়িত্বরত অবস্থায় ট্রাফিক পুলিশের তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের কনস্টেবল মো. হেলাল (৫০) কে একটি মাইক্রোবাস ধাক্কা দিয়ে চলে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে বেলা সাড়ে ১১টায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, মো. হেলালের মৃতদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।’
জানা গেছে, নিহত হেলালের গ্রামের বাড়ি গাজীপুরের কালিয়াকৈরে।
টাঙ্গাইলে পৃথক স্থানে ২ পোশাকশ্রমিক নিহত
গতকাল শনিবার (৩১ জুলাই) সন্ধ্যায় ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের উপজেলার ক্যাডেট কলেজ ও দেওহাটা এলাকায় সড়ক দুর্ঘটনায় ২ পোশাকশ্রমিক নিহত। গোড়াই হাইওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আদম আলী এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন- গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার রামধনভূয়ামারি গ্রামের আতাউর রহমানের ছেলে গোলাম হোসেন (৪০) ও জেলার মধুপুর উপজেলার আকাশি গ্রামের সাইফুল ইসলামের স্ত্রী নাজমা বেগম (২৮)। নিহত দুইজনই পোশাকশ্রমিক ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানান, গাইবান্ধা থেকে মোটরসাইকেলযোগে গোলাম হোসেন ঢাকায় নিজ কর্মস্থলে ফিরছিলেন। সন্ধ্যার দিকে মোটরসাইকেলটি মহাসড়কের উপজেলার ক্যাডেট কলেজ এলাকায় পৌঁছালে ঢাকাগামী একটি অজ্ঞাত গাড়ি এসে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের আরোহী গোলাম হোসেনের মারা যান।
এদিকে, সন্ধ্যায় পোশাকশ্রমিক নাজমা বেগম মোটরসাইকেলযোগে ঢাকায় নিজ কর্মস্থলে ফিরছিলেন। মোটরসাইকেলটি মহাসড়কের দেওহাটা এলাকায় পৌঁছালে অজ্ঞাত একটি গাড়ি এসে তাদেরকে চাপা দিয়ে চলে যায়। এতে মোটরসাইকেল আরোহী নাজমা ঘটনাস্থলে নিহত হন।
উভয় ঘটনায় দুই মোটরসাইকেল চালক আহত হয়েছেন
মাদারীপুরের শিবচরে ট্রাক উল্টে নিহত ৬ জন
গতকাল শনিবার (৩১ আগস্ট) রাত ৯টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের আড়িয়াল খাঁ নদের টোল প্লাজার কাছে মাদারীপুরের শিবচরে ট্রাক উল্টে নিহত ব্যক্তির সংখ্যা বেড়ে ৬ জনে দাঁড়িয়েছে।
পুলিশ জানায়, এ দুর্ঘটনায় ঘটনাস্থলে দুজন ও স্থানীয় একটি হাসপাতালে নেওয়ার পর দুজনের মৃত্যু হয়। আহতদের মধ্যে দুজনকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় আরও ২ মারা যায়। শিবচর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী এসব তথ্য নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন, শিবচরের আড়িয়াল খাঁ টোলের কর্মরত শ্রমিক নির্মল, সোহান, পুলক। অন্যরা হলেন, ট্রাকে থাকা শ্রমিক ভোলার লালমোহন উপজেলার রমাগঞ্জ গ্রামের মো. মিরাজ (২৮), চরফ্যাশন উপজেলার ইসলামপুর গ্রামের মো. আরিফ (২৪) ও পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার পসারিয়া গ্রামের হান্নান গাজী (২৬)।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বরিশালের ভোলার লালমোহন থেকে যাত্রীবোঝাই করে একটি ট্রাক বাংলাবাজার ফেরিঘাটের উদ্দেশ্যে ছেড়ে আসে। ট্রাকটি শনিবার রাত নয়টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের শিবচরের আড়িয়াল খাঁ সেতুর টোলের কাছে এসে নিয়ন্ত্রণ হারিয়ে টোল প্লাজার তিন শ্রমিককে চাপা দেয়। পরে সড়কের রেলিং ভেঙে উল্টে পাশের খাদে পড়ে যায়।
টোল প্লাজার কর্মী মো. আনিস বলেন, ট্রাকটি টোল প্লাজার দায়িত্বে থাকা কর্মচারীদের ওপর দিয়ে চলে যায়। পরে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। বেপরোয়াভাবে চালানোতেই এই দুর্ঘটনা।
প্রত্যক্ষদর্শী মো. মেহেদী হাসান বলেন, ট্রাকটি হাইওয়ে দিয়ে দ্রুত গতিতে টোলপ্লাজার কাছাকাছি এসে রেলিং ভেঙে নিচের সংযোগ সড়কের ওপর পরে পাশের খাদে পড়ে যায়।
শিবচর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী বলেন, ঘটনাস্থলে ২ জনের মৃত্যু হয়। স্থানীয় পাঁচ্চরের একটি হাসপাতালে দুজন ও ফরিদপুরে হাসপাতালে নেওয়ার পর আরও দুজন মারা যায়।
সড়কে গাড়ির চাপ বাড়তে না বাড়তেই এত অহরহ দুর্ঘটনা ঘটতে শুরু করা খুবই উদ্বেগজনক বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
আপনার মতামত জানানঃ