সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে জাতীয় পর্যায়ে নতুন আচরণবিধি প্রণয়ন করেছে ভিয়েতনাম সরকার। নতুন এ আচরণবিধিতে দেশের স্বার্থের জন্য ক্ষতিকর এবং আইনের ওপর বিরূপ প্রভাব ফেলে এমন পোস্ট করা থেকে বিরত থাকতে বলা হয়েছে।
রয়টার্স বলছে, ভিয়েতনামের ক্ষমতাসীন কমিউনিস্ট দল খুব কম সমালোচনা গ্রহণ করে এবং সামাজিক যোগাযোগমাধ্যমগুলোকে নিজেদের নিয়ন্ত্রণে রাখে। এ আচরণবিধি সরকারি সব প্রতিষ্ঠান, সামাজিক যোগাযোগ মাধ্যম এবং দেশের অধিবাসীদের মেনে চলতে হবে বলেও জানানো হয়।
আচরণবিধিতে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের ভিয়েতনামের প্রাকৃতিক সৌন্দর্য, মানুষের জীবনযাপন, সংস্কৃতি সম্পর্কে ইতিবাচক তথ্য প্রচারের আহ্বান জানানো হয়েছে। তবে নতুন এ আচরণবিধি কীভাবে প্রয়োগ করা হবে সে বিষয়ে পরিষ্কারভাবে কিছু জানানো হয়নি।
ভিয়েতনামের ক্ষমতাসীন কমিউনিস্ট দল খুব কম সমালোচনা গ্রহণ করে। গত কয়েক বছরে ফেসবুক ও ইউটিউবে সরকারবিরোধী বক্তব্য বা কন্টেন্ট প্রকাশের কারণে ক্ষমতাসীন দল আন্দোলনকারীদের কঠোর হস্তে দমন করেছে। যাদের অনেকেই এখনো দীর্ঘমেয়াদে কারাভোগ করছে বলে জানা গেছে।
ভিয়েতনামের রাজনীতি নিয়ে আঞ্চলিক পর্যায়ে যেসব পোস্ট প্রদান করা হতো সেগুলো বন্ধে সরকারি সিদ্ধান্ত না মানা হলে ফেসবুক বন্ধ করে দেয়ার হুমকিও দিয়েছিল ভিয়েতনাম সরকার।
এদিকে পেরুতে বাস উল্টে ১৩০০ ফুট খাদে পড়ে ২৭ যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ১৬ জন। দেশটির দক্ষিণাঞ্চলের একটি খনি থেকে অর্ধশত শ্রমিককে নিয়ে ফেরার
শুক্রবার (১৮ জুন) দেশটির লুকানা প্রদেশে ওই শ্রমিকদের বহনকারী বাসটি রাস্তার বাইরে চলে গেলে এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে এই দুর্ঘটনার কারণ জানাতে পারেনি পুলিশ।
এ ব্যাপারে দেশটির কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলেছে, বাসটি পেল্লানকাটা এলাকার ওই খনি থেকে শ্রমিকদের নিয়ে আরেকিপা শহরের দিকে যাচ্ছিল। পাহাড়ি রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি গভীর খাদে পড়ে গেলে ওই হতাহতের ঘটনা ঘটে।
খবর পেয়ে উদ্ধারকর্মীরা দুর্ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে। এদের মধ্যে গুরুতর আহত ১৬ জনকে নাজকা নামে একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এক কর্মকর্তা জানিয়েছেন, চালক হয়ত ঘুমিয়ে পড়েছিলেন।
এসডব্লিউ/এমএন/এফএ/১২৪৯
State watch সকল পাঠকদের জন্য উন্মুক্ত সংবাদ মাধ্যম, যেটি পাঠকদের অর্থায়নে পরিচালিত হয়। যে কোন পরিমাণের সহযোগিতা, সেটি ছোট বা বড় হোক, আপনাদের প্রতিটি সহযোগিতা আমাদের নিরপেক্ষ সাংবাদিকতার ক্ষেত্রে ভবিষ্যতে বড় অবদান রাখতে পারে। তাই State watch-কে সহযোগিতার অনুরোধ জানাচ্ছি। [wpedon id=”374″ align=”center”]
আপনার মতামত জানানঃ