করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের ধাক্কা সামলে উঠতে থাকা ভারতে প্রায় তিন মাসের মধ্যে একদিনে সবচেয়ে কম নতুন রোগী শনাক্ত হয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্যে দেখা গেছে, সোমবার সকালের আগের ২৪ ঘণ্টায় দেশটিতে ৫৩ হাজার ২৫৬ জন রোগী শনাক্ত হয়েছে।
করোনাভাইরাস সংক্রমণের দ্বিতীয় ঢেউ শুরু হওয়ার পর ৮৮ দিনের মধ্যে এটাই সর্বনিম্ন দৈনিক শনাক্ত বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম। একে সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে ভাটার টান শুরু হওয়ার স্পষ্ট ইঙ্গিত বলে মনে করা হচ্ছে।
সর্বশেষ এই সংখ্যাসহ মহামারির শুরু থেকে দেশটিতে করোনায় আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৯৯ লাখ ৩৫ হাজার ২২১ জনে। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ৪২২ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় গত একদিনে মৃত্যু কমেছে দেড় শতাধিক। মহামারির শুরু থেকে দেশটিতে এখন পর্যন্ত মারা গেছেন ৩ লাখ ৮৮ হাজার ১৩৫ জন।
এদিকে ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চ (আইসিএমআর) জানিয়েছে, জুনের ২০ তারিখ পর্যন্ত ভারতে ৩৯ কোটি ২৪ লাখ ৭ হাজার ৭৮২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১৩ লাখ ৮৮ হাজার ৬৯৯ জনের।
ভারতের বিহার, মহারাষ্ট্রসহ অন্তত ছয়টি রাজ্যে মহামারীতে মৃত্যুর প্রকৃত সংখ্যা সরকারি হিসাবে উঠে আসেনি বলে ধারণা করা হচ্ছে। এই পরিস্থিতিতে করোনাভাইরাসজনিত সব মৃত্যুকে ‘কোভিড মৃত্যু’ হিসেবে নথিবদ্ধ করতে হবে বলে দেশটির সর্বোচ্চ আদালতের কাছে দেওয়া এক হলফনামায় বলেছে কেন্দ্রীয় সরকার।
দেশটিতে টানা ৩৯ দিন ধরে সুস্থ হওয়া রোগীর চেয়ে নতুন সংক্রমণ কম পাওয়া যাচ্ছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশটিতে ৭৮ হাজার ১৯০ জন রোগী রোগমুক্ত হয়েছেন।
সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের প্রকোপ কমে আসতে থাকায় দিল্লি সরকার সোমবার থেকে বার খোলার অনুমতি দিয়েছে ও রেস্তোরাঁ খোলা রাখার সময় দুই ঘণ্টা বাড়িয়েছে। পাশাপাশি পার্ক, বাগান, গলফ ক্লাব ও উন্মুক্ত স্থানে যোগব্যায়ামের ওপর বিধিনিষেধ তুলে নেওয়া হয়েছে।
দিল্লির পার্শ্ববর্তী হরিয়ানা রাজ্য জারি থাকা লকডাউনের মেয়াদ ২৮ জুন পর্যন্ত বাড়িয়েছে। তবে বিয়ে, অন্ত্যেষ্টিক্রিয়ার ওপর আরোপিত বিধিনিষেধ শিথিল করেছে। কর্পোরেট দপ্তরগুলোকে পূর্ণ উপস্থিতি যোগে কার্যক্রম শুরু করারও অনুমতি দিয়েছে।
সোমবার থেকে ফের টিকা নীতি পরিবর্তন করে ১৮ বছরের উর্ধ্বে সবাইকে বিনামূল্যে টিকা দেওয়া শুরু করছে দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ। জানুয়ারিতে ভারতজুড়ে টিকাদান কর্মসূচী শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ২৭ কোটিরও বেশি লোককে টিকা দেওয়া হয়েছে বলে দেশটির সরকার জানিয়েছে।
করোনাভাইরাস সংক্রমণের দ্বিতীয় ঢেউ হ্রাস পেতে থাকায় দেশটির বহু রাজ্য লকডাউনজনিত বিধিনিষেধ শিথিল করা শুরু করেছে। ১ জুলাই থেকে সব শিক্ষা প্রতিষ্ঠান খোলার ঘোষণা দিয়েছে তেলেঙ্গানা রাজ্য সরকার।
আসছে মাসগুলোতে ভারতে করোনাভাইরাস সংক্রমণের তৃতীয় ঢেউ শুরু হতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।
বিশ্বজুড়ে করোনা পরিস্থিতি
চলমান করোনা মহামারিতে বিশ্বজুড়ে ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা কমতে কমতে নেমে এসেছে প্রায় ৬ হাজারে। একইসঙ্গে আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগী কমার পাশাপাশি সংক্রমণ নেমে এসেছে তিন লাখের নিচে। গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে ভারতে। অন্যদিকে দৈনিক মৃত্যুতে ব্রাজিল রয়েছে দ্বিতীয় অবস্থানে।
এতে বিশ্বব্যাপী করোনায় আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১৭ কোটি ৯২ লাখের ঘর। অন্যদিকে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৩৮ লাখ ৮১ হাজার। সোমবার (২১ জুন) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৬ হাজার ১২১ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যু কমেছে প্রায় ১৬০০ জন। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৩৮ লাখ ৮১ হাজার ৭৭৮ জনে।
এসডব্লিউ/এমএন/এফএ/১৩৩৩
State watch সকল পাঠকদের জন্য উন্মুক্ত সংবাদ মাধ্যম, যেটি পাঠকদের অর্থায়নে পরিচালিত হয়। যে কোন পরিমাণের সহযোগিতা, সেটি ছোট বা বড় হোক, আপনাদের প্রতিটি সহযোগিতা আমাদের নিরপেক্ষ সাংবাদিকতার ক্ষেত্রে ভবিষ্যতে বড় অবদান রাখতে পারে। তাই State watch-কে সহযোগিতার অনুরোধ জানাচ্ছি। [wpedon id=”374″ align=”center”]
আপনার মতামত জানানঃ