করোনার ভারতীয় ধরন ‘ডেল্টা’ ইতিমধ্যেই পুরো বিশ্বে ছড়িয়ে পড়েছে। এই পরিস্থিতিতে যুক্তরাজ্যে আরও একটি ধরনের হদিস মিলল।
নতুন এই ভ্যারিয়েন্টটি বি.১.৬২১ নামে পরিচিত। কর্তৃপক্ষ জানিয়েছে, করোনার এই ভ্যারিয়েন্টটি সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। তবে বুধবার পিএইচই এটিকে আন্ডার ইনভেস্টিগেশন হিসেবে তালিকাভুক্ত করেছে।
ব্রিটেনে এখনও পর্যন্ত এই ধরনের কারণে ১৬ জন আক্রান্ত হয়েছেন বলে খবর মিলেছে। যদিও দেশটির স্বাস্থ্য দফতর জানিয়েছে, বিষয়টি এখনও গবেষণার পর্যায়ে রয়েছে। সম্প্রতি করোনা বিধিনিষেধ শিথিল করা এবং বিমান পরিষেবা থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কারণেই এ সংক্রমণ ছড়িয়েছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।
ব্রিটেনের জনস্বাস্থ্য সংস্থার বক্তব্য, এই ধরনের কারণে রোগীরা বেশি অসুস্থ বা রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ার কোনো প্রমাণ পাওয়া যায়নি।
খবরে বলা হয়েছে, ব্রিটেনে বি.১.৬২১ নতুন হলেও বিশ্বে একেবারে নতুন নয়। জানুয়ারিতে কলম্বিয়ায় এটি প্রথম শনাক্ত হয়। ব্রিটেনে এই ভ্যারিয়েন্টে আক্রান্তদের বেশিরভাগের বিদেশ সফরের ইতিহাস রয়েছে এবং যুক্তরাজ্যে স্থানীয়ভাবে সংক্রমণ ছড়ানোর কোনও প্রমাণ এখন পর্যন্ত নেই।
ব্রিটেন ছাড়াও যুক্তরাষ্ট্র, পর্তুগাল, জাপান, সুইজারল্যান্ডে এ ধরনের সন্ধ্যান পাওয়া গেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, বি১.৬২১ রূপটির খোঁজ প্রথম কলম্বিয়ায় পাওয়া গিয়েছিল গত জানুয়ারি মাসে। তারপর থেকে এখনও পর্যন্ত বিশ্বের ২৬টি ছড়িয়ে পড়েছে বলে খবর মিলেছে।
গত কয়েক সপ্তাহে যুক্তরাজ্যের কোভিড পরিস্থিতির অবনতি হয়েছে। বিশেষ করে অতি সংক্রামক ডেল্টা ভ্যারিয়েন্টে মানুষ সংক্রমিত হচ্ছে। আক্রান্তের সংখ্যা বাড়তে থাকলেও এই সপ্তাহে যুক্তরাজ্য করোনার বিধিনিষেধ প্রত্যাহার করেছে। শুক্রবার ব্রিটেনে নতুন আক্রান্ত শনাক্ত হয়েছেন ৩১ হাজার ৭৯৪ জন।
যুক্তরাজ্যে করোনাভাইরাসের আর রেট ১.২ ও ১.৪। এর অর্থ হলো, একজন আক্রান্ত মানুষ একজনের বেশি মানুষকে আক্রান্ত করতে পারেন।
বিশ্বে করোনায় মৃত্যু ৪১ লাখ ৭৪ হাজার ছাড়াল
প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ ও মৃত্যু বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় এ ভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে আরও আট হাজার ৯৪১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছে চার লাখ ২৮ হাজার ৮০১ জন।
সোমবার (২৫ জুলাই) সকাল সাড়ে ৮টায় আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারে এসব তথ্য পাওয়া গেছে।
ওয়ার্ল্ডোমিটারের সর্বশেষ তথ্য অনুযায়ী, সারাবিশ্বে এখন পর্যন্ত করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন ১৯ কোটি ৪৮ লাখ ১ হাজার ২০৯ জন। এর মধ্যে মারা গেছেন ৪১ লাখ ৭৪ হাজার ৮৬৭ জন। আর সুস্থ হয়ে উঠেছেন মোট ১৭ কোটি ৬৭ লাখ ৪৯ হাজার ৯০৫ জনে।
করোনা সংক্রমণ ও মৃত্যুতে এখনো বিশ্বে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে তিন কোটি ৫১ লাখ ৯৯ হাজার ৪৬৫ জন। তাদের মধ্যে মারা গেছেন ছয় লাখ ২৬ হাজার ৭৬২ জন। আর সুস্থ হয়েছেন দুই কোটি ৯৫ লাখ ১১ হাজার ৯০৯ জন।
তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। দেশটিতে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন তিন কোটি ১৪ লাখ ৯ হাজার ৬৩৯ জন। তাদের মধ্যে মারা গেছেন চার লাখ ২০ হাজার ৯৯৬ জন।
তৃতীয় অবস্থানে রয়েছে ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিল। তবে মৃত্যুর দিক থেকে দ্বিতীয় অবস্থানে দেশটি। সেখানে এখন পর্যন্ত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে পাঁচ লাখ ৪৯ হাজার ৯৯৯ জনে। এছাড়া এখন পর্যন্ত দেশটিতে করোনা রোগী শনাক্ত হয়েছেন এক কোটি ৬৮ লাখ ৮৬ হাজার ৬৬৩ জন।
সংক্রমণ ও মৃত্যুর তালিকায় এর পরের স্থানগুলোতে রয়েছে রাশিয়া, ফ্রান্স, যুক্তরাজ্য, তুরস্ক, আর্জেন্টিনা, কলম্বিয়া ও ইতালি।
তালিকায় বাংলাদেশের অবস্থান এখন ২৬ নম্বরে। দেশে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন হয়েছেন ১১ লাখ ৬৪ হাজার ৬৩৫ জনে। এর মধ্যে মারা গেছেন ১৯ হাজার ২৭৪ জন।
বিশ্বে প্রায় ৩৮৩ কোটি মানুষকে টিকা দেওয়া হয়েছে
বিশ্বে এখন পর্যন্ত প্রায় ৩৮৩ কোটি মানুষকে করোনার টিকা দেওয়া হয়েছে। ১৮০টি দেশে এসব টিকা দেওয়া হয়েছে। ব্লুমবার্গের রিপোর্টে এ তথ্য উঠে এসেছে।
এতে আরও বলা হয়েছে, প্রতিদিন গড়ে তিন কোটি ২৯ লাখ মানুষকে টিকা দেওয়া হচ্ছে। ব্যাপক টিকাদান সত্ত্বেও বেশ কিছু দেশে নতুন করে সংক্রমণ বাড়ছে। এ ছাড়া খোঁজ মিলছে নতুন নতুন ভ্যারিয়েন্টের।
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের তথ্যানুসারে, সব থেকে বেশি ১৫২ কোটি ভ্যাকসিন দিয়েছে চীন। আর ভারত দিয়েছে প্রায় ৪৩ কোটি ২০ লাখ ভ্যাকসিন। যুক্তরাষ্ট্র দিয়েছে ৩৪ কোটি ১০ লাখ কোভিডের টিকা। আর ব্রাজিলে দেওয়া হয়েছে ১৩ কোটি ১৫ লাখের বেশি। জার্মানিতে কোভিড টিকা দেওয়া হয়েছে আট কোটি ৯০ লাখ। আর যুক্তরাজ্যে দেওয়া হয়েছে আট কোটি ৩২ লাখ। জাপানে সাত কোটি ৩৯ লাখ টিকা দেওয়া হয়েছে।
এসডব্লিউ/এমএন/কেএইচ/১৩২৯
আপনার মতামত জানানঃ