দীর্ঘদিন ধরে নানা গুজব আর আলোচনার সমাপ্তি ঘটিয়ে স্বতন্ত্র নিউজলেটার প্ল্যাটফর্ম ‘বুলেটিন’ চালু করলো ফেসবুক। বাংলাদেশ সময় মঙ্গলবার (২৯ জুন) দিবাগত রাত ১২টার পর এক অডিও চ্যাটে এসব জানান ফেসবুকের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ।
মার্ক জাকারবার্গ বলেন, আমাদের লক্ষ্য হলো সৃজনশীল কাজের মাধ্যমে লাখ লাখ মানুষ যেন জীবিকা নির্বাহ করতে পারে সেই বিষয়টিতে সমর্থন দেওয়া।
ফেসবুক বুলেটিন হলো সাবস্ট্যাকের ফেসবুকের সংস্করণ। সাবস্ট্যাক হচ্ছে একটি অনলাইন প্ল্যাটফর্ম, যেখানে সাবস্ক্রিপশনের মাধ্যমে বিনা মূল্যে বা অর্থের বিনিময়ে পড়ার নিউজলেটার তৈরি ও বিতরণের মাধ্যম।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সাবস্ট্যাকের প্রতিদ্বন্দ্বী হিসেবে নেমেছে ফেসবুক। মার্ক জাকারবার্গ বুলেটিন প্ল্যাটফর্ম ঘোষণার সময়ে এখানে নিয়োগ দেওয়া কয়েক লেখকের সঙ্গে পরিচয় করিয়ে দেন। সিএনএনের খবরে বলা হয়েছে, খেলাধুলা, বিজ্ঞান, স্বাস্থ্য ও বাণিজ্য বিষয়ে কয়েক ডজন লেখককে নিয়োগ দিয়েছে ফেসবুক।
প্রাথমিকভাবে বুলেটিনের লেখক হিসেবে রয়েছেন ম্যালকম গ্ল্যাডওয়েল, অ্যাডাম গ্রান্ট, সিএএনএনের হোয়াইট হাউজ সংবাদদাতা জেসিকা ইয়েলিন এবং ইএসপিএনের সাবেক সংবাদদাতা ইরিন অ্যান্ড্রেউস।
গত এক বছরে হাইপ্রোফাইল সাংবাদিক ও লেখক বিভিন্ন মিডিয়া প্রতিষ্ঠান ছেড়েছে। আর ফেসবুক সেই সুযোগ কাজে লাগাতে ই–মেইল নিউজলেটার চালু করল।
ফেসবুক জানিয়েছে, এই বুলেটিন থেকে প্ল্যাটফর্মে নিউজলেটার নির্মাতাদের উপার্জনে ভাগ বসাবে না তারা। কনটেন্ট নির্মাতারা তাদের নিজস্ব সাবস্ক্রিপশন মূল্য নির্ধারণ করতে পারবে।
রয়টার্স লিখেছে, গণমাধ্যমের সঙ্গে এই টেক জায়ান্টের ঝামেলার সম্পর্ক রয়েছে। গত ফেব্রুয়ারিতে নিউজ আউটলেটের কনটেন্টের জন্য অর্থ প্রদান করা নিয়ে অস্ট্রেলিয়ান সরকারের সঙ্গে দ্বন্দ্বে জড়ায় ফেসবুক। এই দ্বন্দ্বের পরই ফেসবুক আগামী তিন বছর বিশ্বব্যাপী নিউজ ইন্ডাস্ট্রিতে এক বিলিয়ন ডলার বা সাড়ে আট হাজার কোটি টাকা বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে।
ফেসবুক আরও জানিয়েছে, নিবন্ধ ও পডকাস্ট ফেসবুক নিউজ ফিডের মাধ্যমে এবং ফেসবুকের নিউজ বিভাগের মাধ্যমেও পাওয়া যাবে।
বুলেটিনের সাইটে বলা হয়, বুলেটিন এমন একটি পৃথক ওয়েবসাইট, যাতে কনটেন্ট নির্মাতারা তাদের গ্রাহক বাড়াতে সক্ষম হবেন এবং এর জন্য ফেসবুক প্ল্যাটফর্মের ওপর নির্ভর করতে হবে না। যুক্তরাষ্ট্রে প্রথমে এটি প্রাথমিকভাবে মার্কিন নির্মাতাদের জন্য চালু হয়েছিল, কিন্তু তা তেমনভাবে গ্রহণযোগ্যতা পায়নি। তবে এটি বলেছে যে বুলেটিন সাইটটি এখন বিশ্বব্যাপীই। বেটা ভার্সনের পর আরও আন্তর্জাতিক নাম যুক্ত করার চেষ্টা করবে তারা।
গত এপ্রিলে ফেসবুক বলেছিল যে তারা তাদের নতুন প্রকাশনা প্ল্যাটফর্মে লিখতে স্থানীয় স্বাধীন সাংবাদিকদের নিয়োগের জন্য পাঁচ মিলিয়ন ডলার দেবে।
এসডব্লিউ/এমএন/ এফএ/২০৩৯
আপনার মতামত জানানঃ